!!! ফ্যান্টাসী : আমার আই পি এল টীম !!!

হাসিব জামান এর ছবি
লিখেছেন হাসিব জামান [অতিথি] (তারিখ: শুক্র, ২৪/০৪/২০০৯ - ৮:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

চারদিকে শুধু আই পি এল এর জয়-জয়কার। প্রতিদিন ক্যান্টিনের আড্ডায়, সন্ধ্যার চায়ের কাপে আর রাতের ডিনারে আই পি এল আসছেই। শাহরুখ খানের দল, প্রীতি জিন্তার দল, শিল্পা শেঠীর দল – এতসব দলের ভীড়ে আমার নিজের একটা দল থাকলে কেমন হত? ফ্যান্টাসী হিসেবে ভাবতে বেশ ভাল লাগে।

ধরা যাক, আই পি এলে আমার একটা টীম আছে। তাহলে আমার দলে কারা কারা খেলবে? মাশরাফীর নিলাম ঝড়ের সময় আমার মাথায় এই আইডিয়াটা আসে। নিলাম থেকে মাত্র চারজন বিদেশী খেলোয়াড় আমি কিনতে পারব। আমার চয়েজ : স্মিথ, গেইল, শেন ওয়াটসন এবং ডেল স্টেইন। বাকী সাতজন খেলোয়াড় আমার নিজের দেশ বাংলাদেশের। আমার টীম কম্বিনেশন এরকম :

১। গ্রায়েম স্মিথ
২। ক্রিস গেইল
৩। তামিম ইকবাল
৪। আশরাফুল
৫। সাকিব-আল-হাসান
৬। শেন ওয়াটসন
৭। আফতাব আহমেদ
৮। মুশফিকুর রহিম
৯। মাশরাফি-বিন-মর্তুজা
১০। ডেল স্টেইন
১১। আব্দুর রাজ্জাক

এবার বলেন, আপনার চয়েজটা কেমন হবে? কোন চারজন বিদেশী খেলোয়াড়কে রাখবেন আপনার আই পি এল ফ্যান্টাসী দলে? বাকী সাতজন দেশী খেলোয়াড়ের চয়েজ সবার বোধহয় আমার মতই হবে। অল্টারনেটিভ কেউ থাকলে জানাতে পারেন।


মন্তব্য

বন্য রানা এর ছবি

আমার ভাই কারো ব্যাপারে আপওি নাই, একমাএ আফতাব ছাড়া। টাকার লোভে জাতীয় দল ছাইড়া গেছে, তারে টানাটানি না করাই ভাল। সে নিজেও মাইন্ড খাইতে পারে।

রেনেট এর ছবি

৪ জন বিদেশীর নামই দেই
এডাম গিলক্রিস্ট
জয়াসুরিয়া
শেন ওয়ার্ন
ডুমিনি
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

হাসিব জামান এর ছবি

আপনার চয়েজ জব্বর হইসে। গিলক্রিস্ট, জয়াসুরিয়া আর শেন ওয়ার্ন প্রমান করে দিয়েছে তারা এখনো কতটা দুর্দান্ত খেলতে পারেন। আর ডুমিনির ফিউচার বেশ দারুন। হাসি
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

হাসিব জামান এর ছবি

বন্য রানা লিখেছেন:
টাকার লোভে জাতীয় দল ছাইড়া গেছে, তারে টানাটানি না করাই ভাল। সে নিজেও মাইন্ড খাইতে পারে।

ঠিক কথাই বলেছেন। কিন্তু শুধু এই ২০-২০ ফরমেটে তাকে এখনো মিস করি। আর অতীব লজ্জার কথা হলো ভাই ঐ জায়গায় আর কাউকে খুঁজে পাচ্ছিলাম না। মন খারাপ আপনি বলেন, তার বদলে কাকে নেয়া যেত?
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

তাহসিন আহমেদ গালিব এর ছবি

হাসিব ভাই...ভাল আছেন নিশ্চয়ই? চিনতে পেরেছেন তো... ভাতিজা

আমার ৪ জন হত-
১। এডাম গিলক্রিস্ট
২। ক্রিস গেইল
৩। মিসবাহ-উল-হক
৪। শাহেদ আফ্রিদি *(BOOM BOOM)

হাসিব জামান এর ছবি

গালিব চিনতে পেরেছি তোমাকে। হাসি
প্রথম দুইজন পারফেক্ট। মিসবাহ চলে। কিন্তু আফ্রিদি গতবার পুরো হতাশ করেছে। চারজন ই ব্যাটসম্যান নিলে তোমার দলের অবস্থা তো খারাপ হবে। একজন সলিড বোলার নিতে পার। দেশী খেলোয়াড় সাতজনে কি একমত নাকি ?
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

অছ্যুৎ বলাই এর ছবি

১। ম্যাককালাম (উইকেট কীপার)
২। গেইল
৩। আফতাব
৪। আশরাফুল
৫। সাকিব
৬। অলোক
৭। সামছুর রহমান
৮। মাশরাফি
৯। অজন্তা মেন্ডিস / মুরালিধরন
১০। ডলার
১১। গ্লেন ম্যাকগ্রা

ম্যাককালামকে দিয়ে উইকেট কীপিং করালে মুসফিক বা ধীমানকে নিয়ে একটা ব্যাটিং পজিশনের অপচয় হবে না। শেভাগ/হেডেন/জয়াসুরিয়া অল্পের জন্য মিস করলো; কারণ, ম্যাককালামের পক্ষে যায় তার উইকেট কীপিং, ক্রিস গেইল নিঃসন্দেহে বর্তমান ওয়ার্লডের সবচেয়ে মারাত্মক হিটার।

বাংলাদেশের বোলিং দুর্বল। এজন্য ২ জন কোয়ালিটি বোলার নেয়া দরকার। যেকোনো পিচেই ম্যাকগ্রা রান চেক দিতে সক্ষম। মেন্ডিস ভ্যারিয়েশনের কারণে মুরালির চেয়ে এগিয়ে।

আফতাব নিঃসন্দেহে একটা ফালতু প্লেয়ার। মাথায় ঘিলুর পরিমাণ শূন্য। কিন্তু বাংলাদেশ দলে যারা বিকল্প আছে, তারা আরো ফালতু। যেমন, তামিম ইকবাল একজন হিট অ্যান্ড মিস প্লেয়ার। তার ব্যাটিং দেখলে মনে হয় পুরো তুলোধনা করে ফেলবে; কিন্তু স্ট্রাইক রেট ভায়াবহ। আশরাফুল, সাকিব, অলোক (আইসিএল ফর্ম) অটোমেটিক চয়েজ। শামছুর রহমান গত লীগের বেস্ট ব্যাটসম্যান।

স্পিনার হিসেবে মেন্ডিসের পরিবর্তে রাজ্জাককে নিলে দলে একজন বিদেশি ব্যাটসম্যান বাড়ানো যেত। সেক্ষেত্রে শেভাগ, হেডেন বা জয়াসুরিয়াকে নেয়া যায়। তবে চাকার রাজ্জাক অনেকদিন মাঠের বাইরে থাকায় তার ফর্ম ও আত্মবিশ্বাস নিয়ে সমস্যা আছে। এজন্য কোয়ালিটি স্পিনার দরকার।

ডলার মাহমুদ দলের সবচেয়ে উইক লিংক। তবে তার প্লাস হলো সুইং করানোর ক্ষমতা। খারাপ করলে পরিবর্তে রাসেলকে নেয়া যেতে পারে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসিব জামান এর ছবি

আপনার কমেন্ট টা দারুন হয়েছে, সুন্দর বিশ্লেষন। হাসি
ম্যাককালামকে আমার এতটা কাজের মনে হয় না। সে যত গর্জে তত বর্ষে না। এর চেয়ে গিলক্রিস্ট এখনো অনেক এগিয়ে আছে। ক্লাসিক একজন প্লেয়ার।
গেইল অবশ্যই অটোমেটিক চয়েজ। তার হিটিং পাওয়ার অতুলনীয়।
ম্যাকগ্রা দিল্লী দলে এবার জায়গা পাচ্ছে না। বয়স টা একটু বেশী হয়ে গেছে মনে হয়।
তামিম কে নিয়ে এখনো আমি আশাবাদী। একদিন সে কিছু একটা করবে। আফতাব্কে নিয়েছি বাধ্য হয়ে, দেশী প্লেয়ারের অভাব।:(
মেন্ডিস কতটা কি করতে পারবে সময়ে দেখা যাবে। চোখ টিপি
আর মাশরাফি ছাড়া দেশে কোন যোগ্য পেস বোলার নেই। সুতরাং বিদেশী নিতে হবে।
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

দিগন্ত এর ছবি

আপনার পছন্দের ডেল স্টেইন এখনও উপমহাদেশের পিচে নিজের প্রমাণ দেননি, তাই ওকে নিতে রাজি নই। কারণ খেলাটা বাংলাদেশেই হবে ধরে নিচ্ছি হাসি


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

হাসিব জামান এর ছবি

ডেল স্টেইন এখন বিশ্বের এক নম্বর ফার্স্ট বোলার। ওর কাছাকাছি আসতে পারবে শুধুমাত্র মিশেল জনসন। এরা যে কোন পিচে ভাল খেলবে মনে করি।
খেলাটা বাংলাদেশে হবে যদি বঙ্গবন্ধু স্টেডিয়াম পাই। চোখ টিপি তা না হলে বিশ্বের যে কোন জায়গায়, ইন্ডিয়া আর পাকিস্তান বাদে।
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

আসাদ [অতিথি] এর ছবি

১. গেইল
২. তামিম
৩. আশরাফুল
৪. অলক
৫. সাকিব
৬. ধনি
৭. ফ্লিন্টফ
৮. আফতাব
৯. মাশরাফি
১০. ব্রেট লি
১১. রাসেল

** খেলাটা দক্ষিন-আফ্রিকাতে হবে ধরে।

হাসিব জামান এর ছবি

ফ্লিনটফ যে হারে ছক্কা খাইতেসে ভাই, ওদের টিমের লোকজন চিন্তায় আছে। অলরাউন্ডার হিসেবে ওয়াটসন গতবার মন জিতে নিয়েছেন। অ্যালবি মরকেল আরেকজন দুর্দান্ত অলরাউন্ডার।
আপনার দলে কিন্তু কোন স্পেশাল স্পিনার নেই। চোখ টিপি
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

জাকির জাহামজেদ [অতিথি] এর ছবি

১। গিলক্রিষ্ট
২। গেইল
৩। তামিম
৪। আশরাফুল
৫। অলক কাপালী
৬। ইউসুফ পাঠান
৭। সাকিব
৮। আফতাব
৯। মাশরাফি
১০। রাজ্জাক
১১। ফিদেল এডওয়ার্ড

হাসিব জামান এর ছবি

ফিদেল এডওয়ার্ড এর উপর এত তাড়াতাড়ি আস্থা রেখে ফেলেছেন। দেখা যাক সে সামনে কেমন করে।
ইউসুফ পাঠান আসলে ও দারুন একজন স্ট্রোক প্লেয়ার।
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

দিগন্ত এর ছবি

অলোক কাপালীর কথা ভুলেই গেছি, ছেলেটা আই-সি-এলে ভালই খেলছে।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

হাসিব জামান এর ছবি

কাপালী-আফতাব দুজনরে নিলে তো আরেক ঝামেলা। আইসিএল আইপিএল ক্যাচাল বেজে যাবে। হাসি
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

অতিথি লেখক এর ছবি

আমার ৪জন বিদেশি হবে
ক্রিস গেইল
ইউসুফ পাঠান
শেন ওয়ার্ন
শেন ওয়াটসন
------------------
উদ্ভ্রান্ত পথিক

হাসিব জামান এর ছবি

রাজস্থান দলের সাপোর্টার মনে হয়। তিনজন কমন পড়ছে চোখ টিপি
ইউসুফ পাঠান,যুবরাজের খেলা দারুন লাগে। তবু পাকিস্তানি প্লেয়ার কিংবা দাদাদের কারো আমার দলে জায়গা হয় নাই কারন বাংলাদেশীদের প্রাপ্য সম্মান ওরা দিতে জানে না।
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

গৌতম এর ছবি

আশরাফূল পয়লা চান্সেই বাদ...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

হাসিব জামান এর ছবি

বাদ দিবেন ভাল কথা। কিন্তু বদলে খেলবে টা কে বলতে হবে।
আর ভালো কথা, আমার দলের ক্যাপ্টেন কিন্তু বিশ্বের এক নম্বর অল্রাউন্ডার সাকিব-আল-হাসান। হাসি
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।