থমকে দাঁড়ায় কালের ঘড়ির কাটা হচ্ছে দেখো তোষামোদের পেঁয়াজ-রসুন বাটা আর ক'টা দিন সময় করো কাবার মন্ত্রী হবে গবু ব্যাটা, হবু চন্দ্র রাজার
দারুণ! ********************************** যাহা বলিব সত্য বলিব
********************************** যাহা বলিব, সত্য বলিব
চমৎকার!
নৈরাশ্যবাদ প্রকাশে যুক্তির অভাব রয়েছে। (ক্লান্ত পথিক) ......................................................................... ভাল্লাগে না...না...না...
পুরোনো খেরো খাতায় ১০-১০-৯০'র এই খসড়াটি খুঁজে পেয়ে মনে হলো- মাঝখানে ১৭ বছর-কিন্তু থেমে আছি তো ঐখানেই
--------------------------------------------------------- আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে ________________________________________ http://ahmedurrashid.
আবার কি আর একটা ৯০ ফিরে আসবে?
ওরে আল্লাহ! এটাও তো একেবারে কাঁটাযুক্ত ক্যাকটাস।
মন্তব্য
দারুণ!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
চমৎকার!
নৈরাশ্যবাদ প্রকাশে যুক্তির অভাব রয়েছে।
(ক্লান্ত পথিক)
.........................................................................
ভাল্লাগে না...না...না...
পুরোনো খেরো খাতায় ১০-১০-৯০'র এই খসড়াটি খুঁজে পেয়ে মনে হলো- মাঝখানে ১৭ বছর-কিন্তু থেমে আছি তো ঐখানেই
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আবার কি আর একটা ৯০ ফিরে আসবে?
ওরে আল্লাহ! এটাও তো একেবারে কাঁটাযুক্ত ক্যাকটাস।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন