Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

কী পুলারে বাঘে খাইলো! লীলেনের শেষ স্বাধীন জন্মদিবস.....

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: রবি, ১১/১০/২০০৯ - ১১:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাইরে থেকে মনে হয় পুলাটা দায়-দায়িত্বহীন। নিজের বিড়ি জ্বালানো আর লেখার গল্প বলা ছাড়া কোনো কাজ নেই। বাবা-মা-ভাই-বোনের খোঁজ নেয় না। ইচ্ছে হলো তো সুন্দরবন যায়, ইচ্ছে হলোতো বান্দরবন যায়। পুলাটা নিজের পয়সায় মোবাইল বিল দেয় না, জন্মদিনে ঠেলাগাড়ি ভর্তি গিফট পায়।কিন্তু সুখ আর কতদিন কপালে সহ্য হয়! পারিবারিক সব দায়িত্ব পালন শেষে লীলেন যাবজ্জীবন দন্ডমালা গলায় পড়তে যাচ্ছে। সেই হিসাবে আজকের জন্মদিনটাই লীলেনের সর্বশেষ স্বাধীন জন্মদিন। নিশ্চিত ভাবেই কুরিয়ার কোম্পানীগুলো বিস্মিত হবে এইবারের ব্যবসার পতন দেখে।
এইবারের জন্মদিনে লীলেনের দাড়িতে নাহোক, মনের মন্দিরে রং এর মাখামাখি দেখে আমাদেরো আনন্দের শেষ নাই।
শুভেচ্ছা শুভ জন্মদিনের।


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন লীলেনদা
যাবজ্জীবন দারাদন্ড সুখের হউক

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

এস, কে, নির্ভানা এর ছবি

অনেক শুভেচ্ছা রইলো শুভ জন্মদিনে ।

নির্ভানা

জুয়েইরিযাহ মউ এর ছবি

জন্মতিথির শুভলগ্নে জানাই অভিবাদন হাসি

জি.এম.তানিম এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা, স্যার!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ জন্মদিন লীলেন্দা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন লীলেন্দা হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

গৌতম এর ছবি

লীলেন্দার শেষ জীবিত শুভ জন্মদিনে মারাত্মক শুভেচ্ছা। আহারে! লীলেন্দা বড় ভালু লুক ছিলু!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

হাসিব এর ছবি

বড় ভালু লুক আছিলেন উনি মন খারাপ

হিমু এর ছবি

শুক্না কাফনের শুভেচ্ছা মন খারাপ



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন লীলেন !!

অনেক দিন পর্যন্ত আমি ভাবতাম তার নাম মনে হয় লেনিন---ভুল করে সবাই লীলেন ডাকে।পরে আবার শুনলাম কেউ কেউ তাকে 'লীনেন' বলেও ডাকাডাকি করেন। যতদূর জানি সেইটা এক জাতীয় কাপড়ের নাম। শেষে জানলাম যে, না, আসলেই তার নাম লীলেন।

সচলায়তনে আর সবার কাছে লীলেন্দা হলেও, আমার কাছে সে লীলেন। আমার সমসাময়িক কিন্তু আমার থেকে অভিজ্ঞতায়, প্রাজ্ঞতায় যোজন যোজন পথ এগিয়ে থাকা লীলেনের গুনমুগ্ধ পাঠক আমি। এত অল্প সময়ের মাঝে একটা নিজস্ব গদ্যরীতি দাঁড় করিয়ে নিয়েছে লীলেন। তার অসংখ্য ভাল লেখার মাঝে আমার সবচাইতে প্রিয় লেখাটা হল 'বৃষ্টিবৃত্ত'। সেই লেখা পড়ে আবেগে আপ্লুত আমি তাকে আমার "বৃষ্টিভাই" করেছিলাম। উত্তরে মহা ফাজিল লীলেন জানায়ঃ


বৃষ্টিভাই?

খাইছে
একটা বেটাপোলার লগে বৃষ্টিতে ভিজতে হবে জীবনে কল্পনাও করি নাই

.........

চিন্তা করেন---!!!

টুটুল ভাইয়ের লেখায় জানলাম, তার বৃষ্টিতে-ভেজার-মানুষ জুটতে যাচ্ছে খুব শিগগীরই। বহুদিন ধরে পালিয়ে বেড়ানো,ফুলে ফুলে উড়ে উড়ে বেড়ানো লীলেনের পায়ে শেষ পর্যন্ত শিকল পড়তে যাচ্ছে!! কল্পনা করতে পারি অনেক নারীর বুক ভেঙ্গে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস------
তাদের জন্যে আশ্বাস বানী---তার স্বঘোষিত 'বৃষ্টিভাই', এই আমি, এখনো 'খালি' আছি... (আগ্রহীরা অতি সত্তর যোগাযোগ করুন)

যাই হোক লীলেনের এই আশু 'সর্বনাশ' উপলক্ষে আমার তরফ থেকে মোবারকবাদ এবং শেষ স্বাধীন জন্মদিনটা স্মরণীয় করে রাখার উদাত্ত আহবান জানিয়ে রাখলাম----

আবারো, শুভ জন্মদিন লীলেন

আর টুটুল ভাইকে একটা নক্ষত্রের রাত উপহার দেয়া হলো এমন চমৎকার লেখা দেবার জন্যে---

মেহদী হাসান খান এর ছবি

শুভ জন্মদিন লীলেনদা

তুলিরেখা এর ছবি

শুভ জন্মদিন।
সামনের শুভলগ্নের জন্য ও শুভেচ্ছা ও শুভকামান। হাসি
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অনার্য সঙ্গীত এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা লীলেণ্দা হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রণদীপম বসু এর ছবি

ইশ্ ! মরার আগে মানুষের চেহারায় কেমোন সতেজ সবুজ আইসা দৌড়াদৌড়ি করতেছে !

পতনোন্মুখ শেষ স্বাধীন জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। ভালা থাকার কথা আর কইলাম না। জাইন্যা শুইন্যা এমোন মিছা কথা কওন যায় ?

দাড়িগুলানের কী হইবো এখোন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুমন চৌধুরী এর ছবি

শুভ হউক আখেরি (জিন্দা) জর্মদিন ....



অজ্ঞাতবাস

রেনেট এর ছবি

শুভ জন্মদিন, স্যার । আর যে কটা দিন আছে হাতে, মন ভরে বেঁচে নিন হাসি
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সুহান রিজওয়ান এর ছবি

শুভ জন্মদিন লীলেনদা !!

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

স্বপ্নাহত এর ছবি

শুভ জন্মদিন লীলেন ভাই।

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

পলাশ দত্ত এর ছবি

আহারে মানুষ মাত্রই তাইলে মরণশীল। হাসি
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

বর্ষা এর ছবি

শুভ জন্মদিন লীলেন দা।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

যুধিষ্ঠির এর ছবি

শুভ জন্মদিন, প্রিয় লেখক।

স্বাধীন থাকতে থাকতে যদি আমার আত্মজীবনীটা নামায়ে দিতেন...

দ্রোহী এর ছবি

লীলেন্দা, ভুলচুক সব মাফ কইরে দিয়েন। আপ্নেরেও মাফ কইরে দিলাম।

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন লীলেন্দা!
............................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

মামুন হক এর ছবি

শুভেচ্ছা শুভ জন্মদিনের।

ভূঁতের বাচ্চা এর ছবি

শুভ জন্মদিন লীলেন্দা... বাড্ডে পার্টির দাওয়াতটা পাচ্ছি তো ?
--------------------------------------------------------

--------------------------------------------------------

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন

নুরুজ্জামান মানিক এর ছবি

আজ কি সত্যি লীলেনের শেষ স্বাধীন জন্মদিবস ? জগতে যেহেতু পুরুষ দুই প্রকার বিবাহিত আর জীবিত সে হিসেবে টুটুল ভাইয়ের যুক্তি ঠিকাছে । আমি নিজেই তার বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ দিয়েছি ।

কিন্তু যদি বলা হয় কবি লীলেনের আজ শেষ স্বাধীন জন্মদিবস তবে ঝামেলা আছে । কারণ, এর মানে দাঁড়ায় বর্তমানে তিনি স্বাধীন আছেন তবে যথাশীঘ্র পরাধীন হবেন । এই অনুসিদ্ধান্তে কি কবির সায় আছে যিনি মনে করেন জন্মের সময় থেকেই তিনি গোলাম হোসেন । তার নিজের বয়ানঃ

চাকরির চিঠি আসে
বারো অক্টোবর সকাল আটটা পয়তাল্লিশ থেকে বান্ধা গোলামী শুরু
বেতন উনিশশ' বাহাত্তর টাকা ।
(বায়োডাটা,রচনাকাল ১৯৯২-০৭-০৯)

গোলাম হোসেন বলেই মনের সব কথা সব সময় সব জায়গায় বলা হয়না । তথাকথিত সভ্য সমাজে নিরাপদ সদস্যপদ ধরে রাখতে তার নিজের আত্মপাঠকে চালিয়ে দিতে হয় কবিতার নামে । কবিতা তার নিজস্ব নরক । অনুদিত স্বর্গের চেয়ে তার নরকই আমাদের বেশি টানে । কারণ ন' জানি । আবু সাইয়িদ আইউব নাকি যখন রাসেলের নাস্তিকতাবাদের সবক নিচ্ছেন তখন আবার রবীন্দ্রনাথ গীতঞ্জলীর প্রেমে হাবু ডুবুখাচ্ছেন ।

ধর্ম-ইশ্বরে বিশ্বাস নেই কবির । তথাপি, সিলেটের মাটির কারনেই সহজিয়া বাউল বা সুফিমতে তার আগ্রহ দেখা যায় । সাঁইজির
খেলাফত নিয়ে গোলাম হোসেনকে দাঁড়াতে দেখি শাহ আব্দুল করিম এর সামনে ।

আক্ষরিক অর্থেই কবি সে সময় সুফিমতে ভজে ছিলেন । সহজিয়া দর্শনের দেহতত্ত্ব নিয়ে হাজির হয়েছিলেন এভাবেঃ

চুল থেকে কালো পেলো মেঘ ও রাত্রি
রংধনু জন্মালো ভুরুর বাঁকায়
চোখের দৃষ্টিতে বজ্র পেলো পোড়ানোর নির্মম ক্ষমতা এক
ঠোঁটের স্নিগ্ধতায় মদ সিগারেট বিষ
কন্ঠে সরব গানের পাখিরা রাতের শেষে ডাকে
সোনালি দিনের দ্বারে
স্তনের অনুকরণে মসজিদ গম্বুজ
পুরুষের সিজদার ঘর
কবিতা ছন্দ পেলো নদীরা বাঁক পেলো ঝরনা পেলো গতি
ছিল বলে হাত ঊরু নিতম্ব আর আরো সব বাঁক অলি গলি

ত্রিকোণ ঘাসভূমি দেখে সধারণ চর নিল বদ্বীপের রূপ
বাংলাদেশ চুরি করে তোমারই ভূগোল

জরায়ুর গোল দেখে পৃথিবীও হলো অনুরূপ
জঠরে ঠিকানা খোঁজে অবতার পুরুষ ও প্রেমিক
( রচনাকাল ১৯৯২.০৬.১১ )

খেয়াল করুন কবিতাটির রচনাকাল '৯২ সাল । স্মর্তব্য, একদিকে তখন ঘাদানিক , সম্মিলিত সাংস্কৃতিক জোট , মুক্তিযুদ্ধের চেতনা মঞ্চ ইত্যাদি ব্যনারে চলছে রাজাকার এবং মৌলবাদ বিরোধী আন্দোলন, আবার অন্যদিকে চলছে ইসলামি ইক্যজোট, সাহাবা সৈনিক, ইসলামী সংগ্রাম পরিষদ , খতমে নব্যুয়াত , যুব কমান্ড ইত্যাদি ব্যনারে ভারতীয় দালাল, মুরতাদ, কাদিয়ানি বিরোধী আন্দোলন । দৈনিক ইনকিলাব তখন যদি আপনার এই চরনটি নিয়ে তাদের মুল্যবান রিপোর্ট করত , তবে নির্ঘাত আপনার নামে মৃত্যুদন্ড ঘোষনা হত ।

প্রতিক্রিয়া কি হয়নি ? শুনুন কবির ভাষ্যঃ

হয়েছে
শামীম শাহানের একটা ম্যাগাজিন ছিল
সেখানে ছাপা হওয়ায় তার বাড়ি পর্যন্ত পুড়িয়ে দিতে চেয়েছে
পরে আমার লেখার উপর আরেকটা সাদা পাতা পেস্ট করে সেই ম্যাগজিন ছাড়া হয়
৮৯ থেকে আমাকেও দৌড়ানি দিয়েছে অনেকবার
কিন্তু তখন ছাত্র সংগ্রাম পরিষদ এবং আমাদের সাহস দুটোই ছিল শক্ত
৯০ তে এমসি কলেজের শহীদ মিনারে আমি শামসুর রাহমানের একটি মোনাজাতের খসড়া যখন আবৃত্তি করছিলাম তখন ছাত্র সংগ্রাম পরিষদ রীতিমতো মানবঢালের মতো আমাকে ঘিরে রেখেছিল

সেই সব দিন নেই
হবেও না হয়তো আর

এজন্যই এখন যা যা করি তা হলো
অনুমোদিত স্বপ্ন
অনুমোদিত বিদ্রোহ
অনুমোদিত বিক্ষোভ
অনুমোদিত সাহস

মন্তব্য বড় হয়ে যাচ্ছে তাই এখানেই থামছি ।

প্রিয় কবিকে

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

স্বাধীন এর ছবি

শুভ জন্মদিন লীলেন'দা।

মূলত পাঠক এর ছবি

শুভ জন্মদিন।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আহারে লীলেন্দা... মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অবাঞ্ছিত এর ছবি

শুভ জন্মদিন কবি!
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

কল্পনা আক্তার এর ছবি

জন্মদিনের (জীবিত) অনেক শুভেচ্ছা হাসি

........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

জ্বিনের বাদশা এর ছবি

গুণমুগ্ধ পাঠকের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা গ্রহন করুন

মনে করেন বারান্দায় একসাথে সিগারেট টানতে টানতে চুপে চুপে একটা কথা কইতেছি আপনেরে,
পাবলিকে যত ডর দেখায় তার চৌদ্দ আনিই আহ্লাদের কথাবার্তা, অত ভয়টয় পাওনের কিছু নাই চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুশফিকা মুমু এর ছবি

waaaaaaa!!! অ্যাঁ লীলেন ভাইয়ের জন্মদিন আবার বিয়েও দেঁতো হাসি
লীলেন ভাইয়ের তো দেখা যায় তাইলে ঈদের দিন দেঁতো হাসি
অনেক অনেক শুভেচ্ছা রইল হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মাহবুব লীলেন এর ছবি

সবাইরে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং কমেন্টানো এবং আমার ভবিষ্যতের কথা ভেবে মাথার ঘাম পিসিতে ফেলার জন্য

কিন্তু সকাল থেকেই ভাবছিলাম এই দিনটাই একই সাথে আমার মৃত্যু দিনও হয়ে যায় কি না

কারণ একেবারে মরতে মরতে পার করেছি পুরো দিনটা আর বারবার মনে হচিছল আমার মায়ের একটা কথা- কামলার আবার জন্মদিন কী?
কামলার জন্মটাইতো আস্ত একটা আকাম...

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, জ্ঞানীলেন!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অভিনন্দন রইল হাসি

দময়ন্তী এর ছবি

শুভ জন্মদিনের একটা মস্ত শুভেচ্ছা৷ ভয়ঙ্কর রকমের ভাল থাকুন৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সাইফুল আকবর খান এর ছবি

আরেক কামলার পক্ষ থেকে, দিনশেষে, জন্মদিনের শুভেচ্ছা।
জীবিত জীবন তো ছিল ওজনদারই, জানি। বিবাহিত জীবনও ভালো যাক বসের।
ভালো থাকেন লীলেন ভাই।

টুটুল ভাইকে ভীষণ ধন্যবাদ, পাব্লিক্রে এমন সুন্দর ক'রে এই খবরটা জানানোর জন্য।

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

পরী [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।