লেখ, তবে রয়ে সয়ে

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ২৩/০৭/২০০৮ - ১২:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফুল পাখি প্রজাপতি
গাছ লতা পাতা নিয়ে
ক্যাডবেরি, চকলেট
জামা,জুতো ছাতা নিয়ে
আনমনে খোকা লেখে
অঙ্কের খাতা নিয়ে ।

সব্বাই তালি দেয়
ফের দেখি গালি দেয় -
“সারাদিন লেখালেখি
হাবিজাবি যা তা নিয়ে”

খোকা যেই লেখে বড়
সাহেবের “মাথা” নিয়ে !

২৩ জুলাই ২০০৮


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

আমিও মন্তব্য করলাম, রয়ে সয়ে। মন খারাপ


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

s-s এর ছবি

কখনো কখনো লেখে পিছে ধরা ছাতা নিয়ে
ছাতাধারী চাটুদের সুতোনড়া মাথা নিয়ে
না জেনেই না বুঝেই জলপাই গাঁথা নিয়ে?

সুন্দর ছড়া!
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

কীর্তিনাশা এর ছবি

আকতার ভাই, জবাব নাই!!
গুরু তোমার তুলনা নাই!!

----------------------------------
সচল আছি, থাকবো সচল!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

বান তাইলে ছুটলো?

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

স্নিগ্ধা এর ছবি

আকতার - আপনার ছড়া না পড়ে শুধু দেখেই মন ভালো হয়ে গেছিলো, আর পড়ার পর তো কথাই নেই!

যথারীতি চমৎকার ... হাসি

মৃদুল আহমেদ এর ছবি

ছি! ছি! ছি! বড় সাহেবের মাথা নিয়ে লেখা! ভাবাই যায় না! ছি!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আলমগীর এর ছবি

সিরাম হইছে। ৩বার পড়ে তবেই বুঝলাম।

সৌরভ এর ছবি

রয়েসয়ে, রয়েসয়ে!


আবার লিখবো হয়তো কোন দিন

আহমেদুর রশীদ এর ছবি

কারে ডরাই জানি না,তারপরেও ডর লাগে।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রয়ে সয়ে জাঝা কেম্নে দেয়?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুমন সুপান্থ এর ছবি

আকতার ভাই , বলেছি-ই তো আপনি লা-জবাব !!!

---------------------------------------------------------

আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

অচল আনি এর ছবি

দুর্দান্ত!!! জাঝা দেই কেম্নে???
তয় খোকাটা ভারি বেয়াড়া!!!...
-------------------------------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!!

------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!

নিঘাত তিথি এর ছবি

ইয়ে, মানে...
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

সবজান্তা এর ছবি

বড়দের ঘাটাইলে বিপদ হবানি ......


অলমিতি বিস্তারেণ

লুৎফর রহমান রিটন এর ছবি

আকতার তোমার এই ছড়াটা সাংকেতিক এবং সাংঘাতিক!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

ভূঁতের বাচ্চা এর ছবি

ছড়াডা পইড়া বড়গো মাথায় কাডাল ভাইঙ্গা খাইতে মন চাইতাছে ।
বরাবরের মতন এবারও অসাধারণ হয়েছে ছড়াটি।

--------------------------------------------------------

দ্রোহী এর ছবি

ওরে সর্বনাশ! আকতার ভাই, আপনাকে চুম্মা‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍!!!!!!!!!!!!!!






কী ব্লগার? ডরাইলা?

আকতার আহমেদ এর ছবি

সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা (.. রয়ে সয়ে)

মুশফিকা মুমু এর ছবি

দারুন লিখেছেন!
কি আর করা মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ছড়া-কল আবার চালু তাহলে!
রয়ে সয়ে বলতে পারবো না। এক কথায় - দুর্দান্ত!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।