বইমেলা প্রতিদিন ২৬

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: শনি, ২৮/০২/২০০৯ - ১১:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গুজব আর আতংকের মধ্য দিয়েও অসহায় এই মহানগরে আলো হয়ে জ্বলেছিলো বইমেলা।
ঢাকার রাস্তায় এত ট্যাংক,এত আর্মস লরি কে কবে দেখেছে। ধানমন্ডি ও এর আশেপাশের লোকজনদের বাসা থেকে চলে যেতে হয়েছে অন্যকোথাও। আতংকিত শিশুদের আর্তচিৎকারে ভারী হয়ে গিয়েছিলো আকাশ।
তারপরও বইমেলাটা জেগে ছিলো। যেখানে এই পরিস্থিতিতেও বইমেলা জাগিয়ে রাখার লোকের অভাব হয়না- সেখানে এদেশের ভবিষ্যত নিয়ে নিরাশ কী করে হই?
আমরা করবো জয়...একদিন।


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক

আমরা করবো জয়...একদিন।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুরো মিয়া... চলেন মেলাটা একসপ্তাহ বাড়ানোর আন্দোলন করি। অন্তত ২দিন।
আমার বই কিনা শেষয় নাই। গত কয়দিন ব্যাঙ্কাইতে পারি নাই। আর আজকে কালকে ব্যাঙ্ক বন্ধ মন খারাপ

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ এর ছবি

আন্দোলন করেন, বিদ্রোহ কইরেন না। চোখ টিপি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।