ট্রুথ কমিশন (বিপ্লব ভাই, এটা কিন্তু ছড়া না !)

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ২৬/০৫/২০০৮ - ১১:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্যাপারটা একেবারে "ইজি এন্ড সিম্পল"
দুর্নীতি করে কেউ খায় যদি "ডিম-ফল"
ট্রুথ কমিশনে গিয়ে হাছা কথা বললে
তাহারা যেভাবে চায় ওইভাবে চললে
তাহলে রেহাই দেবে ওরা অপরাধীকে
যাহারা ডাইনে গেছে ,বলে- "যাব বা'দিকে"

ডিটেইল খবর আছে আজ সব পেপার-এ
আপনি কী ভাবছেন কনচে এ' ব্যাপারে...

২৬ মে ২০০৮


মন্তব্য

স্পর্শ এর ছবি

কই এটাও তো কালের ছড়াই মনে হচ্ছে!! আজ সকালেই খবর টা দেখলাম।
-----------------------------
এখনো নজরবন্দী!


ইচ্ছার আগুনে জ্বলছি...

রাতুল এর ছবি

মতামত আর কি, কাদেরকে বাচাতে?
সংকট কি তবে কারাগার খাচাতে!!

নাকি "জলপাই টক না" বলে যারা মিষ্টি
এসব কনসেপ্ট কি তাহাদের সৃষ্টি?

তীরন্দাজ এর ছবি

লিংকটি এভাবে দিয়ে কবিতাটিকে যেভাবে প্রাণ দিয়েছেন, তার তূলনা নেই। সাধুবাদ জানাই...আপনাকে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মাহবুব লীলেন এর ছবি

দারুণ

(বি:দ্র: বিপ্লব রহমান। ইহাকে কমেন্ট বলে। ইহা সাহিত্য নহে)

বিপ্লব রহমান এর ছবি

মন্তব্য প্রতিবেদন জাঝা @ পোস্ট। চোখ টিপি

(বি:দ্র: মাহবুব লীলেন। কে কহিল ইহা কমেন্ট? হলফ করিয়া বলিতে পারি, ইহা এটি পরমানু সনেট! খাইছে)


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মারাত্মক। (বিপ্লব)

রণদীপম বসু এর ছবি

এ সব খবর যখন দেখি সব পেপারে
পাই না ভেবেই আমি- (এ খেলায়) কে জেতে কে হারে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ গুল্লি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

দারুন একটা ছড়া হয়েছে।

মামুন-উর-রশীদ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ... এইটা তো দেখি ছড়া না... তবে কড়া...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মৃদুল আহমেদ এর ছবি

আরে, দারুণ! অই আকতার ভাই, আপনার সাড়াশব্দ নাই ক্যানো? কুতায় আপনি... কুতায়?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আকতার আহমেদ এর ছবি

স্পর্শ, রাতুল,তীরুদা, ধুসর গোধূলি, বিপ্লব ভাই, লীলেন ভাই, শিমুল ভাই, রণদীপম বসু, সন্ন্যাসী, মামুন-উর-রশীদ, নজরুল ভাই, মৃদুল ভাই - সবাইকে অশেষ ধন্যবাদ !

ডিটেইল খবর আছে আজ সব পেপার-এ
আপনি কী ভাবছেন কনচে এ' ব্যাপারে...

জানতে চাইছিলাম এই ব্যাপারে আপনাদের ভাবনা.. কিন্তু দেখি প্রায় কমেন্ট হইছে ছড়া নিয়া .. তাইলে ক্যম্নে কী !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।