বইমেলা প্রতিদিন ১৪

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: রবি, ১৫/০২/২০০৯ - ৮:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উপচানো ভিড়ে ধুলায় ধুলিময় ছিল কাল মেলা।
গতদুইদিন মেলায় যতলোক এসেছে-তার সিকি ভাগও যদি বই কিনতো তবে মেলা সাফ হয়ে যেত।
কিন্তু তা হয়নি। কখনো হয়ওনি।
একদিন অবশ্যই হবে। পৃথিবীতে এখন এমন অনেক জিনিসই আছে,যা একসময় মানুষের জন্য অপরিহার্য ছিলনা। কিন্তু কালের বিবর্তনে ঐসব ছাড়া মানুষের এখন আর মূহুর্তও কাটেনা।
আমি আশা করি আগামী দিনগুলিতে বাংলাদেশের সবগুলি রাজনৈতিক দলের প্রত্যেকটি শাখায় একটি করে সমৃদ্ধ লাইব্রেরি থাকবে। প্রত্যেকটি অফিস-ব্যাংক-কারখানায় লাইব্রেরি থাকাটা আবশ্যিক হবে। বন্ধ হয়ে যাওয়া স্কুল লাইব্রেরিগুলি পুনরায় চালু হবে। আর প্রতিটি গ্রামে একটি করে পাবলিক লাইব্রেরি প্রতিষ্টার দাবি নিশ্চয়ই কোনো দূঃস্বপ্ন নয়।
প্রতি বছর মেলা আসলেই আমি স্বপ্নাতুর হয়ে যাই। ভাবি এরপরেরবার আরো বড় আয়োজনে কাজ করতে পারবো। চাঁদ ওঠে ঠিকই,কিন্তু আমার বামনত্ব আর ঘুচে না। এইবারো ভাবছি আগামী বইমেলার আগে নিশ্চয়ই হবে।
ভ্যালেন্টাইনস দিবস ছিলো কাল। ঘোষনা দিয়ে ভালোবাসাকে ভালোবাসা। প্রকৃত অর্থেই ভালোবাসা ভালো থাকুক আমাদের চেতনা ও কর্মে।


মন্তব্য

হিমু এর ছবি

সচলায়তন সংকলন দ্বিতীয় খন্ড এবং সিকি-আধুলি গদ্যগুলি বইমেলায় সত্বর তশরিফ রাখুক, এই শুভ কামনায় ...


হাঁটুপানির জলদস্যু

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ইশতিয়াক রউফ এর ছবি

সিরিয়াস মাইন্ড খাইসি, টুটুল ভাই। প্রতি রাতে আমার সময় ১০ টার দিকে আপনার লেখাগুলো আসে। গতরাতে ৩ টা পর্যন্ত অপেক্ষা করেও পেলাম না। কালকে একটু বড় করে লিখে পোষায় দিয়েন পারলে!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হায়... আজ আমার শোকদিবস...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আবু রেজা এর ছবি

প্রত্যেকটি অফিস-ব্যাংক-কারখানায় লাইব্রেরি থাকাটা আবশ্যিক হবে। বন্ধ হয়ে যাওয়া স্কুল লাইব্রেরিগুলি পুনরায় চালু হবে। আর প্রতিটি গ্রামে একটি করে পাবলিক লাইব্রেরি প্রতিষ্টার দাবি নিশ্চয়ই কোনো দূঃস্বপ্ন নয়।

.................................................................................
এমন স্বপ্ন দেখি আমিও।
নিশ্চয় কোনো একদিন আমাদের স্বপ্ন সফল হবে।
-------------------------------------------------------
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

কীর্তিনাশা এর ছবি

এই সিরিজে মন্তব্য করতে লজ্জা করে। কারন বই মেলায় এখনো যাইতে পারি নাই। মন খারাপ

তবে আজ যাবার আশা আছে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

আমিও সেই সপ্ন দেখার দলে...

রণদীপম বসু এর ছবি

গতদুইদিন মেলায় যতলোক এসেছে-তার সিকি ভাগও যদি বই কিনতো তবে মেলা সাফ হয়ে যেত।
কিন্তু তা হয়নি। কখনো হয়ওনি।

কখনো তা হবেও না। এবং হওয়া উচিৎ কি না তাও জানি না। তবে মেলা'র মানেটাই তো হলো মানুষকে মেলামুখি করে ধীরে ধীরে বইমুখি করে তোলা। যারা বই কিনবে, কেবল তারাই মেলায় আসবে এটা চাইলে পাঠক বাড়বে কি ? বইমেলাতে উপচে পড়া ভীড় মানেই তো বিশাল একটা ব্যাপার !

আচ্ছা টুটুল ভাই, এমন কোন জরিপের তথ্য কি আছে বা ধারণায় আছে যে মেলায় আগতের শতকরা কতভাগ লোক মূলত একটা হলেও বই কিনেন ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুবুল হক এর ছবি

বাঙালির ভালোবাসা দিবসে মানে পহেলা ফাল্গুনে প্রায় চারটা পর্যন্ত বই মেলায় কাটালাম। পরিচিত কারো সাথেই দেখা হল না। লিটল ম্যাগাজিন চত্বর খাঁ খাঁ করছিল। আপনাকে পাবো ভেবেছিলাম, পেলাম না। পহেলা ফাল্গুনে বই মেলার এমন হাল দেখে অবাক হলাম বটে কিন্তু ধীরে সুস্থে সব স্টল ঘুরে অনেকক্ষণ পরীক্ষা-নিরীক্ষা করার পর কিছু বই কেনার সুযোগ তো পাওয়া গেল।

.................................................................................................................
কোথাও রয়েছে যেন অবিনশ্বর আলোড়ন:
কোনো এক অন্য পথে - কোন্ পথে নেই পরিচয়;

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুনেছিলাম, জুবায়ের ভাইয়ের উপন্যাস 'পৌরুষ'ও এবারের মেলায় আসবে। এটার কোনো খবর দিতে পারবেন কেউ?

ধুসর গোধূলি এর ছবি
অমিত এর ছবি

আমি আশা করি আগামী দিনগুলিতে বাংলাদেশের সবগুলি রাজনৈতিক দলের প্রত্যেকটি শাখায় একটি করে সমৃদ্ধ লাইব্রেরি থাকবে।

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভাল লাগে.....

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।