গুজব আর আতংকের মধ্য দিয়েও অসহায় এই মহানগরে আলো হয়ে জ্বলেছিলো বইমেলা।
ঢাকার রাস্তায় এত ট্যাংক,এত আর্মস লরি কে কবে দেখেছে। ধানমন্ডি ও এর আশেপাশের লোকজনদের বাসা থেকে চলে যেতে হয়েছে অন্যকোথাও। আতংকিত শিশুদের আর্তচিৎকারে ভারী হয়ে গিয়েছিলো আকাশ।
তারপরও বইমেলাটা জেগে ছিলো। যেখানে এই পরিস্থিতিতেও বইমেলা জাগিয়ে রাখার লোকের অভাব হয়না- সেখানে এদেশের ভবিষ্যত নিয়ে নিরাশ কী করে হই?
আমরা করবো জয়...একদিন।
মন্তব্য
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
হুরো মিয়া... চলেন মেলাটা একসপ্তাহ বাড়ানোর আন্দোলন করি। অন্তত ২দিন।![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
আমার বই কিনা শেষয় নাই। গত কয়দিন ব্যাঙ্কাইতে পারি নাই। আর আজকে কালকে ব্যাঙ্ক বন্ধ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আন্দোলন করেন, বিদ্রোহ কইরেন না।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
- বিদ্রোহ করেন, কাউরে গুলডি কইরেন না।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন