সংলাপে খেলাফত
জাতিকে বাতলে দিল মুক্তির ম্যালা পথ !
রাষ্ট্র চালাবে শুধু পুরুষরা, নারী না
(ভাবখানা ওরা কেন.. আমরা কী পারি না ! )
নির্বাচনের কালে "বিচারিক ক্ষমতা"
আর্মির হাতে যেন দ্যায় (সে কী মমতা!)
তৃতীয় দাবীটা ছিল খতিবের অনারে
(কী যে আলোচনা রে)
চিফ জাস্টিস সম মর্যাদা তাহাকে
দেয়া হয় যেন (বলি খতিবটা আহা কে? )
এইভাবে আমাদের বলে দিয়ে গ্যালা পথ
নিজের পথটা যদি খুঁজে নিতে খেলাফত !
১৩ জুলাই ২০০৮
মন্তব্য
ছড়াটা লেখার পর কেন জানি তাদের দাবীগুলো আর অস্বাভাবিক মনে হচ্ছেনা ! হুমায়ুন আজাদের আশংকাই ঠিক হলো .. সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে.. আমার পঁচা বিবেকটাও ..
নইলে স্বাধীনতার এতো বছর পরেও কেন এই খবর ছাপতে হবে !
"জামায়াতের এ সমস্ত নেতারা পিস কমিটির (শান্তি কমিটি) সদস্য ছিল। যারা রাজাকার, আলবদর ছিল তারা গণহত্যা, নির্যাতন, ধর্ষণ করেছে। এখনই তাদের বিচার করতে হবে। আমার বিবেচনায়, তাদের এখনই ফাঁসি দিতে হবে।..
তাঁর বক্তব্য শেষ হয়নি। সাংবাদিকেরা তাঁর নামটিও জানার সুযোগ পাননি। এর আগেই বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে থেকে বর্ষীয়ান এ মুক্তিযোদ্ধাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। একজন তাঁর পিঠে লাথি বসিয়ে দেয়।
....... সংগঠনটির জাতীয় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন। জামায়াত-সংশ্লিষ্টদের অনুষ্ঠানে আসার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, এসবের কিছুই তিনি জানেন না।
প্রথম আলো - ১২ জুলাই
হায়রে বিচার.. হায় প্রধান বিচারপতি !
কোনও ঘটনায় আপনার ত্বরিত ও তড়িত্ প্রতিক্রিয়ায় আমার অশেষ মুগ্ধতা। সাধেই কি আপনাকে একবার ছড়া-সাংবাদিক বলেছিলাম!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মুগ্ধতা আমারও। জয়তু আকতার! এবারের ছন্দও বেশ সুচিন্তিত...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
জয়তু আকতার ! - আমিও বলে গেলাম।
-------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হ... জয়তু আকতার ছড়াকার...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
- জয়তু রাজাকার পোন্দানি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধন্যবাদ আ আ
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
নতুন মন্তব্য করুন