৩ | লিখেছেন রেনেট (তারিখ: শনি, ১২/০৭/২০০৮ - ১২:০৯অপরাহ্ন)
পরোক্ষ ভাবে তো লাথি প্রতিনিয়ত দেয়া হচ্ছে। আজকেরটা ছিল প্রত্যক্ষ, এবং সংবাদপত্রে ছবিসহ এসেছে, এই যা।
বাঙালি জাতি ভুলে যেতে বেশি সময় নেয় না। আমরাও ভুলে যাব কালকের মধ্যেই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
৪ | লিখেছেন অনিন্দিতা (যাচাই করা হয়নি) (তারিখ: শনি, ১২/০৭/২০০৮ - ২:০৬অপরাহ্ন)
গতকাল একুশের খবরে ঘটনাটা দেখে স্তম্ভিত হয়েছিলাম।
এদের দ্রুত বিচার না করা গেলে আমাদের কপালে আরও দুর্ভোগ আছে।
সরকারের অপেক্ষা করে লাভ নেই।
জনগণকেই কিছু করতে হবে।
এদেশে সরকারের আছে কিছু আশা করে লাভ নেই।
যে যায় লংকায় সেই হয় রাবণ।
৬ | লিখেছেন বিপ্রতীপ (তারিখ: শনি, ১২/০৭/২০০৮ - ৮:১৮অপরাহ্ন)
আমার কাছে অস্বাভাবিক কিছু মনে হয়নি। আমরা আমাদের কর্মফল ভোগ করছি। আমাদের প্রধান সমস্যাটা এখানেই। আজ এ ঘটনা দেখে আপনি কবিতা লিখেছেন, কাল বেমালুম ভুলে যাবেন। ওরা এগুলো বুঝে...আর বুঝে বলেই সাহস পেয়েছে এ কাজ করার। বাঙ্গালী জাতির স্মৃতি গোল্ডফিশের মতো। হুমায়ুন আহমদকে লেখক হিসেবে ততোটা পছন্দ না করলেও এই কথাটি বার বার সত্য বলেই মনে হয়। এ নিয়ে কিছুদিন আগেও এ নিয়ে একটা ব্লগ লিখেছিলাম। এখন এসব দেখে সত্যি কোন অনুভূতি হয় না।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ব্যাক্তিগত ওয়েব ও ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি
মন্তব্য
নীড় পাতায় দুইটা পোষ্ট দিয়ে জায়গা দখল করার জন্য ক্ষমা চাচ্ছি।
প্রথম যখন আজকের পত্রিকায় খবরটা পড়ি... আমি বাকরুদ্ধ হয়ে যাই... যাদের রক্তে এই দেশ তাদেরকেই পেটানো! [কথাটা হবে লাথানো]...
রাজাকারদের আটকানোর কোন অস্ত্রই কি আমাদের হাতে নাই??
_________________________________
| আমার বাংলা ব্লগ | আমার ইংলিশ ব্লগ |
_________________________________
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
পরোক্ষ ভাবে তো লাথি প্রতিনিয়ত দেয়া হচ্ছে। আজকেরটা ছিল প্রত্যক্ষ, এবং সংবাদপত্রে ছবিসহ এসেছে, এই যা।
বাঙালি জাতি ভুলে যেতে বেশি সময় নেয় না। আমরাও ভুলে যাব কালকের মধ্যেই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
গতকাল একুশের খবরে ঘটনাটা দেখে স্তম্ভিত হয়েছিলাম।
এদের দ্রুত বিচার না করা গেলে আমাদের কপালে আরও দুর্ভোগ আছে।
সরকারের অপেক্ষা করে লাভ নেই।
জনগণকেই কিছু করতে হবে।
এদেশে সরকারের আছে কিছু আশা করে লাভ নেই।
যে যায় লংকায় সেই হয় রাবণ।
এই বিষয়ে আর কিছু বলতে ইচ্ছা করে না... পারলে এবার কিছু করতে হবে... বলাবলিতে আস্থা কমছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার কাছে অস্বাভাবিক কিছু মনে হয়নি। আমরা আমাদের কর্মফল ভোগ করছি। আমাদের প্রধান সমস্যাটা এখানেই। আজ এ ঘটনা দেখে আপনি কবিতা লিখেছেন, কাল বেমালুম ভুলে যাবেন। ওরা এগুলো বুঝে...আর বুঝে বলেই সাহস পেয়েছে এ কাজ করার। বাঙ্গালী জাতির স্মৃতি গোল্ডফিশের মতো। হুমায়ুন আহমদকে লেখক হিসেবে ততোটা পছন্দ না করলেও এই কথাটি বার বার সত্য বলেই মনে হয়। এ নিয়ে কিছুদিন আগেও এ নিয়ে একটা ব্লগ লিখেছিলাম। এখন এসব দেখে সত্যি কোন অনুভূতি হয় না।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ওয়েব ও ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
একমত@ বিপ্রতীপ। শুধু লিখে নয়, দরকার সম্মিলিত প্রতিরোধ।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
হ্যা...
এখন সময় প্রতিরোধের
শকুনগুলোর গতি রোধের !
জামায়াতের মুক্তিযোদ্ধা পরিষদ !
'যে বলে ভূত নেই, সে আস্ত মিথ্যুক !'- কিছুক্ষণ আগে এ শিরোনামে পোস্ট দিয়েছি একটা।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হায় রে, মোদের চেতনা
কে তাকে বলেছে, "চেতো না"?!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন