বইমেলা প্রতিদিন ৫

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: শুক্র, ০৬/০২/২০০৯ - ১১:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দেখতে দেখতে ৫দিন চলে গেলো।বই আসাও শুরু হয়ে গেছে।মেলায় এসেছে মুজিব মেহেদীর কবিতার বই -'চিরপুস্প একাকী ফুটেছে'। শুনেছি আজ আসবে সুমন সুপান্থ'র কাব্যগ্রন্থ।এবং এর পর থেকে এই আগমন চলতেই থাকবে।আশা করছি,শুদ্ধস্বরের বই আসা শুরু হবে সোমবার থেকে।আমি আমার ঘাড়ের উপর টের পাচ্ছি....লেখকদের গরম নি:শ্বাস।
লিটল ম্যাগাজিন চত্বরে এখনো ছাড়া ছাড়া ভাব।ঐখানে দেখা হলো ওবায়েদ আকাশের সাথে।ওবায়েদের ফরাসি কবিতার অনুবাদ বইটা দেখলাম চলে এসেছে।
শুদ্ধস্বরের সামনের আড্ডাটা এইবারের বইমেলায় একটা আলাদা মাত্রা পেয়েছে।এতদিন আড্ডার জায়গা ছিল শুধু লিটল ম্যাগ চত্বরে।দেখা যাচ্ছে..শুদ্ধস্বরের সাথে সাথে আড্ডাও পথ হাঁটে।
এই সিরিজকে কেন্দ্র করে প্রকাশনা,বানান ইত্যাদি নিয়ে বেশ কাজের কিছু মন্তব্য-বিতর্ক হচ্ছে।এই সুযোগে সবাইকে অনুরোধ করবো,যাদের কাছে নাই -তারা যেন বাংলা একাডেমীর স্টল থেকে 'বাংলা বানান অভিধান' বইটি জরুরী ভিত্তিতে কিনে নেন।

৬ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০মিনিটে তথ্য কেন্দ্রের সামনে মুজিব মেহেদীর পান্ডুলিপি ডাকাতির প্রতিবাদে মানব বন্ধন করা হবে।সবাইকে এতে যোগ দেয়ার অনুরোধ করছি।


মন্তব্য

অম্লান অভি এর ছবি

সিরিজটা বেশ ভালো লাগচ্ছে। একটু বড় হলে আমরা যারা প্রতিদিন মেলায় আসতে পারি না তাদের ভালো হতো।

মুজিব মেহেদী'র পাণ্ডুলিপি ডাকাতি আগুন্তুককে একটু বিশদ জানালে খুশি হব। আশা করি প্রতিবাদ জমায়েতে সামিল হব।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

হাসিব এর ছবি

বস, বিতর্কগুলা শেয়ার করেন পারলে । আমরা যারা যাইতে পারতেছি না তারা শুনি কে কি কি বিষয়ে বলতেছে ।

মৃদুল আহমেদ এর ছবি

মুজিব ভাইয়ের পাণ্ডুলিপি চুরির প্রতিবাদে আর আপনার ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলার জন্য যথারীতি হাজির থাকছি... আর হ্যাঁ, ইলাসট্রেটর থেকে প্রিন্ট দেয়ার জন্যও... চোখ টিপি
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

সবজান্তা এর ছবি

হু, সেই ভালো সোমবার থেকেই করেন চোখ টিপি

আমি রোজ পত্রিকা পড়ি, আর কী কী বই কিনবো সেই নাম লিস্ট করি। কবে যে আসবে রবিবার...


অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি
মাহবুবুল হক এর ছবি

বাংলা বানান বিতর্ক খুবই উপাদেয় একটা বিষয়। ভাষার বু্ত্ পত্তি সম্পর্কে না জেনেই নানা রকম মন্তব্য করা এতে খুব সহজ। সিলেটের এক কবির কবিতায় কিছু শব্দের আমদানি আর কিছু শব্দের বিবর্তন দেখে আমি বাংলা বানান ও শব্দ সম্ভারের ভবিষ্যত নিয়ে খু্বই আশাবাদী ! আপনি মাঝে মাঝে আপনার ব্লগে বিষয়টা নিয়ে বিভিন্ন জনের মন্তব্য তুলে ধরবেন আশা রাখি। তাহলে আমরা যারা নিয়মিত বই মেলায় যেতে পারছি না তাদের একটু উপকার হয়। বই মেলায় পাণ্ডুলিপি ডাকাতির ঘটনাও আজকাল ঘটছে নাকি !! সেই ভাগ্যবান গৃহস্থ মুজিব মেহেদি-র জন্য শুভেচ্ছা। গতবার বইমেলায় নিসর্গ-প্রকাশিত প্রবন্ধ চৌর্যবৃ্ত্তির মাধ্যমে বই প্রকাশের নোংরামি দেখেছিলাম এবার তার চে এক কাঠি বাড়ন্ত না হলে হবে কি করে ? তবে ভায়া, ইহাকে ডাকাতি হিসাবে চিহ্নিত করার মধ্যে যে তেজস্বীকতা ও সাহসীপনা আছে তার বিশদ ব্যাখ্যা জানিতে খুবই ইচ্ছা করিতেছে আশা করি আমার কৌতূহল নিবৃত্ত করিবেন অচিরেই।
......................................................................................................................
কোথাও রয়েছে যেন অবিনশ্বর আলোড়ন:
কোনো এক অন্য পথে - কোন্ পথে নেই পরিচয়;
এ মাটির কোলে ছাড়া অন্য স্থানে নয়;
সেখানে মৃত্যুর আগে হয় না মরণ।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

হাসিব এর ছবি

সবাই দেখি জিনিসপত্র ঝুলায় রেখে অভ্যস্ত মন খারাপ

মাহবুবুল হক,
- আলোচনাসহ কবিতাটা শেয়ার করা সম্ভব হবে কি?
- নিসর্গের ঘটনাটাও জানতে চাই । সব চোরকে চিনে রাখা ভালো ।

মাহবুবুল হক এর ছবি

কারো ভালো লাগুক কি না লাগুক কবিতা কবির আত্মপ্রকাশের সাহস নিয়েই অনবদ্যভাবে বেঁচে থাকতে পারে। তাই কবি ও কবিতার কাটাছেঁড়া করা আমার স্বভাবে নেই। শুধু ভালো লাগার মধ্যেই আমি থাকতে চাই। সে কবির কাব্যগ্রন্থ এ মেলায় প্রকাশ হওয়ার খুব সম্ভাবনা রয়েছে।
নিসর্গ সাহিত্য পত্রিকায় বিভিন্ন সময় প্রকাশিত বেশ কিছু প্রবন্ধ নিয়ে গত বই মেলায় কোন এক প্রকাশনী যেন ( লিটলম্যাগ চত্বরের পাশেই স্টল ছিল ) একটা বই ছাপিয়ে ফেললো। স্বীকার করার সৌজন্য তো নেই-ই উল্টো সেই ধান্দাবাজ প্রকাশক জানালো সে লেখকদের সম্মতি নিয়েই সংকলনগ্রন্থটি প্রকাশ করেছে। কয়েকজন লেখকের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তারা স্রেফ জানালো এরকম কোন যোগাযোগ কেউ করেনি। এ নিয়ে কিছুদিন লিটলম্যাগ চত্বরে উত্তেজনাও বিরাজ করলো। আমি নিসর্গ সম্পাদক সরকার আশরাফকে পরামর্শ দিলাম স্টলের সামনে ব্যানার টানিয়ে এই চৌর্যবৃত্তির প্রতিবাদ জানাতে, তিনি সেটা করেছিলেন কি না জানি না।

......................................................................................................................
কোথাও রয়েছে যেন অবিনশ্বর আলোড়ন:
কোনো এক অন্য পথে - কোন্ পথে নেই পরিচয়;
এ মাটির কোলে ছাড়া অন্য স্থানে নয়;
সেখানে মৃত্যুর আগে হয় না মরণ।

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

মুজিব মেহদী এর ছবি

ওই মহান সম্পাদকের নাম মিজান রহমান।
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

রণদীপম বসু এর ছবি

বইটার নাম কি 'বাংলাদেশে লিটল ম্যাগাজিন চর্চা' ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অমিত আহমেদ এর ছবি

নিয়মিত পড়ে যাচ্ছি।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নুরুজ্জামান মানিক এর ছবি

সাথে আছি ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অতন্দ্র প্রহরী এর ছবি

আরেকটু বেশি লিখলে, সাথে ছবি দিলে, আরো অনেক উপভোগ্য হবে সিরিজটা। এখন তো পড়তে না পড়তেই শেষ হয়ে যায়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।