মেলা ধীরে ধীরে মেলার রূপ পেতে চলেছে।মুলত বাইরের চেহারা বদলে গেছে। বাইরের এই রঙের রেশ,ভিতরে গালে হাত দিয়ে বসেও টের পাওয়া যায়। কিন্তু প্রথম দিনের পর মেলার সেই আগের ভিড়টা এখনো চোখে পরছে না।
মেলাকে ঘিরে বেশকিছু সাহায্য আদায়ের টিম বসেছে। এদের কারো কারো সম্পর্কে জানা হয়েছে,অনেককেই জানিনা। এইভাবে আদায় নিয়ে অনেক কথাও উঠেছে। শুনেছি,অনেকেেত্রই আদায়কৃত অর্থের খুব কম অংশ প্রার্থীর কাছে পৌছানো হয়। মুক্তিযোদ্ধা এস এম খালেদকে বাঁচাতে আমরাও এধরনের একটা কিছু করতে চেয়েছিলাম। কিন্তু পদ্ধতিটি নিয়ে কথা উঠার কারণে আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। একজন মুক্তিযোদ্ধার জীবন বিপন্ন হওয়ার পরও রাষ্ট্র কিভাবে চুপ করে থাকে- আমার মাথায় আর কিছু ঢুকেনা। এভাবে অর্থহীনতার ভেতরে বসবাস আর কতদিন?
মুর্তালার অনুবাদ এর বইয়ের মোড়ক উন্মোচন হলো আজ। একচান্সে কাবিন করা বউকেও পরিচয় করিয়ে দিলো মুর্তালা। কিন্তু দেরীতে যাওয়ার অজুহাতে আমরা আর মিষ্টির ভাগ পেলামনা।
বসন্ত আসার আগেই পালিয়েছে শীত। নগর ঢাকায় ঠিকমতো শুনা যায়না কোকিলের গান। তবুও বসন্ত আসে গেরুয়া বাতাসে আঁচল উড়িয়ে। ফুল ফুটুক আর নাই ফুটুক হাপিয়ে উঠা নাগরিকদের হৃদয়ে রঙের দোলা লাগিয়ে বসন্ত আসেই।
বসন্তের মাতাল সমিরণে মাতুক মেলা,মাতুক মানুষ।
মন্তব্য
আপনি বড়োই কৃপন লেখক। এত অল্প কথায় শেষ? মাঝরাতে জেগে থাকি এই সিরিজের জন্য - - -
অনেক কথা যায় যে বলা,কোন কথা না বলে।
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
মেলায় দেরী করে গেলেই মজা। শেষের আড্ডাটাই মজার আসলে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- ঢাকা থেকে কুকিল পাখী অনেক আগেই নির্বাসিত, তার সাথে শীত বেচারাও।
লেখায় বরাবরের মতোই
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কালকে মেলায় যাওয়ার আগে গেলাম আজীজের শুদ্ধস্বরে। টুটুল ভাই লোকটার জন্য মায়া হলো খুব। বিশাল একটা জাহাজ যেন একাই টেনে নিতে হচ্ছে। আর যাত্রী আমরা খালি দিচ্ছি ঝাড়ি, 'ঐ মিয়া এতো টাইম লাগে ক্যান? জলদি চালাও... গায়ে বল নাই?'
সকাল সন্ধ্যা অফিসে বসে কম্পিউটারগুলোতে কাজগুলো তদারকিতেই তার দিন যায়। কিন্তু বাইরে হচ্ছে অনেক কাজ- কাগজ কেনা, আউটপুট, পেস্টিং, ছাপা, বাঁধাই আরো কতো কিছু। এগুলোর একেকটা হয় একেক জায়গায়। আর আমি নিজে খুব ভালো করে জানি এসব কাজের সময় সামনে বসে না থাকলে লোকজন ফাঁকি দেয় আর ঠকায়। কিন্তু এতোগুলো জায়গায় প্রহরী বসানোর জন্য টুটুল ভাই এতো লোক কোথায় পাবে? দেশে বেকার অনেক, কিন্তু কাজের লোকের খুবই অভাব!
এসব দেখেশুনে আমাকেই আবার পথে নামতে হলো। প্রথমে প্ল্যান করলাম টুটুল ভাইকে তাড়িয়ে দিয়ে শুদ্ধস্বরের দখল নিবো আমি, টুটুল ভাই হাটে ঘাটে মাঠে দৌড়ে বই ছাপাক। পরে চিন্তা করলাম রোদের মধ্যে ঘুরে ঘুরে লোকটা যদি কালো হয়ে যায়?
তাই তাকে শুদ্ধস্বরেই থাকতে দিয়ে হাটে মাঠে ঘোরার জন্য একটা ছেলে জোগাড় করে দিলাম। (দেখা যাচ্ছে আমি ছেলেও সাপ্লাই দিই )
এর মধ্যে আছে অনেক অনেক ভ্যাজাল। বই ছাপা তো দূরের কথা, বইয়ের কাজই শেষ হয়নাই অনেকগুলোর। কোনোটার শেষ হয়নি কম্পোজ, কোনোটার বাকী আছে প্রুফ দেখা, কোনোটার হয়নি কারেকশন, কোনোটার হয়নি প্রচ্ছদ।
সন্ধ্যার পরে গেলাম মেলায়। ততক্ষনে মূর্তালা রামাতের বই বের হয়ে গেছে। কিনবো কিনবো করেও আড্ডার তোরে ভুলে গেলাম। কেনা হলো না। পরিচয় হলো তার বউয়ের সঙ্গে। আরো পরিচয় হলো ঐন্দ্রিলার সঙ্গে।
পাঠক সমাবেশে নাকি শহীদুল জহিরের উপন্যাস সমগ্র পাওয়া যাচ্ছে না, শেষ। বাড়ি এসে দেখে নিলাম, আগেই কিনে রেখেছি... কী মজা...
কাল মেলায় মূল আড্ডা হলো অন্য ব্লগের ব্লগারদের সঙ্গে। অনেকের সঙ্গে পরিচয় হলো। তারপর বাড়ি ফেরা।
নাহ্... একদিন মেলায় যেতে হবে শুধু মেলাটাই ঘুরতে। আর সেদিন শুদ্ধস্বরের সামনেই যাবো না।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনি আর লীলেন ভাই হলেন সচলের সেরা দুই কমেন্টার। আমার ক্ষমতা থাকলে কমেন্টের জন্য আপনাদের কোনো মেডেল দিতাম।
মেডেল দিতে ক্ষমতা লাগে নাকি! দুইখান মেডেল কিনা দিয়া দ্যান দুইজনরে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মেডেলে নাম খোদাই কর্তে হবে না?
মেডেল গলায় নিলাম...
সচলায়তনের পরবর্তী ইবুক অথবা সংকলন... লীলেনজরুলের কমেন্ট সমগ্র...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আনোয়ার সাদাত শিমুলের সাথে একমত ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আপনাদের ভালোবাসার জোড়েই পার হচ্ছি এই দূর্গম গিরি,নদী,মাঠ।আমার স্বজন ভাগ্য খুবই খারাপ কিন্তু বন্ধু ভাগ্য এভারেস্টসম।
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আমারও স্বজন ভাগ্য খুবই খারাপ কিন্তু বন্ধু ভাগ্য এভারেস্টসম।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
প্রতিদিন নিয়ম করে একাধিক বার এই সিরিজ এসেছে নাকি চেক করি। ধন্যবাদ।
কবে সচলেরা নতুন কেনা বই এর রিভিউ দেয়া শুরু করবেন তার অপেক্ষায় আছি।
বইমেলার সৌভাগ্যবান দর্শনার্থীদের একটা ব্যক্তিগত অনুরোধ করি। জাগৃতির পাশ দিয়ে যাওয়ার সময় কেউ "গন্দম" আছে নাকি একটু খোঁজ নিতে পারবেন? নেহায়তই ছেলেমানুষি কৌতুহল।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
জিজ্ঞেস করিনি , তবে কয়েকদিন আগে ডিসপ্লেতে দেখেছি বলে মনে পড়ে না । সম্ভবত কপি তেমন একটা নাই ।
দেখি , খোঁজ নিয়ে জানাব নে ।
থ্যাংকস আরিফ ভাই
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
মেলায় গিয়ে আপনার কথায় কৌতুহল বশতই জাগৃতিতে উঁকি মারলাম এবং জিজ্ঞেস করলাম ভাই অমিত আহমেদের লেখা "গন্দম" আছে নাকি? সাথে সাথে উত্তর হ্যাঁ আছে তো, আমিও দেরী না করে একটি কিনে নিলাম এবং টেরা চোখে দেখলাম কপির ডিপোজিট কেমন আছে
গত বছর কেনার সুযোগ হয়নি তাই এবার আর সুযোগটা হাতছাড়া করিনি।
..........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
নতুন মন্তব্য করুন