শুভ জন্মদিন প্রিয় সচলায়তন

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ০১/০৭/২০০৮ - ৯:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক বছরের পথ চলাতে
অনেক ভাল মন্দ ছিল
গদ্য - ছড়ার ছন্দ ছিল
মাটির সোঁদা গন্ধ ছিল
তর্ক বিবাদ দ্বন্ধ ছিল
তাই বলে কী সামনে চলা
বন্ধ ছিল? বন্ধ ছিল ?

-না না সচল মুক্ত ছিল
একাত্তরের চেতনা তার
চলার সাথে যুক্ত ছিল !

০১ জুলাই ২০০৮


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

পারেনও আপনি!
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সচলায়তনের নববর্ষে আপনার নাম আমি দিলাম ছড়া-কল

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন।

--------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নুরুজ্জামান মানিক এর ছবি

আমি লগ ইন করলাম
এক বছরে সচলায়তন
শিরোনামে ব্লগ লিখব
কিন্তু আপনার ছড়া পাঠ করে
বাদ দিলাম সে প্রয়াস
কারন যা বলার সবই বলে দিয়েছেন
শাবাস আকতার শাবাস ।
*********************************************A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

অমিত আহমেদ এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

নাহ, মনে হয় (বিপ্লব) এর মত "আপনাকে আকতার" চালু করতে হবে ছড়াকারদের জন্য!

বিপ্লব রহমান এর ছবি

চলুক


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

কীর্তিনাশা এর ছবি

সন্ন্যাসী দা এবং রউফ ভাইর কথায় আমিও ভোট দিলাম।

ছড়াকল আপনে ছড়া নামের বোমা ফাটাইতে থাকেন প্রতিদিন!
----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রেনেট এর ছবি

সচলায়তনের জন্মদিনে সচলরত্ন আকতার ভাইয়ের দুর্দান্ত ছড়া...
এখন একটা বাড্ডে কেক হলেই চলবে হাসি
এগিয়ে চল সচলায়তন।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মৃদুল আহমেদ এর ছবি

শুভ জন্মদিন সচলায়তন!
শুভ জন্মদিন ছড়া-কল!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

খেকশিয়াল এর ছবি

আপনাকে আকতার দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্নিগ্ধা এর ছবি

আকতারকে বিশাল 'আকতার' হাসি

লুৎফর রহমান রিটন এর ছবি

তোমাদের কয়েকজনের কারণে দেখছি ছড়া থেকে ইস্তফা দেয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। তুমি, মৃদুল আর সন্ন্যাসী এতো চমৎকার ছড়া লেখো!

আজকের এই ছড়াটিও দুর্ধর্ষ রকমের ভালো।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

গৌতম এর ছবি

আকতার ভাইকে বিপ্লবসহআকতার।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

মারহাবা মারহাবা!

আকতার ভাইকে বিপ্লব!

~ ফেরারী ফেরদৌস

মাহবুব লীলেন এর ছবি

আপনারা সবাই এক বছর এক বছর কী হিসাবে করেন বুঝি না
আমার তো মনে হয় আমিই কয়েক বছর থেকে সচলায়তনে লিখছি
আর আমার আগে আরো বহু বছর থেকে লিখছেন আরো অনেকেই

এক বছরটা কবে থেকে এক বছর?

মৃদুল আহমেদ এর ছবি

লীলেনের সঙ্গে একমত।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আহমেদুর রশীদ এর ছবি

আকতার আহমেদকে (আকতার)২

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নজমুল আলবাব এর ছবি

ফাটিয়েছেন আকতার, মহা ফাটানি।

ভুল সময়ের মর্মাহত বাউল

স্বপ্নাহত এর ছবি

ছন্দেতে ডাক্তার
মন্দেতে রাগ তার
বাহবাতে হয় না যে
আরো বড় ভাগ তার।

এতো নাম ডাক তার
ইনি আর কেউ নন
আমাদের আকতার!

প্রার্থনা করি আমি
সব গুড লাক তার হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

আকতার আহমেদ এর ছবি

সন্ন্যাসী, কীর্তিনাশা, মানিক ভাই, অমিতদা, ইশতিয়াক রউফ, বিপ্লব ভাই, রেনেট, মৃদুল ভাই, খেকশিয়াল, স্নিগ্ধা আপা, গৌতমদা, ফেরারী ফেরদৌস, লীলেন ভাই, অপু ভাই, টুটুল ভাই, স্বপ্নাহত, রিটন ভাই - সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা !

সত্য সুন্দরের জয় হোক
জয় হোক সচলায়তনের

তারেক এর ছবি

এইরকম দূর্দান্ত লেখেন ক্যম্নে? জটিল !!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মুজিব মেহদী এর ছবি

একে একে আকতার ভাই
সকল কথাই বলে দিল
তবু দেখি চুপেচাপে
কিছু কথা রয়েই গেল

গরম ছিল ঠাণ্ডা ছিল
চরম উত্তে-জনা ছিল

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সবজান্তা এর ছবি

হুম, আপনাকে আকতার !


অলমিতি বিস্তারেণ

মুশফিকা মুমু এর ছবি

বাহ! চলুক হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তীরন্দাজ এর ছবি

এটাই হচ্ছে মূল কথা!

-না না সচল মুক্ত ছিল
একাত্তরের চেতনা তার
চলার সাথে যুক্ত ছিল !

সাবাস!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আকতার আহমেদ এর ছবি

তারেক ভাই, মুজিব মেহদী, সবজান্তা , মুমু , তীরুদা' - সবাইকে ধন্যবাদ ও জন্মদিনের শুভেচ্ছা !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।