"সরকার" তোর আচরণ দেখে
পুরো জাতি আজ চোদনা
আর তুই বসে চর্চা করিস
গণতন্ত্রের বোধ, না !
নারী নীতি নিয়ে মোল্লারা ক্ষেপে
তবু দেখি তুই শান্ত
নপুংশকের ক্ষমতা কতো তা'
ওরা আগে থেকে জানত !
রাজাকারদের বিচার চাইলে
কস এটা তোর কাজ না
সারাদিন তোর বুকে বেজে চলে
শুধু সামরিক বাজনা !
মুক্তিযোদ্ধা আজো লাথি খায়
তোর দেশে, তুই চুপ রে
বুঝবি তখন লাত্থি যখন
পড়বে নিজের উপ্রে !
১৩ জুলাই ২০০৮
মন্তব্য
আকতার, কী আর বলবো! দুর্ধর্ষ!
নিজের প্রতিক্রিয়া যদি পারতাম এভাবে প্রকাশ করতে!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হুহ ! আপনিও বললেন আখতার ভাই !
আপনার ধারণা এ লাথি খেলে সরকার দুঃখ পাবে ! সরকার বেচেইন হয়ে বসে আছে কখন জামাত তার পাছায় কশে একটা লাথি মারবে, আর সরকার বেজায় খুশিতে তার পা চাটতে থাকবে।
মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিবো না ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
বরাবরের মতই দুর্দান্ত। আপনি পারেন ও!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
বেশ সুগঠিত ভালো লেখা। লিখতে থাকুন।
দিবাকর সরকার
যথারীতি দুর্দান্ত। সন্ন্যাসীদা'র সাথে গলা মিলিয়ে আমারো একই কথা। এভাবে যদি মনের কথাগুলো প্রকাশ করতে পারতাম!
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
খুব ভালো লাগলো
-অপূর্ব সোহাগ
ভবিষ্যতের জন্য জমা থাকলো
-জুলিয়ান সিদ্দিকী
আকতার - আপনার সব ছড়াই তো কমবেশী আকতারীয় হয়, কিন্তু এটা সত্যিই অপূর্ব!
জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এরা লাথি পড়লেও জাগবে না । এরা হাঁটু বাহিনী ।
--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
awesome
সেই রকম হইছে। *****
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
পুরা ফ্লাইং কিক হইছে এইটা। আকতার ভাই আপনাকে বিপ্লব
--------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আরেকটা যুদ্ধ দরকার।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ঝাক্কাস হইছে ভাই !
অসাধারণ।
--------------------------------------------------------
এক বন্ধু এই পোস্টটি পড়ে নিচের লাইনগুলো রচে ফেললেন।
"
করবি অচল 'সচল' তোরা
এই এঁটেছিস ফন্দি,
মুক্ত যত চিন্তা সবই
করবি ঠেঁসে বন্দি?
হায়রে বে-লাজ
বেলতলাতে যাবার ইচ্ছা এতই তোর,
খুব সহজেই ভুলে গেছিস
উনিশশ একাত্তর।
এবার কেবল ন্যাড়া মাথায়
পড়বে না তো পাকা বেল,
পুচ্ছদেশে বাঁশ ঢুকোবো
মাখবো না সেই বাঁশে তেল।
"
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
মনে হচ্ছে, আপনি নিজেই নিজের বন্ধু
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
উহু, ছড়া আমার আসে না কখনোই। এই বন্ধুটি প্রায়ই সচলায়তন পড়ে। ব্যান খাওয়ার খবর শুনে একাদিক্রমে পোস্টগুলো পড়তে পড়তে এই স্বভাবকবির ইচ্ছে হল নিজে কিছুটা জুড়ে দেওয়ার।
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
একদম টু দ্য পয়েন্ট লিখেছেন ছড়াটি। অভিনন্দন।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
খুব ভালো লাগলো। সাধুবাদ।
নতুন মন্তব্য করুন