বইমেলা প্রতিদিন ২৪

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: বুধ, ২৫/০২/২০০৯ - ৯:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মেলার শেষ ঘন্টা বাজাবার আয়োজন চলছে।
সবগুলো বইয়ের কাজ এখনো শেষ করতে পারিনি।
অসহায়ের মতো সারাদিন পজিটিভ-প্লেট-প্রেসে দৌড়াই।
বাঁধাইকারদের মন জোগাতে তেল মারি।
রাত আটটার পরে বাধ্যতামুলক প্রেস বন্ধ রাখতে হয়।
দিনে সাকুল্যে চার ঘন্টা বিদ্যুত পাওয়া যায়।
কাল বিকেলে টের পেলাম ঘাড়ের রগ ফুলে গিয়ে শক্ত হয়ে যাচ্ছে।
মেলায় গিয়ে রনদীপমদা’র যোগাপোদেশে সুস্থ বোধ করলাম।
ফেরার পথে আবারো বাঁধাইকারের দরবারে হাজিরা।
অরুন্ধতির রাজনৈতিক সাক্ষাৎকারের হাসান মোরশেদকৃত বইয়ের অনুবাদ ’দানবের রূপরেখা’ অবশেষে এসেছে।
গ্রন্থী সম্পাদক শামীম শাহান(বিলাতবাসী) ,চোখ সম্পাদক মুস্তাফিজ শফি(দৈনিক সমকাল এর বার্তা সম্পাদক) আর সেতুর সাথে আড্ডা দিতে দিতে মধ্যরাত পার হয়ে গেলো।
ভয় হয় হৃদয়ের ব্যাথা আর হৃদপিন্ডের ব্যাথা এক না হয়ে যায়।


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

চেষ্টার কোন ত্রুটি না থাকা সত্ত্বেও
বুঝতে পারছি
নানা কারণে
কিছু বই এর প্রকাশনা বিলম্ব হচ্ছে ।
নানা সীমাবদ্ধতার মাঝে আমাদের পথ চলতে হয়
আমরা তো চাক্ষস সাক্ষী
কাঁটা বিছানো পথে আপনার চলার ।

একদম ভেঙ্গে পড়বেন না ।
সব ঠিক হয়ে যাবে ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অমিত আহমেদ এর ছবি

মা প্রথম ধাপে অর্ধেক সচলদের বই সম্ভবত গতকাল কিনেছেন (কিংবা আজ কিনবেন); দ্বিতীয় ধাপে আগামী পরশু বাকি সচলদের বই কিনবেন বাবা হাসি


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভয় হয় হৃদয়ের ব্যাথা আর হৃদপিন্ডের ব্যাথা এক না হয়ে যায়।

কন্কী?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

টুটুল ভাই.. আমরা জানি কী প্রতিকূল অবস্থার ভেতর দিয়া আপনি যাচ্ছেন। প্রতিটা বইয়ের পেছনে কী অমানুষিক শ্রমটা আপনি দিচ্ছেন...
তবু কারিগরী সব ঝামেলার কারনে এরকম হচ্ছে। এক বই ছাপতে হচ্ছে একাধিকবার...
কিছুই বলার নাই, শুধু আপনার সুস্থতা কামনা করি...
মেলা শেষে তিন সপ্তাহ খালি ঘুমাইবেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এনকিদু এর ছবি

চিন্তা কইরেন না, সব ঠিক হয়ে যাবে । হৃদয় আর হৃৎপিন্ড এক জায়গায় রাইখেন না, তাইলেই হবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

tuli এর ছবি

টুটুল ভাই, আমার ঘরের লোকটা ছোট্ট একটা পুকুরে সাতরায় তাতেই কূল পায়না, আর আপনি তো সমুদ্রে আছেন। মাঝে মাঝে ভয় হয় ওর অবস্থা দেখে। ঘাড়ের রগ ফুলে গিয়ে শক্ত হয়ে তারও।
বেশি টেনশন করবেননা ভাই,সচল কেউই মনে হয়না আপনাকে ভুল বুঝবে। আপনার আন্তরিকতার যে কমতি ছিলনা একসময় সবাই সেটা বুঝবে। ধের্য্য ধরুন কেবল।

শ্যাজা এর ছবি

হৃদয় আর হৃৎপিন্ড এক জায়গায় রাইখেন না, তাইলেই হবে ।[b]

...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...

কীর্তিনাশা এর ছবি

টুটুল ভাই, আমাদের সচল প্রকাশক। মোটেও ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। আমরা আছি আপনার পাশে।

মেলা শেষে তিন সপ্তাহ খালি ঘুমাইবেন...

হ আমিও তাই কই........

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শেখ জলিল এর ছবি

এইতো আর মাত্র ক'টা দিন। তারপর সব টেনশন শেষ!
হৃদয়ের অসুখ বাড়ানোর জন্য টুটুল ভাই তখন বইমেলার পরিবেশ খুঁজবেন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

আমি দূ:খিত-বারবার ব্যাক্তিগত প্যঁচাল পাড়ার জন্য।
কিন্তু আপনাদের ভালবাসার মর্যাদা দিতে পারছিনা -এই ভাবনাটা আমাকে এলোমেলো করে দেয়।

নজমুল আলবাব এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হু।

ধুসর গোধূলি এর ছবি

- সব সচলের ভালোবাসা আপনার সাথে আছে টুটুল ভাই। আপনি এমনিতেই অনেক শক্ত, আরও শক্ত হতে বলার দরকার নাই। আপনি কেবল টুটুল ভাই-ই থাকেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হাসিব এর ছবি

ইজি থাকতে হবে ... ইজি ..

কারুবাসনা এর ছবি

যে কাজটা করেছেন সেটাই অনেক, দু:খ ভুলে যেতে হয়।
color=red]
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।[/color]


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

রণদীপম বসু এর ছবি

ভয় হয় হৃদয়ের ব্যাথা আর হৃদপিন্ডের ব্যাথা এক না হয়ে যায়।

একজন কবি আহমেদুর রশিদের এই উক্তিটাতে আমি মুগ্ধ ! একটা বাক্য সবকিছু বলে দিলো আমাদেরকে।
তবে রিলাক্স টুটুল ভাই।
কিছু কিছু বোঝা নিজেকেই বইতে হয়, চাইলেও অন্য কারো দ্বারা তা সম্ভব না। যেমন নিজস্ব শরীরের বোঝা।

একটা বিষয় কী, অফিসের দায়িত্বে দেখবেন অনেকেই কোন ছুটি পান না, অফিস চলবে না এরকম একটা ভাব। এই বিডিআর জওয়ানদের মতোই। কিন্তু ওই লোকটিই যদি কোন কারণে মিস হয়ে যায়, তখন কিন্তু অফিস বা অন্য কোন কিছুই থেমে যায় না। অর্থাৎ পৃথিবী তার আপনগতিতেই চলতে থাকে। থেমে যায় হয়তো ওই ব্যক্তিটিই।
তাই আর কারো জন্য হোক বা না হোক, নিজের জন্যই নিজেকে টিকে থাকতে হয়। দায়িত্ববোধ ততক্ষণই ইতিবাচক যতক্ষণ না তা কোন অমঙ্গল ডেকে আনে। এই বোধ দেখাতে গিয়ে হটকারী অবস্থায় পতিত হওয়া নির্বুদ্ধিতার নামান্তর। আমাদের ক্ষমতা সহানুভূতিতেই সীমিত। বাকীটুকু সম্পূর্ণই নিজের এবং নিজস্ব।

অতএব সমঝে জনাব...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সাইফুল আকবর খান এর ছবি

মন খারাপ
অল দ্য বেস্ট, টুটুল ভাই। কয়দিন একটু ঝাড়া রেস্ট নেন এইবার, সিন্সিয়ারলি বলতেছি বস।

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।