সিগারেট দিন

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: বিষ্যুদ, ২৪/০৪/২০০৮ - ৬:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

পাতাবিড়ি ভোর
ঠোঁটের দু-ফাঁক খোলে দিবসের জ্বালাময় ডোর
নিকষ রাতের শেষে নেমে আসে পাতাবিড়ি ভোর

ক্যাপস্টেন সকাল
বাধ্যতামুলক ফাটে জীবনের ক্লান্ত কপাল
ফাড়া নিয়ে তাড়া দিয়ে দ্রুত হয় ক্যাপস্টেন সকাল

গোল্ডলিফ দুপুর
হতাশার ঘামে ভরা জীবনের পুকুর
প্রহর খসিয়ে আসে গোল্ডলিফ দুপুর

বেনসন বিকেল
ধোঁয়া ওড়া চা আর ব্যার্থতার হয় আস্তর নিকেল
আলস্যের আমুদে হাওয়া ছাড়ে বেনসন বিকেল

রথম্যান্স সন্ধ্যা
সময় থেমে থাকে, সৃস্টির হাত বিকলাঙ্গ বন্ধ্যা
খোলামেলা আড্ডা ছাড়া পার হয় রথম্যান্স সন্ধ্যা

ডানহিল রাত
তারপর জড়ো হয় কালোর আঘাত
একান্ত রুমাল ছুঁড়ে ডানহিল রাত

২৮-০৯-১৯৯২


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

আহা! এই জিনিসটা না থাকলে ক্যাম্নে যে বাঁইচা থাকতাম!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

আমি সিগারেট পুঁড়াই, সিগারেট আমাকে
এমন ত্বরিত প্রতিদান দেয়না কেউ
তাইতো সিগারেট প্রিয় আমার তোমার চেয়েও..

ধন্যবাদ আহমেদুর রশীদ , চমত্কার সিগারেট বন্দনার জন্য ! হাসি

জনৈক "বেক্কল ছড়াকার"

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ধোঁয়ায় কাটে সারাদিন।
ঃ)

অমিত আহমেদ এর ছবি

অধূমপায়ীর ভাবটা দেখো!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

তীরন্দাজ এর ছবি

আমার চলতো মাসের প্রথম ক্যাপস্টেন, মাঝে স্টার, শেষ আবার ক্যাপস্টেন। মাসের শেষে বাকীতে কিনতাম, বাকীকে কিনলে তো দামীটাই কেনা যায়।

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

জাহিদ হোসেন এর ছবি

বহুদিন আগেকার ধূমপায়ী জীবনের কথা মনে পড়লো।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শুধু ধোঁয়ায় কি যে আছে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অনিন্দিতা এর ছবি

এক সময় অফিসের সব ধূমপায়ী কলিগদের মাঝে ধোঁয়ায় আচ্ছন্ন রুমে বসে কাজ করতাম। আমি ধূমপান না করলেও passive smoker তো ছিলামই। সহকর্মী বন্ধুর সিগারেটে টান দিয়েও দেখেছি। কোন মাহাত্ম্য টের পাই নি। আপনারা কী পান বুঝি না। তবে লেখা যথারীতি ভাল লাগল।

ধুসর গোধূলি এর ছবি
তারেক এর ছবি

হে হে। আমি তো এর কুনুটাই খাই না। কিন্তু বসের তো মনে হইতেছে, খাইতে খাইতে যায় বেলা। দেঁতো হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মাহবুব লীলেন এর ছবি

শুধু এই পোড়ামুখো বিড়ি ঘুরে ফিরে এখনও রেখেছে কথা
এখনও সে আছে- এখনও সে পোড়ে- এখনও সে ধোঁয়া হয় পুরোনো ভাষায়

থাক
আমার মুখে থাক বেইমানি না জানা আগুন

০২

বহুদিন পরে পড়লাম সেই কবিতা...

খেকশিয়াল এর ছবি

আহমেদুর রশীদ, বেশি জোস লিখসেন, এই অভিশপ্ত ধুয়াময় জীবনে লেখাটা অনেকটা সুখের মত ব্যাথা স্বরূপ

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মাহবুবুল হক এর ছবি

সিগারেট পোড়াই
তোমাকে পোড়াতে পারি না তাই।
ধোঁয়ায় মিশে যাই
ডুবে যাই কালোয় সাদায়
বুক ভরে ধোঁয়া তবু পাওয়া যায়
সিগারেট ফেলে না ধাঁধায় ।

বহুকাল আগে লিখছিলাম। আবার মনে কইরা দিলেন সিগারেট না চাইখাই এ অবস্থা !! সাধু সাধু !!

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

রাতঃস্মরণীয় এর ছবি

উত্তম জাঝা!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।