অলৌকিক মদের গেলাস

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: রবি, ২৮/১০/২০০৭ - ৩:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গেলাসে অলৌকিক মদ
মদ নয় যেনো রক্ত
রক্তের'চে বেশী নীল বিষ
নীল বিষে শিস্ কাটে ঠোঁট।

**১৯৯৫ সালে প্রকাশিত 'নীল বিষে শিস্ কাটে ঠোঁট' বই থেকে নেয়া।


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

১৯৯৫ এর পরে এক যুগ হলো
নতুন বই কবে আসবে?

আহমেদুর রশীদ এর ছবি

এই এলো বলে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

অতিথি লেখক এর ছবি

কবি এবং প্রকাশকের কাছে কি আমরা আমাদের বই প্রকাশের আবেদন করতে পারি না?
নাকি শুধু কয়েকজন বন্ধুর বই-ই প্রকাশ করবেন সারাজীবন?

আহমেদুর রশীদ এর ছবি

ঝেড়ে কাশেন ভাই।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

হাসান মোরশেদ এর ছবি

আরে,এতো দেখি অনেক ক্লাসিক পানপর্ব
আগে জন্ম নেয়ার সব সুবিধা আপনারা নিলে কেমনে হয়?
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

আয়,আগে যারা জন্মাইছে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনি

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

অমিত আহমেদ এর ছবি

ভাল লেগেছে!


ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।