আজকের দিনটি আসার কথা ছিলো গত বৎসর। কিন্তু এসেছে এক বৎসর পর। মাথার উপর শমনের আতংক নিয়ে বইটি এতদিন আটকে ছিলো । গতকাল জলপাই ছড়ির শংকামুক্ত পরিবেশে বাংলা একাডেমীর নজরুল মঞ্চে অবমুক্ত হলো হাসান মোরশেদের রাজনৈতিক উপন্যাস [শমন শেকল ডানাi]। অবমুক্ত করেছেন মোরশেদের চিন্তার সহযাত্রীরা। মিডিয়ার কল্কে পাবেনা জেনেও বলতে দ্বিধা নেই,উপন্যাসটি নিঃসন্দেহে এই বইমেলার একটি উল্লেখযোগ্য প্রকাশনা।
মেলায় পাঠকদের আনাগোনা শুরুর আভাষ পাওয়া যাচ্ছে। এখন ক্রমেই পাঠক-বইয়ের সংযোগ বাড়তে থাকবে। পনেরোর পরে ত্রয়িদের বই আর আসেনা। আসবে সিরিয়াস বইগুলো।
আসলে কাঙ্খিত বইয়ের জন্য অপো করা,প্রতিদিন স্টলে গিয়ে খোঁজ নেয়া-এসবের মধ্যেও একধরনের আনন্দ আছে। যেবার প্রথম [কায়েস আহমেদ সমগ্র/i] বের হলো -পত্রিকায় বিজ্ঞাপন দেখে খোঁজ নিতে নিতে,অবশেষে বইটি হাতে পেয়েছিলাম ২২ তারিখ সন্ধ্যায়।
[iসচল সংকলন] আর [/সিকি আধুলি গদ্যগুলিi]’র জন্য পাঠকদের উন্মনা দেখে আমার পুরনো দিনের কথা মনে পরে গেলো।
এই কয় বছরে অবশ্য সময় পাল্টে গেছে অনেক । এখন ব্লেন্ডিং কফির যুগ। মানুষের অপেক্ষা করার সময় এখন আর নেই। আমরা অপেক্ষা করছি বাংলাদেশে ডিজিটাল সিস্টেমে বই ছাপা-বাঁধাই টেকনোলজির আগমনের।
মেলা নিয়ে অনেক কিছু লিখতে ইচ্ছে করে। কিন্তু সময় আর মনোসংযোগ এই দুটির সমন্বয় করতে না পারার কারণে বড় লেখা হয়ে উঠে না।
মন্তব্য
মোরশেদ ভাইয়ের বইটি পড়ার জন্য অপেক্ষা করছি, কখন হাতে পাবো...।
ধন্যবাদ।
- শমন শেকল ডানা'র সর্বান্তকরণ সাফল্য কামনা করছি। দরকার কী মিডিয়ার বাদ্য-বাজনার। শত সহস্র ভেজালের ভীরে আসল জহুরী ঠিকই খাঁটি সোনাটি চিনে নিবে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সহমত
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
একমত ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
শমন শেকল ডানা'র সাফল্য কামনা করি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
তালিকা দীর্ঘতর হচ্ছে। কবে যে বই পাবো সব!
আপনার পুস্ট পড়লে খালি কান্দন আহে
শমন শেকল ডানার পথচলা শুভ হোক। অভিনন্দন মোরশেদ ভাই।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
কালকে মহাখালীতে রাস্তার মাঝখানে এক ট্রাকে আগুন লেগে গেলো... সেই কারনে রাস্তায় এক ঘণ্টা বসে থাকা অযথা। আগুন পেরিয়ে আমি যখন মেলায় গেলাম, তখন দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। মাহবুব লীলেনের সৌজন্যে হট পেটিস আর চা বিড়ি খেয়েই ফিরতে হলো। না শোনা হলো গান, না কেনা হলো বই... মন্টাই চ্রম খ্রাপ...
তবে আজ অবশ্যই বইটা কিনে নেবো। পড়বো...
অভিনন্দন হাসান মোরশেদকে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হায় ! গতকাল আমি টি এস সি পর্যন্ত এসে, আরেক বড় ভাই, সামহোয়্যারইন ব্লগের ছন্নছাড়ার পেন্সিলের সাথে বাসার দিকে চলে গিয়েছিলাম।
পেটিস মিসসসসসসসসসস
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
"শমন শেকল ডানা" পড়ার জন্য তর সইছে না।
কবে হাতে পাবো জানিনা
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
শমন শেকল ডানা'র সাফল্য কামনা করি।
কমরেড হাসান মোরশেদকে লাল সেলাম ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
আমি একেবারেই নতুন সচল। মন্তব্যের সাহস কোথায়...???
তাই শুধুই শুভকামনা......
------------------------------------------------------------------
আহত তারার দলে ক্ষমা চেয়ে থামি
বিপন্ন বিষ্ময়ে অনাহুত আমি।।
শমন শেকল ডানা অনলাইনে পাওয়া যাবে ?
নতুন মন্তব্য করুন