হাবুর সাথে চারুকলায়
সেই মেয়েটির দেখা
চোখ নাচিয়ে বলল - সে কী
আপনি বুঝি একা ?
(আহ্ মেয়ে কী ন্যাকা !)
ব্যাস দু'জনের ভাব হয়ে যায়
ফিল্মি মুডে “লাভ” হয়ে য়ায়
ঘুরতে গিয়ে রাত হয়ে যায়
অমনি মাথা কাত হয়ে যায়
“চার শ'” ক্যাব -এর বিল হয়ে যায়
রোজ মানিব্যাগ “নিল” হয়ে যায়
ফুল এসিতেও “হট” হয়ে যায়
চাকরীটা যেই নট হয়ে যায়
কট হয়ে যায় হাবু, যেন
আস্ত আপদ ঠ্যাকা,
আর মেয়েটা ততক্ষণে
হিন্দি ছবির রেখা !
এটাই ছিল হাবুর প্রেমের
লাইফে প্রথম ছ্যাকা !
ছ্যাকাচ্ছড়া - ০২
মন্তব্য
হাবু ডুবু দেখি... নতুন সিরিজ?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
জটিল! এক ছড়াতে প্রেমজীবনের পুরো বর্ণনা। সিরিজটা জমবে।
ট্যাগেই দিছি বস.. পরীক্ষামুলক ! পাঠক যদি কয় চলুক তাইলে চলবে.. নইলে অফ যামু !
ছড়াকারের এক কথা
অফটপিক: "বুকটা ফাইট্যা যায় "নামটা কিন্তু লীলেন ভাইয়ের দেয়া (কৃতজ্ঞতা)
চলুক!!
আমারে পাঠক বিবেচনা যদি করেন তাইলে বলি চলুক... ৫ দিয়াই কইলাম...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ .. দুজনেই পাঠক
আমি হুদাই ছড়া লিখি
আপনি লেখেন নাটক..
তয়
সিরিজটা বস চলবো যদি
মেজরিটি কয় !
সব ছ্যাকাই খাওয়ার পরে মনে হয় লাইফের প্রথম ছ্যাকা
(সব প্রেমকেই প্রথম প্রথম যেমন মনে হয় জগতের শ্রেষ্ঠ প্রেম)
মূলত দুইটাই ভুয়া
দুর্দান্ত ছড়া...দুর্দান্ততর কমেন্ট!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
হি হি জটিল ছ্যাকা !
হাহা...দারুন হয়েছে আকতার ভাই। চলবে মানে? দৌড়াবে!!!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
বক্তব্যটি খুব চমত্কৃত না করলেও ছড়াটির গঠন যথারীতি চৌকস।
সিরিজ চলবে। আদেশ দেয়া হলো
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ছড়াকার আকতার মাথা ভরা টাক তার (!!!)
ক্ষিধে পেলে ছড়া খায় চিবিয়ে (!!!!)
কি মাঝি? ডরাইলা?
চলুক নতুন সিরিজ। আর ছড়ার গঠনরীতিতে নতুনত্বের জন্য সাধুবাদ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ছ্যাকা সিরিজ তো দারুন লাগতেছে, চলুক।
আপনার ছড়া পড়তে আসলেই ভাল লাগে।
--------------------------------------------------------
জটিল, ৫*
দারুন হইছে ভাই.. চালিয়ে যান আমরা আছি আপনার পিছে (পাঠক হিসাবে)
কল্পনা আক্তার
.................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
এর পরে কিন্তু লটরপটর সিরিজ লিখতে হবে।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
চলুক..
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
হাহাহাহাহাহাহাহহাহাহা
চমৎকার! চমৎকার!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
বলতে দ্বিধা নেই,লজ্জা আছে - এই জন্মে ছড়া পড়েছি যতো, হাতে গুনে বলে দিতে পারবো { ( ছড়াকার রা সামনে পেলে ধোলাই দিতে সময় নেবেন না , জানি ) কবে যে মাথায় ঢুকেছিলো ছড়া হলো শিশুতোষ ! ( আমি কি আর সেই বয়সে !? ) }
কিন্তু এই ছড়াটা পড়তে হলো ৪ চার বার ।
মনে মনে ১ম বার । আধো মনে, আধো জোরে ২য় বার । ফাটা গলা দিয়ে, ভাব করে ( আবৃত্তি ? ) ৩য় বার । আর এক 'এক রেখাভক্ত কে শুনিয়ে ৪র্থ বার !
এই সিরজ চলবে না মানে ! না চললে ছড়াকারের কি 'বেইল'থাকবো ! ( হুমকিবার্তা )
---------------------------------------------------------
আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
সিরিজটি চলুক তাহলে ....
সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা !
নতুন মন্তব্য করুন