কালের ছড়া - ২০

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ১৩/০৫/২০০৮ - ১১:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

অবশেষে মহোদয়
করেছেন আজ্ঞা
শিথিল হয়েছে তাই
“সেই” নিষেধাজ্ঞা

তবে কিছু শর্তে -
অনুমতি নিতে হবে
এটা সেটা করতে
নইলে পড়তে হবে
আইনের গর্তে!

কেন?... তার ইচ্ছা
বাঁচতে চাইলে কাগু
ভেটো টেটো দিচ্চা
চোখ বুঁজে হুজুরের
গান গাও খিচ্চা!

১৩ মে ২০০৮


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

'কাগু'রা আপনার মজার ছড়াটা পড়ে আরো সুভদ্র এবং সুশীল হবে আশা করি হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍তৃতীয় অংশটি পড়ে জুইত পেলাম না মন খারাপ

তবে বাকিটা যথারীতি অসাধারণ। এবং যথারীতি (বিপ্লব)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

ছড়া সম্রাট! দেঁতো হাসি

মাহবুব লীলেন এর ছবি

আহাহা
একটা ঘাটতি রয়ে গেলো যে ছড়াটায়?
এই ছড়াটায় গান গাওয়ার চেয়ে বেশি জরুরি ছিল ঢোল বাজানোর বিষয়টা
তাহলে ঢোলের তালে তালে নিজের পাছা থাবড়ে পুরো জাতি আনন্দে তাল বাজাতে পারতো

সবজান্তা এর ছবি

জাঝা

যথারীতি অনবদ্য


অলমিতি বিস্তারেণ

অতিথি লেখক এর ছবি

দারুণ হইছে!

ফেরারী ফেরদৌস

বজলুর রহমান এর ছবি

অবশেষে মহোদয়
করেছেন আজ্ঞা

এইখানে আছে মোর সুগভীর সন্দ,
আসলে কি মহাশয় এতখানি মন্দ?
এই জন ঠুনকো , নাই কোন হিম্মত,
পেছনে উর্দি থেকে আসে সব মতামত।
এই লোক পাঠ করে , ভালো তার ডিকশন,
ভয় হয় রোডম্যাপ তাহলে কি ফিকশন ?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍খু্বই সুন্দর করে তুলে ধরেছেন আমজনতার সংশয়ের কথাটি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তীরন্দাজ এর ছবি

অবশ্যই ছড়া সম্রাট আপনি! সাবাস!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সেই রকম...!!!

ইদানিং কোন কোন সৎ লোকরে নাকি ধরে ফেলতেছে, ঐটা নিয়ে একটু জা'ঝা দিয়েন।

জ্বিনের বাদশা এর ছবি

(বিপ্লব)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

বিপ্লব রহমান এর ছবি

বেক্কল ছড়ড়াকার
লেখনিতে কড়া ধার!
---
এই বেলা (বিপ্লব) ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

লুৎফর রহমান রিটন এর ছবি

সময়োপযোগী অসাধারণ ছড়া।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

আকতার আহমেদ এর ছবি

স্নিগ্ধা, সন্ন্যাসী,,সবজান্তা, ফেরারী ফেরদৌস, বজলুর রহমান, তীরুদা, লীলেন ভাই , শিমুল ভাই, জ্বিনের বাদশা, বিপ্লব ভাই, রিটন ভাই - সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা !
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সন্ন্যাসী, তৃতীয় অংশটি পড়ে জুইত পেলেননা দেখে আমিও জুইত পাচ্ছিলামনা ছড়াটা নিয়ে ।
বজলুর রহমান এর মন্তব্য ছড়াটিতো দুর্ধর্ষ
অতন্দ্র প্রহরী আর তীরুদা'র মন্তব্যে আমি রীতিমত অসহায় !
রিটন ভাই সবসময় একটু বাড়িয়েই বলেন.. তাঁর মন্তব্য কতোটা প্রেরণা দেয় আমার মতো একজন সামান্য ছড়াকারকে পরবর্তী ছড়া লেখায়.. তিনি তা জানেন বলেই হয়তো এমনটা করেন হাসি
সবাইকে আবারও ধন্যবাদ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍লক্ষ্য করে দেখুন, তৃতীয় অংশের প্রসঙ্গ নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি আমি ছাড়া। তাই আমার অভিমতটিকে পাত্তা না দেয়াটাই সমীচীন হবে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।