আপনি কি স্যার ভয় পেয়েছেন ?

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ১৮/০৬/২০০৮ - ৩:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

শূন্য মাঠে একলা খেলে
আপনি বিশাল জয় পেয়েছেন
দেশ শাসনের পরীক্ষাতে
আপনি দশ-এ নয় পেয়েছেন !

ডেমোক্রেসির "ক্ষয়" পেয়েছেন
"দুদক" নামের "টয়" পেয়েছেন

হঠাত্ তবে আপোষ কেন
আপনি কি স্যার ভয় পেয়েছেন ?

১৮ জুন ২০০৮


মন্তব্য

রেনেট এর ছবি

হা হা। আকতার ভাই উঠতে বসতে এমন সব জাঁদরেল ছড়া লিখেন, যে মন্তব্য দিতে দিতে হয়রান!
চমতকার। পঞ্চতারকা।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কীর্তিনাশা এর ছবি

গুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লি

--------------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মাহবুব লীলেন এর ছবি

সাহস তো আছেলে
খাইলে মোরে ডরে....

পুতুল এর ছবি

হা হা হা!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ফারুক ওয়াসিফ এর ছবি

মোক্ষম!

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

নজমুল আলবাব এর ছবি
সুলতানা পারভীন শিমুল এর ছবি

দারুণ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নুশেরা তাজরীন এর ছবি

সাবাস!!!
ভয় যেটুকু বাকী আছে, এই ছড়া পড়েই পাবে।

রায়হান আবীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

খেকশিয়াল এর ছবি

নজমুল আলবাব ভাইয়ের বন্দুকটা পছন্দ হইসে, যাই হোক বিলাই দিয়াই গুলি করি ঠা ঠা ঠা ঠা গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তারেক এর ছবি

হা হা হা চলুক
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

বিপ্রতীপ এর ছবি

আপনার ছন্দের কারসাজির জন্য পাঁচতারকা চোখ টিপি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

"ভয়তো মনে প্রথম থেকেই,
সাহসিকের ভান ধরেছে।
ভানটুকু ভুল ছিল ভেবেই
হয়ত এখন কান ধরেছে।"

স্বপ্নাহত এর ছবি

দূর্ধর্ষ!!!

স্যারতো দশে নয় পেয়েছেন
আপনি শ'য়ে শ'ই পেয়েছেন!!

ভাই আপনার সবকিছুই পড়া হয়। কমেন্ট দেয়া হয় খুব কমই। আমরাও তো মানুষ। সব হিংসা, বুঝলেন, হিংসা।

ভীষণ ভীষণ হিংসা হয় আপনার ছড়া পড়ে। মন খারাপ

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

মুহম্মদ জুবায়ের এর ছবি

চলুক

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গুল্লি

আকতার আহমেদ এর ছবি

রেনেট, কীর্তিনাশা, লীলেন ভাই, পুতুল ভাই, ফারুক ওয়াসিফ ভাই, অপু ভাই, শিমুল আপা, নূশেরা আপা, রায়হান ভাই, খেকশিয়াল, তারেক ভাই, বিপ্রতীপ, ধুগো ভাই, অতিথি লেখক, স্বপ্নাহত, জুবায়ের ভাই, প্রকৃতিপ্রেমিক - সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা !

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

দেরি হয়ে গেলো পড়তে। দারুণ লিখেছেন। আসলেই হিংসে হচ্ছে আপনাকে।

কনফুসিয়াস এর ছবি

দুর্দান্ত হয়েছে।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ভয় কি অ্যায়সা-ত্যায়সা? পেটে চিপা যাকে বলে!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

স্নিগ্ধা এর ছবি

আক্‌তার - ছড়া আমার যাকে বলে 'বিষয়'ই না, এমন না যে আমি ছড়া লিখি বা লিখতে চাই এবং তাই আপনাকে আমার প্রতিদ্বন্দী ভাবার কোন কারণও আছে ! কিন্তু তারপরও আজকে আপনার ছড়াটা পড়ে আমার পুরো মেজাজটাই খারাপ হয়ে গেল! এতটাই, যে সবচেয়ে পরে মন্তব্য করছি।

আপনার কি গোপন কোন 'ছড়া রেজার্ভয়ার' আছে? নাহলে একের পর এক দুর্দান্ত সব ছড়া ছাড়া আর কিভাবে সম্ভব আমি তো বুঝি না !

স্পর্শ এর ছবি

কি আর বলব! বলার কিছু তো আর কেউ বাকি রাখে নাই! একটা গুলি মারি! গুল্লি । তারা দেওয়ার অধিকার পাইছি নতুন। তাই একটা ৫ তারা দিই। হাসি
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

রণদীপম বসু এর ছবি

এমন ছড়া পোস্ট দিয়েছেন !
আপনি দশে দশ পেয়েছেন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ইশতিয়াক রউফ এর ছবি

ঝাকানাকা! হাসি

তানভীর এর ছবি

যাওনের টাইম হয়েছে
স্যার তাই ভয় পেয়েছে--
'মাইনাস টু আসেন আবার প্লাস হইয়া যান,
সবাই মিলা দ্যাশটারে বারটা বাজান।
এই যে আফা আপনেরে কিন্তু কিছু করি নাই
আম্রিকা যাইতে চাইছেন পাঠায়া দিছি তাই
আর ম্যাডাম আপনের দুই পুতেরাও যাবে
বেশী দিন না তারা আর জেলের ভাত খাবে।
এই তো এখন আমার দিকটা দেখবেন একটু কেবল
ক্ষমতায় গিয়া কোমড়ে আমার বাইন্ধেন না শেকল।
দুর্জনেরা দুষ্ট কথা যে যাই বলুক
আসলে কিন্তু আমি আপনাদেরই লুক।'

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙ্গা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

দ্রোহী এর ছবি



অসাধারণ বললে কম বলা হয়!!!!


কি মাঝি? ডরাইলা?

সবজান্তা এর ছবি

দেরীতে হলেও পড়লাম, এবং যথারীতি অনবদ্য !


অলমিতি বিস্তারেণ

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুন।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আমার সব বিশেষণ শেষ!
এখন শুধু
গুল্লি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রণদীপম বসু এর ছবি

আইজ-কাইল দেখি সন্ন্যাসীদের ভাবসাবও পাল্টাইয়া গেছে ! পূজা-আর্চা ভোগ আশির্বাদ ছাইড়া গোলাগুলির ধান্ধায় পাইয়া বইছে তাগোরে। বিবর্তনবাদীরা কি কিছু বলবেন এ ব্যাপারে ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শিক্ষানবিস এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

আমারও সব বিশেষণ শেষ।

অতিথি লেখক এর ছবি

হা হা হা ..... ডরাইছে
ছড়াকারকে একশতে একশ'

জিজ্ঞাসু

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ আখতারুজ্জামান ভাই, কনফুসিয়াস, জুলিয়ান সিদ্দিকী, স্নিগ্ধা আপা,স্পর্শ, রণদীপমদা', ইশতিয়াক ভাই, তানভীর ভাই, দ্রোহী ভাই, সবজান্তা, অতন্দ্র প্রহরী, সংসারে এক সন্ন্যাসী, শিক্ষানবিস, জিজ্ঞাসু - সহ সবাইকে , যারা ছড়াটি পড়েছেন এবং মন্তব্য করেছেন ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আকতার ভাই... এমন দৌড়ের উপরে আছিলাম... আর এইরম সময়ে আপনেই দিলেন সুযোগ... প্রথম পাতাতেই ছড়াটা পড়া হয়ে গেলো... তাই সময় বাঁচাতে পরের ব্লগে চলে গেলাম... এখন ব্যস্ততা কমছে... তাই আবার আসছি মন্তব্য করতে...
কিন্তু কিছুই মন্তব্য করার নাই... এইটার একটা কপি স্যারের কাছে দাখিল করতে পারলে জমতো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মৃদুল আহমেদ এর ছবি

আমি লেট, তারপরও আমারে কইরেন না থ্রেট...
সুপার ডুপার ছড়া... দারুণ লিকেচেন গুরু...
সুপারম্যান ছড়াকার
আমাদের আকতার!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আকতার আহমেদ এর ছবি

নজরুল ভাই ,মৃদুল ভাই - অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা !
ভাল থাইকেন .. মনে রাইখেন !

পরিবর্তনশীল এর ছবি

এই ছড়ার তুলনা কিছু দিয়ে করা যাবে না। আমি ছড়া লিখতে পারলে একটা ছড়া লিখে অভিনন্দন জানাইতাম।
আপাতত পাঁচতারা দিয়া ফুটি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অমিত আহমেদ এর ছবি

আইব্বাস!
জটিলস্য ম্যান, জটিলস্য!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ পরিবর্তনশীল ও অমিতদা

অচেনা কেউ এর ছবি

এই দিয়ে মোট ৫ বার পড়েছি ছড়াটি।কেন পড়লাম এতবার নিজেও জানিনা আকতার ভাই !!! কি লিখব খুঁজ়ে পাচ্ছিনা।অসাধারণ একটি ছড়া।

অছ্যুৎ বলাই এর ছবি

এত অল্পকথায় এমন অসাধারণ ছড়া লিখেন কিভাবে? স্যালুট!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আকতার আহমেদ এর ছবি

অচেনা কেউ, বলাইদা - ধন্যবাদ !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।