স্বাধীন স্বদেশ বিভক্ত আজ
পাঠক এবং ঘোষক নিয়ে
নির্বাচনী জোট হয়ে যায়
স্বৈরাচারী..শোষক নিয়ে
তর্ক বাঁধে শেখ মুজিবের
ঐতিহাসিক ভাষণ নিয়ে
রাজাকারের সঙ্গে আপোষ
সংসদীয় আসন নিয়ে
একাত্তরের চেতনা আর
ঐক্য এখন গহীন বাঁকে..
তাই তো ঘাতক গোলাম আযম
ধরা ছোঁয়ার বাইরে থাকে !
২৩ জুন ২০০৮
মন্তব্য
দীর্ঘশ্বাস নিয়ে কোন ইমোটিকন নেই?
সত্য আজি বলবে যারা
বিপদেতে পরবে তারা
সত্য বলার অধিকার যে নাই
মিথ্যার জয়ধ্বনি শুনি
মিথ্যাকে সবাই মানি
গোলাম আযম উচ্চাসনে তাই।।
কিছুই মোদের করার কি আজ নাই?
এমনি করে শুধু বলেই যাব ভাই?
আজমীর
Smile costs nothing but gives much, so keep smiling.
Kids are always cute.
আজমীর
Smile costs nothing but gives much, so keep smiling.
Kids are always cute.
ওরে!
মানে?
আজমীর
Smile costs nothing but gives much, so keep smiling.
Kids are always cute.
আজমীর
Smile costs nothing but gives much, so keep smiling.
Kids are always cute.
ছি ছি! আপনারা এত খারাপ! ফেরেশতার মতো মানুষটাকে নিয়ে আবার টানাটানি! মাননীয় গো.আ.-এর গোআ মারার জন্য কেন আপনাদের এই হীন প্রচেষ্টা?
আপনার এই কুকীর্তির প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করছি চানতারা (পাঁচতারা) দিয়ে!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
গোলাম আজম নাকি বিশিষ্ট প্রফেসর। ৭১ এ তিনি নাকি কোন বাংলাদেশ বিরোধী কাজ করেন নি। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছেন। তার অবদানকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। গোলাম আজমের একটা সাইট ও দেখলাম। বাকিটা এইখানে
এহেন নিষ্পাপ মানুষকে নিয়ে উস্কানিমূলক ছড়া লেখার অপরাধে আপনার সদস্যপদ বাতিলের দাবী জানাই।
তবে যাইবেনই গা যেহেতু, যাওয়ার আগে শেষ মেষ একটা পাঁচতারা নিয়া যান।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আমিও তিব্র প্রতিবাদ জানাই প্রকাশ্য দিবালোকে এভাবে মনুষ্য শিশ্ন দ্বারা গোয়া'র গোয়া মারার অপচেষ্টা করার জন্য। গোয়া'র গোয়া যদি মারতেই হয় তবে মনুষ্য শিশ্ন উহার জন্য যথেষ্ট নয়। গোয়া মারিবার জন্য উহাকে ঘোড়া অথবা ষাঁড়ের হাতে সোপর্দ করিতে হইবে। কুত্তাও একটা বিকল্প হইতে পারে বটে।
-------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
খুব ভাল হয়েছে ! কিভাবে লেখেন এত সহজ কিন্তু সুন্দর করে ??
আগেও যা বলেছি, আবারো তাইই বলছি - আক্তার ? চমৎকার !
আর গোলাম আযমকে নিয়ে কিচ্ছুই বলবো না ......
মীরজাফররা যুগে যুগে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আপনার ছড়াতে আর নতুন কইরা মন্তব্য করার কি আছে? আগের মতোই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমাদের কলুষিত রাজনৈতিক সংস্কৃতিই গোলাম আযমদের আসল পৃষ্ঠপোষক । এদের ঘৃণা জানানোর মতো উপযুক্ত শব্দ আমার জানা নেই । সবাইকে ধন্যবাদ ।
অতিথি লেখক "অচেনা কেউ"-এর থেকে কথা ধার নিয়ে বলি: "কিভাবে লেখেন এত সহজ কিন্তু সুন্দর করে ?"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ক্যামনে লেখেন !!!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইশতিয়াক রউফ, আজমীর, রেনেট, মৃদুল ভাই, কীর্তিনাশা, স্নিগ্ধা আপা, বলাইদা,অচেনা কেউ, নজরুল ভাই, সন্ন্যাসী, স্পর্শ - সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা !
অনেক দেরিতে এসে পাঁচ দিলাম।
কি মাঝি? ডরাইলা?
ধন্যবাদ দ্রোহী ভাই !
ম্যালা দেরী হল, কিন্তু আসলাম, পাঁচ দিলাম, আর অপেক্ষা শুরু করলাম পরের ছড়ার জন্য !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আকতার আহমেদ-
আপনের কই জানি একটা ভুল হইতাসে। দাদার বাপেরে কি কয় জানেন? বড় আব্বা! গোলাম সাহেবও কারো কারো বড় আব-বা হয়। কথাটা ভুইলেন না। খুবই ইজ্জতের লোক!
মানী মানুষরে দাম না দিতে পারার ব্যর্থতা সুন্দর ছড়ায় পোষায় দিসেন বইলা ধন্যবাদ।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
ধন্যবাদ সবাইরে !
আপ্নেরে পাঁচ দিয়া কি হইব ? খা...কির পোলা গোলাম আযম তো বাইরেই থাকব, তবু লন পাঁচ লইয়া যান । তবে একটা কথা সবাই মনে রাইখেন গো আ'র স্বাভাবিক মৃত্যু হইলে আপ্নেরা ঠিক থাকতে পারবেন নাকি, মরার আগেই হালারে মাইরা ফালান যায় না ? নাইলে তো লজ্জায় আমাগোই মরতে হইব ।
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
- রাজনৈতিক নেতাদের ঐ জায়গায় বাঁশ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঠিকাছে
সবাইরে ধন্যবাদ
নতুন মন্তব্য করুন