• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

বইমেলা প্রতিদিন ১১

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: বিষ্যুদ, ১২/০২/২০০৯ - ৮:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মেয়ে দুটো বইমেলায় যাবার জন্য উন্মুখ হয়ে আছে।
কিন্তু আমার ফুরসত কোথায়।আবার দুইজনকে একা নিয়ে যেতে রুনাও সাহস করেনা।
সম্প্রী এখন গড়গড় করে পড়তে পারে।সাইনবোর্ড,পেপার,বই-কোন কিছুই ওর পড়া থেকে বাদ যায় না।পড়ে আর প্রশ্ন করে।কতরকমের যে প্রশ্ন।মাঝেমধ্যে উত্তর দিতে বিরক্ত লাগে।
সুপ্রীটা হয়েছে বদের হাড্ডি।ও কোন প্রশ্ন করে না।বরং এমন সব উত্তর দেয়,সবাইকে থ হয়ে যেতে হয়।
ওদের সবই আমার ভালো লাগে।শুধু একটা বিষয় নিয়ে ভেতরে ভেতরে আমি বিব্রত বোধ করি।ওদের কথা-বার্তায় ইদানিং দুইচারটা হিন্দি শব্দ অনায়াসেই ঢুকে যাচ্ছে।আমি বুঝতে পারছিনা এটা কী ভাষারই স্বাভাবিক ক্রমবিকাশ কিংবা বিবর্তন না আগ্রাসন...?
বই এখন লাইন ধরে আসছে।
শুদ্ধস্বর থেকে আজ এলো সরকার আমিনের আগুনের প্রতি অনুরোধ এবং অঞ্জন করের শেষ রাতের পরে।দুটোই কবিতার বই।
আরেকটা বই রেডী থাকার পরেও দুই দিন দেরীতে আসছে।ফ্যাপের লেখা বদলে যাওয়ার কারণে প্রচুর পাঠকের পরম কাঙ্খিত শমন শেকল ডানা নতুন প্রচ্ছদে সেজে এই এলো বলে।
মেলার ভিড় আজ আশাপ্রদ।বেরুনোর সময় মুজিব ভাই জানালেন তার জেন গল্প এসে গেছে।
আজ একজনের দেখা পেলাম।যার পাণ্ডুুলিপি লীলেনের বগলে আর প্রচ্ছদ আমার পিসিতে।তিনি এসেছেন সবাইকে নিয়ে স্বাতির উঠানে বসবেন বলে।মাসুদা ভাট্টির সংগে কথা বলে একবারো মনে হলো না,তার সংগে এই প্রথমবার কথা বলছি।
স্বপ্নের ঝাঁক এখন বইমেলার দিকে।এই ঝাঁকেই লুকিয়ে আছে আমাদের আগামী দিনের আত্মপরিচয়ের বীজ।


মন্তব্য

কারুবাসনা এর ছবি

মাসুদা ভাট্টির জন্য প্রচ্ছদে ভুল, কালকের রিদয় ভুসভুস ও আ্যন্টি প্যারালিসিসের সম্ভাবনা কালকেই অনুমান করেছিলাম। যে এলো মেলা আলো করে রাখতে তার জন্যে ওমন মিনমিনে লাইন? ছ্যা মিয়া। নজরুলের পোস্ট পড়ে আপনাকে বেশ প্রকাশক প্রকাশক মনে হয়েছিল। আপনি দেখি কিছুই প্রকাশ করেতে পারেন না!


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

(হোহোহো)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- মাসুদা ভাট্টির সাথে দেখা হবার সুযোগ না পেলেও কথা বলার সুযোগ হয়েছিলো। আপনার কথাটি অক্ষরে অক্ষরে সঠিক। খুব সহজেই অতি আপন করে নিতে পারেন তিনি কেবল কথা বলেই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আরেকটু বড়ো লেখা চাই ;)

অনিন্দিতা চৌধুরী এর ছবি

ভাল লাগছে।
আর একটু বড় লেখা যায় না?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনার এই সিরিজ চরম লাগে! চালিয়ে যান। আমাদের তো কোন বই ছাপা হবে না। আমরা খালি প্রকাশকদের গল্প পড়েই যাই। :)

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রেজওয়ান এর ছবি

আমরা খালি প্রকাশকদের গল্প পড়েই যাই।

এও কম কি? আগে এই সুযোগ পেতাম কোথায় সচলায়তন না থাকলে?

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কালকে বিকেলে এতো একটা ঘুম কোত্থেকে যে এলো, ঘুমিয়ে ঘুমিয়ে রাত করে দিলাম। কাল যাওয়া হলো না মেলায়। মনটাই খ্রাপ হয়ে আছে। আজ এই মেঘলা আকাশকে সঙ্গে নিয়ে যেতেই হবে মেলায়। আড্ডায়...

কথাবার্তায় হিন্দি ঢুকে যাওয়াটা বোধহয় ঠেকানোই যাবে না। এখন টিভি খুললেই হিন্দি। চারিদিকে হিন্দি। মেয়েটা বড় হয়ে হিন্দি বলে বসে কবে সেই চিন্তায় আমিও আছি।

আমাকেই বুঝি হিন্দিটা শিখে নিতে হবে। (মনখারাপ)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অমিত আহমেদ এর ছবি
নুরুজ্জামান মানিক এর ছবি

...................................................................................................................

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

তারেক এর ছবি

এই সিরিজটা সত্যি অসাধারণ হচ্ছে (y)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

এনকিদু এর ছবি

শালার পরীক্ষা !!
এই পরীক্ষার জ্বালায় সব মিস করতেছি :(


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

একটা ফাঁকিবাজী পোস্টকে সবাই এতো প্রশংসা করছে কেন বুঝতে পারছি না ! যে লেখার ভূমিকাই হবার কথা এর তিনগুন, সেটাকেই একটা পূর্ণপোস্টের মর্যাদা দিয়ে দেয়া হচ্ছে ! তীব্র প্রতিবাদ !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

একটা ফাঁকিবাজী পোস্টকে সবাই এতো প্রশংসা করছে কেন বুঝতে পারছি না ! যে লেখার ভূমিকাই হবার কথা এর তিনগুন, সেটাকেই একটা পূর্ণপোস্টের মর্যাদা দিয়ে দেয়া হচ্ছে ! তীব্র প্রতিবাদ !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

রুনাপু আর একটু সাহসী হতে বলেন, বইমেলাতো উনার নিজের বাড়িঘর।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফুল আকবর খান এর ছবি

আমার ভীষণ ভালো লাগছে- জাফল ইকবাল স্যারের মতো ব্যক্তিত্বের অটোগ্রাফের জন্য ছোটদের এত বড় লাইন দেখে।
ওরা আমাদের দেশটাকে সারিয়ে তুলতে পারতো যদি! খুব আশা করতে ইচ্ছে করে!

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।