"সাংবাদিকের কাজই হলো
পাঁচকে টেনে দশ করা
জিনিস পাতির মুল্য নিয়ে
মিডিয়াতে রস করা
রাষ্ট্র যারা চালায় তাদের
ভাগ্যটাকে টস করা !
ইচ্ছে মতো লিখতে গিয়ে
কলমটা খসখস করা
খুব সাধারণ খবরটাকে
নানান স্বাদের "সস" করা
শায়স্তা খাঁর আমল ভেবে
দাম কমিয়ে লস করা !
মওকা পেলে বশ করা"
সব বুঝে ক্যান "আমল" নিয়ে
করতে গেলেন মশকরা!
০৮ জুলাই ২০০৮
মন্তব্য
দারুন আকতার ভাই!!
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ঝাকানাকা ছড়া হইছে আকতার ভাই !
দেশকে নিয়ে মশকরা করাই যেন সাধারণ ব্যাপার হয়ে যাচ্ছে।
খুব দুঃখজনক।
[ভূঁতেঁরঁ বাঁচ্চাঁ]
হু... আপনের ছড়া প্রাপ্তির লোভেই দেখি দেশে নানান অঘটন ঘটাইতে হবে...
তুমুল হইছে বস...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি এতক্ষন ধরে অপেক্ষা করছিলাম আকতারের ছড়ার জন্যই
********************************************
A life unexamined is not worthliving.-Socrates
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অনেক ধন্যবাদ কীর্তিনাশা, অতিথি লেখক, নজরুল ভাই, মানিক ভাই ।
@নজরুল ভাই
বস.. ছড়া লেখা বন্ধ হইলে ক্ষতি নাই.. কিন্তু এসব আবাল গুলার কান্ড কীর্তি বন্ধ হইলে সবাই বাঁইচা যায়!
@মানিক ভাই..
আপনার মন্তব্য পড়ে ভালো লাগা এবং অস্বস্তি যুগপত্ কাজ করছে । কারণ ব্যস্ততার জন্য খুব বেশি যত্ন নিয়ে আজকের ছড়াটা লিখতে পারিনি । মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা !
সাবাস ছড়াকার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
বেশ বেশ!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আপনাকে, বোধ হয়, আগেও একবার বলেছি: আপনার যে-কোনও ছড়াই আমি প্রথমে পড়ি ধ্বনিমাধুর্যের লোভে। আর দ্বিতীয়বার পড়ার সময় নজর দিই বিষযবস্তুর দিকে।
যথারীতি দুর্দান্ত।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ছড়াটা মন্তব্যের চেয়েও জবাব ছাড়া।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
মজা পেলাম ... খুব মজা...
______________________________________
| আমার বাংলা ব্লগ | আমার ইংলিশ ব্লগ |
______________________________________
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
যথারীতি দারুণ!
(ছড়ায় ছন্দের আঙ্গিক, অন্তমিলের ধারাটা নিয়ে আরও পরীক্ষানিরীক্ষার অনুরোধ করা হলো।)
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
উদ্ধৃতি
কলমটা খসখস করা
এখানে কলার খোসায় পা হড়কাইলো মনে হয়।
তা ছাড়া বরাবরে মতই সুন্দর।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
বাজার ভুলে মনটা ছিলো
মনের মধ্যে বশ করা
এমন কথা বলবে কেন
যে কথাটায় কষ কড়া !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দাদা আস্তে চাপুন বাঁশ খানা
পাচ্ছি ব্যথা যায় কি শোনা?
----------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
@জলিল ভাই
"ছন্দের আঙ্গিক, অন্তমিলের ধারা" নিয়ে পরীক্ষানিরীক্ষার উপদেশের কথা মনে থাকবে । সত্যি বলতে কী.. আলাদা আলাদা করে দেখলে ধরা পড়েনা.. কিন্তু ছড়াগুলো একসাথে করলে আমার নিজের কাছেই বৈচিত্রহীন মনে হয় বুননে । তবে ব্যস্ততা আর হেয়ালীর জন্য ঠিকমতো যত্ন নেয়া হয়না লেখার সময় । অনেকটা একটানে লিখে যাওয়া। ফাঁকিবাজির জন্য এই যাত্রায় ক্ষমা চাওয়া ছাড়া আর কোন উপায় দেখছিনা । কখনো স্থির হলে ছড়াগুলো আবার পড়ে দেখার চেষ্টা থাকবে । ভালো থাকবেন আপনি ।
সবাইকে আবারও ধন্যবাদ ।
নতুন মন্তব্য করুন