শুভ নববর্ষ ১৪১৫

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: রবি, ১৩/০৪/২০০৮ - ৩:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।


মন্তব্য

নিঘাত তিথি এর ছবি

শুভ নববর্ষ।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

মুশফিকা মুমু এর ছবি

আপনাকেও শুভ নববর্ষ।

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

বিপ্লব রহমান এর ছবি

শুভ নববর্ষ!
---
অনু উপন্যাস, অনুগল্প, অনুকবিতার পর এটি কী অনুপোস্ট? ... ওরে নববর্ষের কার্ডও দেখি অনু! চোখ টিপি
জাঝা হয়েছে।...
---

চমৎকার একটি নববর্ষের ব্যানার উপহার দেওয়ার জন্য এই ফাঁকে সচল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ব্যানারটি দেখেই কাল সকালে চারুকলার সামনে শুরু হতে যাওয়া ধাম-কুড়াকুড় ঢাকের বাদ্য, মুড়ি-খই-বাতাসা আর মুখোশ পরা-পাগলা মিছিলের ছবি চোখের সামনে ভেসে উঠলো!

শাবাশ সচল!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ফকির ইলিয়াস এর ছবি

শুভ হোক , হোক কুসুমাস্তীর্ণ ।

ধুসর গোধূলি এর ছবি
ফারুক ওয়াসিফ এর ছবি

হোক বা না হোক শুভ চাইতে দোষ কি? শুভ নববর্ষ সকলে, শুভ নববর্ষ আহমেদুর রশীদ
....................................................................
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

শেখ জলিল এর ছবি

শুভ নববর্ষ কবি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অনিন্দিতা এর ছবি

কবি, সম্পাদক আহমেদুর রশীদ এবং সচলায়তনের সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
সবাই ভাল থাকুন।

শিক্ষানবিস এর ছবি

শুভ নববর্ষ।

স্বপ্নাহত এর ছবি

শুভ নববর্ষ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

তীরন্দাজ এর ছবি

আপনি সহ সবাইকে শুভ নববর্ষ জানাই।
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মাহবুব লীলেন এর ছবি

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।

একেবারে মিলিটারি স্টাইলে ধমক দিয়ে আনন্দে থাকার মার্শাল ল

আমার ইচ্ছে হলে ভালো থাকবো না হলে নাই
পারলে কিছু করো...

পরিবর্তনশীল এর ছবি

লীলেন ভাইয়ের সাথে একমত হো হো হো
--------------------------------
ছেঁড়া স্যান্ডেল

আহমেদুর রশীদ এর ছবি

সবাইকে ধন্যবাদ।
লীলেন একটু সবুর করো। পাত্রী দেখার কাজ জোরেসোরেই চলছে।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।