বৃস্টি বুঝি আজ সবদাগ ধুয়ে মুছে দেবে
সব বিবাদ আর পুরনো কলহ
আকাশ ভাঙ্গা এই বৃষ্টির পরে
থিতুবে দ্রব্যমুল্যের আগুন
বেকারেরা চাকরী পাবে
থাকবে না ট্রাফিক জ্যাম এবং
হাসপাতাল থেকে রোগীরা
হাসতে হাসতে বাড়ি ফিরে যাবে
৫ | লিখেছেন ফারুক হাসান (তারিখ: শুক্র, ২১/০৩/২০০৮ - ১২:০৪পূর্বাহ্ন)
বৃষ্টিভেজা পেঁজা তুলোর মত মেঘে ভেসে আসা কবিতা-
বৃষ্টি এবং কবিতা- ভালো লাগে
বৃষ্টির কবিতা- আরো বেশি।
---------------------------------------------- আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
মন্তব্য
বৃষ্টির আসলেই বিরাট ক্ষমতা।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আমি বৃষ্টি চাই। (শুভমিতার গান)
বৃষ্টি নামুক আজ রাতে...
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শুধু রাতে না
আকাশ অন্ধকার করে দিনেও ঝরুক
সারাদিন
সারাবেলা
বৃষ্টি শুধু বৃষ্টি...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বৃষ্টিভেজা পেঁজা তুলোর মত মেঘে ভেসে আসা কবিতা-
বৃষ্টি এবং কবিতা- ভালো লাগে
বৃষ্টির কবিতা- আরো বেশি।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
শুভমিতার গান শুনতে বা ডাউনলোড করতে পারিনি।
ধন্যবাদ বৃষ্টি পাঠকদের।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
তরুণ জলে ধুয়ে গেলো দেহের যত পাপ,
তাইতো বলি অবাক করা বৃষ্টি নামুক আজ।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
অনেকদিন হলো কবিতার বৃষ্টি ঝরাচ্ছেন না কবি!?
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন