কালের ছড়া - ২৪

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ০৯/০৭/২০০৮ - ১১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উত্-সর্গ : অরূপদা ; পাঙ্কোর দ্বীপের "একলা" পরিব্রাজক !

পরিবেশ নিয়ে ভাবনায় কাটে দিন তার
দিন কেটে যায় কিনারা হয়না চিন্তার
শীতল বাতাসে বেড়ে চলে শুধু ভাবনাই
সমালোচকরা যতোই বলুক - লাভ নাই !

ব্যস্ততা যেন ঘিরে থাকে তার চারপাশ
টিভিতে টক-শো, আরো কতো শতো "পারপাস"
কলামে লেখেন- বিবরণ তার চেষ্টার
স্বপ্ন দেখেন আগামীতে উপদেষ্টার...

সেমিনারে যান, এজেন্ডা “ফার্ম - নন ফার্ম”
বিমানের সিট অনেক আগেই কনফার্ম
মানডে মিটিঙ চলে যান তিনি সানডে-ই
আগ্রহ তার কেবল চ্যারিটি ফান্ডেই

ভাষণে বলেন - দুষণে পৃথিবী সয়লাব
সবার মিলিত চেষ্টায় যদি হয় লাভ !
“বাঁচতে চাইলে বাঁচাও বৃক্ষ আর বন”
অথচ তিনিই বাতাসে ছড়ান
সবচেয়ে বেশী কার্বন !

০৯ জুলাই ২০০৮


মন্তব্য

মৃদুল আহমেদ এর ছবি

বেড়ে হয়েচে... বেড়ে! দুর্দান্ত! ছন্দের ধরন পাল্টে একটু অন্যরকমে নেমেছেন, খুবই সুস্বাদু লাগল!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

মাহবুব লীলেন এর ছবি

বেক্বল+ গ্রেডের ছড়া

কীর্তিনাশা এর ছবি

আকতার ভাই, আপনার ছড়াগুলো সব একই রকম ছন্দে হচ্ছিল ইদানিং। এবারেরটা ভিন্ন হলো। ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো দাদা!!
------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

হাহাহা জটিল জটিল !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শেখ জলিল(অফলাইন) এর ছবি

অভিনন্দন আকতার আহমেদ। ছড়ার আঙ্গিক, ছন্দ পাল্টানোর জন্য। আর আমার অনুরোধ মনে রাখার জন্য।
মাত্রাবৃত্তেও আধুনিক ছড়াকাররা কম যান না, এবার প্রমাণ করে দিলো দক্ষ ছড়াকার, আকতার।
ধন্যবাদ।

নুরুজ্জামান মানিক এর ছবি

বরাবরের মতই দুর্দান্ত
যদিও ছন্দ ছিল ভিন্ন
বোদ্ধারা চিহ্নিত করেন মাত্রাবৃত্ত *******************************************A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

শেখ জলিল এর ছবি

কথায় কথায় বাড়ে বিতর্ক
ছন্দ রূপনে কবি সতর্ক
এর আগে আকতার
লিখেছেন স্বরবৃত্তে
এইবার লেখা তার
জমালো মাত্রাবৃত্তে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আকতার আহমেদ এর ছবি

ছন্দ বিষয়ে জলিল ভা'য়ের
ধমক বিশেষ মাত্রায়..
শুনে ছড়াকার কাতরায়
চিন্তার জলে সাতরায়
নতুন ছন্দে ছড়া লিখে শেষে
বেচেঁ যায় এই যাত্রায় !

রাফি এর ছবি

যথারীতি উপভোগ্য.
আপনার ছড়া না পড়লে দিনটাই যেন ঠিক কাটে না।
"নতুন ছন্দের শুভেচ্ছা নিন
রোজ রোজ ছড়া দিন"

-------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

যাই বলেন, এইবারেরটায় কিছুটা খাটাখাটনি হইসে। ফড়ফড় কইরা লেখা বাইর হয় নাই! না কি?

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

আকতার আহমেদ এর ছবি

না জুলিয়ান ভাই.. খাটাখাটনি কইরা ছড়া আমি লিখতারিনা ! স্বত:স্ফুর্ত ভাবে আসছে .. খাটাখাটনি কইরা পড়ছেন বইলা ধন্যবাদ চোখ টিপি

জাহিদ হোসেন এর ছবি

নতুন ছন্দে এলো ছড়ার নতুন আমেজ। খুবই ভাল লেগেছে।_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

ধুসর গোধূলি এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ছড়াছড়ি আরকি... বেশ...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আকতার - যাঁর উপাধি এখন "ছড়াকল",
টপিক ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍পেলেই লিখছেন ছড়া দু'হাতে,
দুর্নীতিবাজ ব্যক্তি ও নড়বড়া দল -
ছড়ার দাপটে পালাবে কোথায়? গুহাতে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

s-s এর ছবি

"সয়লাব " হবে সম্ভবত: বানানটা। ঠিক করে দেবেন কি? নাকি মুখের ভাষা হিসেবে ভুল ভাবে বলাটাই ছড়ার মিলের জন্য জরুরি ছিলো? আপনার অন্য ছড়াগুলো কেন যেন বেশি ভালো লেগেছে।

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ s-s .
ছড়ার মিলের জন্য "সয়লাভ" জরুরি ছিলোনা । ভুলটা ধরিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞতা ।

আকতার আহমেদ এর ছবি

সবাইকে অশেষ ধন্যবাদ এই আকালে কালের ছড়া পড়ে মন্তব্য করার জন্য !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।