কালের ছড়া - ২৩

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: শনি, ২৮/০৬/২০০৮ - ১:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভিনদেশী সব প্রতিষ্ঠানের
সাথে ভীষণ সখ্যতা
সংবিধানের প্রবক্তা সে
আইনে দারুন দক্ষতা

সুশীল সমাজ গঠন করেন
সিল্ক-কে তিনি কটন করেন
গোল টেবিলে তর্ক করেন
মুড বুঝে সম্পর্ক করেন
দেশ নিয়ে বেশ চিন্তা করেন
হয়নি যা এদ্দিন তা করেন

সময় দেখে মিডিয়াতে
বলেন নানান “হক” কথা
সন্দেহ হয় আপনি জনাব
আসলে কোন পক্ষ তা !

২৮ জুন ২০০৮


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

অনবদ্য, ধূগো-ইয়!

রেনেট এর ছবি

লেটেস্ট খবর জানি না। কি করলেন আইনজ্ঞ সাহেব?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দুর্দান্ত এর ছবি

সমালোচনাতেই কি চলবে? সমাধান কই?

মুশফিকা মুমু এর ছবি

মজার করে লিখেছেন হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আর কত শরম দিবেন? দুই কান কাটার তো শরম নাই। রমজান একটা কান ঢাকসিলো চুল দিয়া। দুইটা কাটা হইলে ঢাকনের ভ্যাজাল নাই।
আপনের ছাড়া পড়ি আর হিংসা করি।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ফারুক ওয়াসিফ এর ছবি

এই ভামরে একটা চামে মারা দরকার ছিল। বাংলাদেশে যাবতীয় তেল-গ্যাস কোম্পানির আইন উপদেষ্টা এমনকি কুখ্যাত নাইকোরও। এই সরকারের ধামাধরা। ভদ্রলোকের মুখোশটা খোলা দরকার।
গার্মেন্ট শ্রম নিয়ে এক অনুষ্ঠানে তিনি বলছেন, আমি এতো করে গার্মেন্ট মালিকদের বলি, এই কচি কচি মেয়েরা রোদে-বুষ্টিতে কষ্ট করে, ওদের সবাইকে একটা করে ছাতা দিয়ে দিন।
ব্যাটা, মজুরির কথা বলতে পার না, আজ বলছ ছাতার কথা, কাল কইবা, এদের ত্বক পুড়ে যাচ্ছে এদের সবাইকে একটা করে ফেয়ার অ্যান্ড লাভলি দেয় দ্যান।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

শেখ জলিল এর ছবি

নিয়মিত দারুণ।

ব্যাটা, মজুরির কথা বলতে পার না, আজ বলছ ছাতার কথা, কাল কইবা, এদের ত্বক পুড়ে যাচ্ছে এদের সবাইকে একটা করে ফেয়ার অ্যান্ড লাভলি দেয় দ্যান।
..ফারুক ওয়াসিফের মন্তব্য পড়ে আইনজ্ঞের প্রতি ঘৃণা জাগে আরও..

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

কীর্তিনাশা এর ছবি

সাবাশ আকতার ভাই!
গুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লি

-------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ ধুগোদা, ইশতিয়াক রউফ, রেনেট, মুমু, দুর্দান্ত, জুলিয়ান সিদ্দিকী, ফারুক ওয়াসিফ, কীর্তিনাশা, জলিল ভাই
কৃতজ্ঞতা @ফারুক ওয়াসিফ দুর্ধর্ষ মন্তব্যের জন্য ।

রেনেট লিখেছেন-
লেটেস্ট খবর জানি না। কি করলেন আইনজ্ঞ সাহেব?
ফারুক ওয়াসিফ তার মন্তব্যে বলে দিয়েছেন কী করেছে এই কীর্তিমান !

সবাইকে ধন্যবাদ ।

আহমেদুর রশীদ এর ছবি

নামের আগে লাগান তিনি ড এর সাথে এক ফোটা
কেউ কি জানে কোথায় তাহার প্রাণ ভমরের বিষ কোটা?

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

আকতার আহমেদ এর ছবি

নামের আগে লাগান তিনি ড এর সাথে এক ফোটা
কেউ কি জানে কোথায় তাহার প্রাণ ভমরের বিষ কোটা?

মন্তব্য নিস্প্রয়োজন
সবার আগে উদ্যত অই
শকুন মারার বিষ প্রয়োজন !

ধন্যবাদ টুটুল ভাই

মাহবুব লীলেন এর ছবি

হালায় মূলত পাগলা কুত্তা হয়ে গেছে কোনোমতে সংসদের বারান্দায় কিংবা গণভবনে (???) ঢোকার জন্য
ভোটে দাঁড়ালে তো ভোট পায় তার বয়স যত বছর তার থেকে অর্ধেক

তাই এরে তারে ঠ্যাংয়ে ধরে আর ভাবে বাঙালি বুঝি একদিন টিভি পর্দায় লাত্থি দিয়ে ভোট দিতে দিতে তারে সংসদে পাঠাবে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অপূর্ব! অসাধারণ! ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

অনেক ধন্যবাদ সন্ন্যাসী ।

কৃতজ্ঞতা লীলেন ভাই
এমন করে দিলেন ভাই !

অতিথি লেখক এর ছবি

মারহাবা মারহাবা! আমগো কামাল আংকেলের চরিত্র অপূর্ব দক্ষতায় ফুটাইয়া তুলছেন দেঁতো হাসি

~ ফেরারী ফেরদৌস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।