মেলার ২৩টি দিন কেটে গেল।
এখন দুয়ারে প্রস্তুত গাড়ি।
এদিকে আমার গাট্টি-বোচকা বাঁধাই হলো না এখনো।
একদিক বাঁধি তো আরেকদিক ফস্কে যায়।
তারপরো চলছে।
আমার এই পথ চলাতেই আনন্দ।
বইমেলা নিয়ে অনেকেই অনেক কিছু ভাবেন।কারো কারো মতে বইমেলা বাংলা একাডেমী থেকে সরিয়ে নেয়া প্রয়োজন।এটা সত্য বাংলা একাডেমীতে এখন স্থানের মহা সংকট।কিন্তু অন্য কোথাও গেলে প্রাণের সংকটও তো দেখা দিতে পারে।
মেলার বাইরে সরকারও বইয়ের বড় ক্রেতা।জাতীয় গ্রন্থ কেন্দ্র,গণগ্রন্থাগার অধিদপ্তর আর শিক্ষা মন্ত্রনালয় বড় ক্রেতাদের অন্যতম।কিন্তু সেই বড় ক্রেতার বিক্রেতা হওয়ার ভাগ্য সবার হয়না।স্বচ্ছতার বড়ই অভাব।
স্টল বরাদ্দ দেয়ার ক্ষেত্রে বাংলা একাডেমীর নীতিমালা আরো সুসংগঠিত হওয়া উচিত।লিটল ম্যাগাজিন চত্বরকে লিটল ম্যাগ কর্মীদের জন্যই আলাদা করে রাখা প্রয়োজন।এইবার লিটল ম্যাগ নয় এমন অনেককে স্টল বরাদ্দ দেয়ায়,এই চত্বরকে কেন্দ্র করে মানুষের আগ্রহ অনেক কমে যেতে দেখা গেছে।
পথে দেখি কত কী।কত রঙিন বেলুনের ঝাঁক।পাখীদের উড়াউড়ি।চুপসে যাওয়া বেলুনগুলো পরে থাকে মাটিতে।মানুষ তা মাড়িয়ে পথ হাঁটে।এ যেন জীবনেরই আরেক নাম।
মন্তব্য
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আচ্ছা, মানিক ভাই সবজায়গায় খালি বুইড়া আঙ্গুল দেখান ক্যান?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আপনার পথ চলার আনন্দ দেখে আমরাও আনন্দিত।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
সিরিজটাও শেষ হয়ে যাবে
আপনার দৈন্যন্দিন সিরিজ চাই। জনতার দাবি।
*********************************
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী,
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
এত ছবি কিন্তু খেয়াল করলাম শুদ্ধস্বরের স্টলের ছবি নাই। আজ দুইটা দিলাম
...........................
Every Picture Tells a Story
- এই ফটুক দেখার পরে আমি ঠিক করে ফেলছি, শুদ্ধস্বরের স্টলে বিনামূল্যে আমি বইসা থাকুম দিবারাত্রি। আর কাউরে ঢুকতে দিমু না। নজু ভাই পান্থরা সব সইরা খাড়ান।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সঠিক সময়ে বিয়া হইলে এর সমান আপনার একটা মাইয়া থাক্তো। ছি ছি ছি! ছি!
....................................................................................।
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
আপনি ক্যামনে জানলেন যে ধুগো মাইয়ার লোভে স্টলে বইস্যা মশা মাড়তে চায়? সে তো এত এত বই দেইখ্যা আনন্দে নয়খানা হইয়াও স্টলে বইস্যা থাকতে চাইতে পারে!
*********************************
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী,
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
হ, যা কইছেন !
আসল কথা হইলো, যার মনের মইদ্যে যা, ফাল দিয়া উঠে তা...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
এইবার দৃশা কি বলে দেখা লাগবে ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
@ধুগো'দা, আপনি দেশে আসার আগ পর্যন্ত আমিই না হয় আপনার প্রক্সি দেই
তাইলে হইছে । আপনি মেলায় যান তিন মাসে একবার ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আর কাউরেই ঢুকতে দিবেন না?
তাইলে আর কী করা? মেয়ে দুইটারে এইরকম পথে বসায়ে দিলেন? ঠিক আছে... আমিই নাহয় তাদের সহায় হই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
=============================
মেলায় এবার বই বিক্রির হার স্মরণ করিয়ে দিচ্ছে ১/১১ পরবর্তী সরকারের দুই বছরের অর্থনৈতিক মন্দাবস্থা। এক্ষেত্রে শুদ্ধস্বরের মতো প্রকাশকদের হা-হুতাশ করা ছাড়া কিছুই করার নেই..
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
হতাশা হয়।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
হঠাত্ মনে হ'লো- "শেষ হয়ে এলো বেলা"!
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন