তোমাদের শহরে

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: বুধ, ১২/০৩/২০০৮ - ৪:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমাদের শহরে ট্রেন থেকে নেমে
করেছি নদীপাঠ, মৌনতার ঘাটে জলের স্মরণ

আরো বেশী স্ফীত হয়ে গেছে এই শহর
শহরের মজ্জা ও মেদ
মোড়ে মোড়ে বেড়েছে প্রসাধিত বিলবোর্ড
ভ্রমের বিভেদ
পুরোনো সড়কগুলো সব নতুন পাথরে বাঁধা-পাষাণ
আমি তার পাইনা খুঁজে ধুলাপথ
পাত্রপ্রত্ন লুন্ঠিত দুপুর ও রাত
বস্তিতে জীবনের অন্য অনুবাদ আমিও খুঁজেছি একদিন

হেঁটে হেঁটে পার করে পোড়ামাংস-লালনীল বিপনী বিলাস
বৈঠকি উপমার ক্ষোভ, ভাষার বিক্ষোভ
আমার আর হলোনা পাওয়া আত্মমগ্ন আমার শহর


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি তার পাই না খুঁজে ধূলাপথ...
ভাল্লাগলো

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

আহারে নস্টালজিয়া

ছেড়ে আসার আগে কি মনে হয়েছিল সেই শহর ডাকবে অতবেশি করে?

জাহিদ হোসেন এর ছবি

এভাবেই ক্রমে ক্রমে সময়ের সাথে আমরা আমাদের প্রিয় জিনিসের থেকে দূরে চলে যাই। অথবা প্রিয় জিনিসগুলোই হারিয়ে যায়।এটাকেই বোধহয় নির্বাসন বলে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

শেখ জলিল এর ছবি

পিছুডাক পিছু ছাড়ে না..

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

ফারুক হাসান এর ছবি

এই না হলে কবিতা!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

সুমন সুপান্থ এর ছবি

অভিবাদন , কবি । ভালো লাগলো ।

---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

জিফরান খালেদ এর ছবি

এই লোকটা একটা মূর্তিমান শয়তান...

অনেক দিন ধরেই দেখি - কোনো মতেই ফালতু কবিতা দেননা...

এরম শয়তানদেরি আমি ভালবাসি সর্বাধিক...

আহমেদুর রশীদ এর ছবি

বোদলেয়ারের শিষ্য বলে কথা!

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।