পাঁচটি বছর ছিলেন তিনি
দারুণ সুখের “হাওয়া”তে
হঠাত্ দেখি পাল্টে লেবাস
মিষ্টি আলুর দাওয়াতে
মধ্যরাতে “জোর” দেখাতে
বিশেষ মিটিং কল করে
মর্জি মতো দলকে ভেঙ্গে
আবার নতুন দল করে
তকমা মেলে উর্দি পরা
মানুষগুলোর চামচা সে
উত্সাহ দ্যায়-সবাই যেন
উদ্যোগী হয় পাম চাষে !
এমনতরো হাজার কাজে
ব্যস্ত “তাদের” ইঙ্গিতে..
এখন তিনি ভীষণ একা
পা রেখে দুই ডিঙ্গিতে !
১৮ মে ২০০৮
মন্তব্য
বরাবরের মতোই... দুর্দান্ত! দারুণ লিখেছেন গুরু! তখমা কথাটা বোধহয় তকমা হবে! কেমন আছেন আপনি?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আমি ভালো আছি বস । আপনার কী খবর?
"তখমা" কে "তকমা" করে দিলাম
ধন্যবাদ কৃতজ্ঞতা দুইটাই আপনার জন্য !
এক কথায়— কোপানি!!!!!!!!!!!!!!!!!!!!!!
কি মাঝি? ডরাইলা?
সেইরকম ।।।।।।।।।।। সেইরকম ছড়া ।
eru
-------------------------------------------------
pause 4 Exam
জাঝা !!
---
স্পর্শ
কথাটা ঠিক না
পলিটিক্সের সাথে রাজনীতি আর রাজনীতির সাথে পলিটিক্স মিলিয়েই তো নেতা হতে হয়
এবং বাংলাদেশের নেতারা কাজটা খুব ভালোই পারেন
যথারীতি দুর্দান্ত লেখা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
সমসাময়িক ঘটনায় দ্রুত রিঅ্যাক্ট করে দুর্দান্ত ছড়া লেখায় আপনি দুর্ধর্ষ।
(বিপ্লব)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মৃদুল ভাই, দ্রোহী, eru, স্পর্শ, লীলেন ভাই, জলিল ভাই, সন্ন্যাসী এবং এই ছড়াটি যারা পড়েছেন সবাইকে ধন্যবাদ !
..................... (চলবে)
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
গত কয়দিন চরম ব্যস্ততায় পড়তে পারি নাই... দারুণ লেখা... ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল ভাই আপনারেও ধন্যবাদ
সবজান্তার কমেন্ট দেইখাতো প্রথমে ডরাই গ্যাছিলাম
ধন্যবাদ সবজান্তা !
নতুন মন্তব্য করুন