দুঃখবিলাসী

হাসিব জামান এর ছবি
লিখেছেন হাসিব জামান [অতিথি] (তারিখ: সোম, ২৩/০৩/২০০৯ - ১১:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

একজনকে উৎসর্গ করা হল। যাকে উৎসর্গ করা হয়েছে তিনি নিজ দায়িত্বে বুঝে নেবেন।

কিছু কিছু মানুষ থাকে দুঃখবিলাসী টাইপের। তারা দুঃখকে মনের ভেতর সযতনে লালন করে। চেহারায় সবসময় একটা দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে তোলে আর কারো সাথে কোন কথা হলে বলে, “আমার না খুব মন খারাপ।” রেডিও জকিরা যেন এদের অপেক্ষাতে বসে থাকে সারাক্ষন আর চান্স পেলেই বাজিয়ে দেয় বাপ্পাদার গাওয়া দুঃখবিলাসীদের জাতীয় সঙ্গীত, “আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি আনমনে বসে আছ, আকাশপানে দৃষ্টি উদাস … … ” হাসি

আত্মহত্যা করার ফ্যান্টাসী তাদের মধ্যে দেখা যায়। মাঝেমধ্যেই বলে, “কিচ্ছু ভাল্লাগেনা। আর বাঁচতে ইচ্ছে করে না। কবে জানি সুইসাইড করি।”

দুঃখবিলাসীরা রাত জাগে আর দুপুরবেলায় বেঘোরে ঘুমোয়। নিশুতি রাতে চাঁদের দিকে তাকিয়ে বলে, “ইস্‌ কত রাত ঘুমাইনা!!” ইন্সমনিয়ায় ভোগে। তবে ঘুমের ঔষধ খায় না, ঔষধে বড্ড ভেজাল। চোখ টিপি

ভীষন সাহসী হয় তারা। রাতদুপুরে একলা একলা হাঁটে কিংবা ছাদের রেলিং এ উঠে বসে থাকে। নিজের সাথে কথা বলে। জাগতিক সব ব্যাপারেই হতাশাচ্ছন্ন। কি যেন নেই, কিসের যেন অভাব।

আপনি ভাবতে পারেন, ছ্যাঁকা খাইছে এইজন্যে মনে এত দুঃখ। ঘটনা কিন্তু পুরো উলটো। এরা বরং ছ্যাঁকা দিতে ওস্তাদ। একেকটা প্রেম আসে আর সে মহা উৎসাহে ছ্যাঁকা দেয়। তারপর লুকিয়ে লুকিয়ে কাঁদে আর ভাবে, ইহা আমি কি করিলাম!!

আর্থিক সমস্যার কারনে মন খারাপ। পুরো ভুয়া কথা। কোটিপতিদের কোন গুনধর পুত্রকে হয়ত দেখবেন অজানা কোন দুঃখে নেশার পথে গিয়েছে। অন্যদিকে যে ছেলেটা দিনভর টিউশনি করে নিজের পড়ার খরচ জোগায় আবার রাত জেগে পড়ে, দুঃখ নিয়ে ভাবাভাবি করার তার সময় কই?

স্টুডেন্ট হলে মনে করতে পারেন, রেজাল্ট খারাপ। মন কেমনে ভাল থাকবে? চাকরী-বাকরী কেমনে হবে এই ভেবে কষ্ট পাচ্ছে। এই কারনে আমার নিজেরো মন খারাপ থাকে। তখন ফেইসবুকে উদ্ভট কুইজ খেলে, মুভি দেখে কিংবা লেখালেখি করে মন ভাল করার চেষ্টা করি। সেইসময়টা পড়াশুনা করলে কিংবা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিলে যে আরো ভাল হয় সেটা আমাকে কে বোঝাবে? খাইছে

বলতে পারেন, মেয়েটি হয়ত কালো। তাই এত কষ্ট। আসলে কিন্তু সেটা না। সমীক্ষায় দেখা গেছে, সুন্দরীরা বেশীমাত্রায় দুঃখবিলাসী। আয়নার সামনে দাঁড়িয়ে থাকে আর এটাসেটা ভেবে মন খারাপ করে, আমার মুখটা ফোলাফোলা লাগছে কেন? বুড়োবুড়ো লাগছে কেন?? মুটিয়ে গেলাম নাকি??? কেউ তাদের জন্য ফিদা হলে ভাব দেখায় আবার না হলেও মুখ বাঁকিয়ে বসে থাকে। সবসময় একটা ভাবজ ধরে রাখতে গিয়ে শুধু শুধু কষ্ট পায়।

আসলে দুঃখবিলাসীতা এক ধরনের রোগ। এই রোগের সমাধান কি? আমার মতে, মেয়ে হলে যত তাড়াতাড়ি পারা যায় বিয়ে দেয়াটাই ভাল। কখন যে এরা কি করে ফেলে তার নাই ঠিক। দরকার হলে বাচ্চাকাচ্চা সহ গ্রাজুয়েশন শেষ করবে। নো প্রবস্‌। চোখ টিপি

আর দুঃখবিলাসী ছেলে হলে আর তার বয়স পঁচিশোর্ধ হলে একই চিকিৎসা অর্থাৎ শুভস্য শীঘ্রম। তবে পুত্রের বয়স পঁচিশের নিচে হলে তাকে ঘাড় ধরে বের করে দিতে হবে, “যা ব্যাটা চড়ে খা।” মাথার উপর ছাঁদ না থাকলে আর পকেটে পয়সা না থাকলে দুঃখ দুঃখ ভাব কোন খান দিয়ে যে পালাবে!!! দেঁতো হাসি

সত্যিকারের দুঃখী মানুষেরা লেখাটি সিরিয়াসলি নিবেন না আশা করি।


মন্তব্য

ইমরুল কায়েস এর ছবি

আর দুঃখবিলাসী ছেলে হলে আর তার বয়স পঁচিশোর্ধ হলে একই চিকিৎসা অর্থাৎ শুভস্য শীঘ্রম। তবে পুত্রের বয়স পঁচিশের নিচে হলে তাকে ঘাড় ধরে বের করে দিতে হবে, “যা ব্যাটা চড়ে খা।” মাথার উপর ছাঁদ না থাকলে আর পকেটে পয়সা না থাকলে দুঃখ দুঃখ ভাব কোন খান দিয়ে যে পালাবে!!!

তোর বয়স কি পঁচিশ হৈছে , তোরে দেখলে তো ভালই সিনিয়র মনে হয় । যদি পঁচিশোর্ধ হয়া থাকিস তাইলে তোরও বিয়ে চিকিৎসা করতে হবে দেখতেছি। কি বাড়িত ফোন্দিমু?
......................................................
পতিত হাওয়া

হাসিব জামান এর ছবি

দুস্ত, আমি আসলে টিপিকাল দুঃখবিলাসী না, সো আমার নিজের এইসব থিওরী আমার উপ্রে খাটবে না। আমার বয়স হিসাব কইরাও লাভ নাইক্কা। চোখ টিপি
তোর কথায় দিলে চোট পাইলাম। আমি দেখতে এমনই সিনিয়র যে আমার পাশে সবাইরে আন্টি মনে হয় মন খারাপ :(
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

কীর্তিনাশা এর ছবি

নীরবতাই সম্মতির লক্ষণ। অতএব তাড়াতাড়ি ফোন্দেন হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

হাসিব জামান এর ছবি

সম্মতি নাইরে ভাই। কিউতে জ্যামে পরছিলাম। মন খারাপ
ফোন্দিলে আর আরামসে বসে ব্লগান লাগবে না আমার, কাল থেকে রাস্তায় চড়ে খেতে হবে।
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

নীড় সন্ধানী [অতিথি] এর ছবি

দুঃখবিলাসীরা রাত জাগে আর দুপুরবেলায় বেঘোরে ঘুমোয়। নিশুতি রাতে চাঁদের দিকে তাকিয়ে বলে, “ইস্‌ কত রাত ঘুমাইনা!!” ইন্সমনিয়ায় ভোগে। তবে ঘুমের ঔষধ খায় না, ঔষধে বড্ড ভেজাল

ব্যাপক খাঁটি কথা বলেছেন হাসি

হাসিব জামান এর ছবি

জ্বী, জীবন থেকে নেয়া। হাসি
ধন্যবাদ আপনাকে।

-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

তীরন্দাজ এর ছবি

ভালো লাগলো লেখাটি। দু:খবিলাসী মানুষদের নিয়ে যা লিখেছেন, ঠিক লিখেছেন। তবে সব ধরণের মানুষেরই জায়গা হওয়া দরকার সব সমাজে। নইলে বৈচিত্র কমে যাবে অনেকখানি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

হাসিব জামান এর ছবি

ধন্যবাদ আপনাকে ।
দুঃখবিলাসীরা তাইলে সমাজের বৈচিত্র বাড়াচ্ছে। পজিটিভ কিছু পাওয়া গেল। হাসি
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

কীর্তিনাশা এর ছবি

তীরু'দার সাথে সহমত

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু এর ছবি

বাইরে থেকে দুঃখবিলাসী মনে হলেও কিন্তু অনেক মানুষের আসলেই ভ্যালিড কারণ থাকে। আর যারা প্রচন্ড কষ্টে থাকে কিন্তু কাউকে বুঝতে দেয়না তাদের বেলায় মেডিকেশন কি?
লেখা ভাল লাগল!

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

হাসিব জামান এর ছবি

লেখা পড়ার জন্য ধন্যবাদ। হাসি
আসলেই কিছু কিছু মানুষ প্রচন্ড কষ্ট নিয়ে বাঁচে। আমার মতে শেয়ার করতে হবে কষ্টটা অন্যের সাথে। বন্ধু-কাজিন কিংবা বাবা-মা যার সাথে যতটুকু পারা যায় শেয়ার করতে হবে। এতে কষ্টের কারন দূরীভুত না হলেও মনের বোঝা কিছুটা হাল্কা হবে।
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

ধুসর গোধূলি এর ছবি

- যারা দুঃখ দুঃখ ভাব করে থাকে তাগো বেকটিরে মাইনাস।

আরে এতো টেনশনের কী আছে? আইজকা মরলে কাইল বাদে পরশু তিনদিন। হাইসা খেইলা বাঁইচা যা ব্যাটা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হাসিব জামান এর ছবি

ধূগোদা ধন্যবাদ আপ্নারে। হাসি
ফেইক দুঃখবিলাসীদের বেকটিরে মাইনাস। হাইসা খেইলা বাঁচ ব্যাটা চোখ টিপি
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমিও তাই কই। দুইদিনের দুনিয়াতে দুঃখ পাইলা লাভ নাই।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমিও তাই কই। দুইদিনের দুনিয়াতে দুঃখ পাইলা লাভ নাই।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

হাসিব জামান এর ছবি

ধন্যবাদ শিমুলা'পু হাসি
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

নিবিড় এর ছবি

প্রথম ডিসক্লেইমারটা সন্দেহজনক চিন্তিত


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

হাসিব জামান এর ছবি

ইয়ে মানে ঐটা নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। যাহার উদ্দেশ্যে দেয়া কেবলমাত্র তিনি বুঝিলেই উত্তম হইবেক। চোখ টিপি
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

ইমরুল কায়েস এর ছবি

কার উদ্দেশ্যে তুই লেখিস এগুলা ? স্যায় কি বাস্তব নাকি পরাবস্তব ?
......................................................
পতিত হাওয়া

হাসিব জামান এর ছবি

রেগে টং সেই কথা তোরে লাইভ কমু নে। এখন আর জিগাইস না।
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

ইমরুল কায়েস এর ছবি

ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

নাউজুবিল্লাহ । হুজুর এলাকার লোকের এ কি হাল ?
.....................................................
পতিত হাওয়া

হাসিব জামান এর ছবি

কি কইলি বুঝলাম না। তোর কথাবার্তা বুঝতে হলে আমাকে আরো পড়াশুনা করতে হবে চিন্তিত
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

অতন্দ্র প্রহরী এর ছবি

ভাল লাগল লেখাটা। তবে দেইখেন, নিজের যুক্তির প্যাঁচে পড়ে নিজেই আবার বাসা থেকে বিতাড়িত হইয়েন না চোখ টিপি

হাসিব জামান এর ছবি

আপনার ভাল লেগেছে জেনে আমারো ভাল্লাগ্লো। হাসি
আমি দুঃখবিলাসী না, তবে উহাদের নিয়ে থিসিস করতে ভাল পাই। চোখ টিপি
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

সৌরভ এর ছবি

ভালো বিশ্লেষণ।


আবার লিখবো হয়তো কোন দিন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

নীড়পাতায় এইটা দেইখা পরমানন্দ পাইলাম হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৌরভ এর ছবি

আমি ভালো ছেলে হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সেইটা নিয়া কোনও সন্দেহই নাই আমার।
সত্যি। হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হাসিব জামান এর ছবি

এইখানে মনে হয় কোন রহস্য আছে। চোখ টিপি
ঘটনার আড়ালের কাহিনী জানতে মন চায় সন্ন্যাসীদা। হাসি
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

হাসিব জামান এর ছবি

ধন্যবাদ আপনাকে সৌরভ।
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

অতিথি লেখক এর ছবি

গবেষনা ভালো হইছে।স্ট্যাটস্-এ গিয়ে টেরাই মারেন,এ বিষয়ে পি এইচ ডি পাওয়া যায় কি না! চোখ টিপি

[বিষন্ন বাউন্ডুলে]

হাসিব জামান এর ছবি

বিষন্ন ভাই এটা মনে হয় "বিষণ্ণ" হবে, রেজি করার আগে ঠিক করে নিয়েন। হাসি
আপনি আমার পুরনোলেখাগুলো পড়ে যেভাবে উৎসাহ দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ।
-----------------------------------------
ব্যস্ততা আমাকে দেয় না অবসর ...

মহাস্থবির জাতক এর ছবি

কিন্তু দুঃখ যদি কারোর সাথে ভাগাভাগি করে নেওয়া না-ই যায়, বা নিতে চাইলেও আপনজনেরা কষ্ট পায়, তখন কী উপায়?
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।