বইমেলা প্রতিদিন ২৭

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: শনি, ২৮/০২/২০০৯ - ১১:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বইমেলার সময় এক সপ্তাহ বাড়ানোর একটা প্রস্তাব উঠেছে। বাড়লে ভালোই হবে। মন্দার বাজারে কিছু বই বিক্রির ব্যবস্থা হলে আখেরে লেখক-প্রকাশকদেরই কল্যাণ। জানিনা কতৃপ কিভাবে ভাবছেন।
গতকাল ভিড় হয়েছিলো বেশ। মোড়ক উন্মোচনেরও ধুম ছিলো। লোকজনকে খুঁজে খুঁজে বই কিনতে দেখা গেল।
২০০৪এর এই দিনে হুমায়ুন আজাদকে আহত করা হয়েছিল বইমেলা থেকে ফেরার পথে। প্রতিদিন কী নিষ্ঠার সাথে স্টলে গিয়ে বসতেন তিনি। আগামী’র সামনে গেলে এখনো স্যারের মুখটি ভেসে উঠে।
কেন যে ফেব্র“য়ারিকেই ২৮ দিনে হতে হলো। ৩১দিনে হলে তি কী ছিল!


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

হুমায়ুন আজাদকে হারানো্র বেদনা এখনও বয়ে চলেছি
২০০৪ এর পর থেকে আমি আগামী’র স্টলের সামনে দিয়ে যাতায়াত করিনা ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

একজন [অতিথি] এর ছবি

প্রতিবারই এমন দাবী ওঠে। কখন কি বইমেলার সময় বেড়েছে?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কেন যে ফেব্র“য়ারিকেই ২৮ দিনে হতে হলো। ৩১দিনে হলে তি কী ছিল!

হ...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
রণদীপম বসু এর ছবি

কেন যে ফেব্র“য়ারিকেই ২৮ দিনে হতে হলো। ৩১দিনে হলে তি কী ছিল!

তাহলে আসুন ভাইয়েরা, আমরা এবার ফেব্রুয়ারিকে ৩১ দিন বানানোর আন্দোলনে শরিক হয়ে যাই....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অছ্যুৎ বলাই এর ছবি

বইমেলা কি এক সপ্তাহ বাড়বে?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসিব এর ছবি

বইমেলা এবারের মতো শেষ । সূত্র

খবরটা থেকে উদ্ধৃতি দিচ্ছি - "এবার মোট ১৮ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গতবছর এই অঙ্ক ছিলো ২০ কোটি। তবে মেলায় নতুন বই এসেছে মোট ২৭৪১ টি যা গত বছরের তুলনায় প্রায় ২০০ বেশি। বাংলা একাডেমীর বই বিক্রি হয়েছে ৫৮ লাখ ১৬ হাজার টাকার যা গতবারের তুলনায় ১০ হাজার টাকা কম।"

ঝরাপাতা এর ছবি

বইমেলা এক সপ্তাহ বাড়ালে ভালো হতো। মাসের শুরুতে পকেট ভরা থাকে বলে কেনাও বেশি হয়। ২২ তারিখে অন্যান্য বইগুলো পেলেও সচলায়তন সংকলন পাইনি। দুই ঘন্টা ধরে শুনছিলাম রিক্সা সহযোগে আসিতেছে। আজ একজনকে দিয়ে কিনালাম। কাল হাতে পাবো।


নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

বিপ্রতীপ এর ছবি

মাসজুড়ে বইমেলা প্রতিদিন-এর জন্য আপনাকে ধন্যবাদ। ২০০৩ এর পর এবারই প্রথম মেলায় যাওয়া হলো না...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আগামী একসপ্তাহ আপনার সচলে ঢোকা নিষেধ... বিলাস কইরা ঘুম দেন এক্টা... আর ঘুমের মধ্যে প্লেট পজিটিভ আর বাইন্ডাররে স্বপ্ন দেখাও নিষেধ...

এইটা একটা হুশিয়ার
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।