ভালোবাসার মুল্য দিতে “পতি”
করল সবার (নাকি নিজের) ক্ষতি
হাওয়া যখন লাগল পতির পালে
চোখ দুটো তার পড়ল গিয়ে খালে
বউকে তিনি দেবেন এ' খাল তোফা
(নইলে নাকি বাঁধবেনা বউ খোঁপা !)
তাই পতি তার চেয়ার থেকে নামে
ডানে ছিলেন,অমনি সরেন বামে
এটাই প্রেমের প্রথম স্মারক তা না
তাহার সকল কীর্তি সবার জানা
ভালোবাসার মুল্য দিতে শেষে
বিবেকটাকেই বুটের তলায়
দেয় চাপা খুব হেসে !
২৫ জুলাই ২০০৮
মন্তব্য
খাল কেটে কুমির আনা যায়... কিন্তু কাটা খাল দখল করে ভরাট করলে সেথায় কি আসে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমরা কেন পদ্মা-মেঘনা-যমুনা এখনও দখল করে ফেলিনি ভেবে খুব মন খারাপ হচ্ছে। আমরা কি তবে পিছিয়ে আছি? ডাচরা সমুদ্র ভরাট করে বাড়িঘর তুলে ফেলছে, আর আমরা কয়েকটা নদীও ঠিকমতো দখল করতে পারি না!
হাঁটুপানির জলদস্যু
হিমু, চিন্তাটা একটু বড় করো। পদ্মা – মেঘনা দিয়ে কি হবে? বঙ্গোপসাগরটা দখলের চিন্তা করো।
আকতার ভাই, লাল সেলাম।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
- বঙ্গোপসাগর ভরাট হৈলে আমি ঠিক মাঝগাঙে একটা প্রমোদ-হেরেম বানাতে চাই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বিবেকটাকেই বুটের তলায়
দেয় চাপা খুব হেসে !
..হক কথা।
ভাই রয়ে সয়ে লিখুন। নারী আন্দোলনের নেতানেত্রীরা আবার আপনাকে বলবে এটা নারী বিদ্বেষী সাহিত্য। পতি তো রাষ্ট্রের; তা তিনি যদি এক নারীর পতির মত আচরণ করেন তাহলে তার জন্য চেয়ারটা মানে, চেয়ারটার জন্য তিনি যে আনফিট তা প্রমাণিত হল।
@হিমু
পদ্মা, মেঘনাও কিন্তু দখল হচ্ছে। মেঘনায় সেতুতে জাহাজ বাঁধে, আবার জেটি নির্মাণ করার প্রতিযোগিতা, সেতু তৈরির খরচ কমানোর জন্য নদীর প্রস্থ কমিয়ে নাব্যতা বিনষ্ট সহ ঢাকার বিখ্যাত সিকদার মেডিক্যাল কলেজ নির্মিত হয়েছে একেবারে নদীকে মেরে ফেলে, নদীর মধ্যেই। আমাদের রাষ্ট্রপতি নাহয় একটা খালই দিয়েছেন তার স্ত্রীকে!!!!
___________________
সহজ কথা যায়না বলা সহজে
বিবেকটাকেই বুটের তলায়
দেয় চাপা খুব হেসে !
..মোক্ষম।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
লাল সালাম আকতার ভাই
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শেষটা কিন্তু দারুন হয়েছে বরাবরের মতই।
ভাবছি আকতার ভাইয়ার শিষ্য হবার জন্য আবেদন করেই ফেলব।
--------------------------------------------------------
সবাইকে ধন্যবাদ
হ ছড়াটা প্যারা প্যারা(শক্ত মিস্টি) লাগছে।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
হ ছড়াটা প্যারা প্যারা(শক্ত মিস্টি) লাগছে।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
নতুন মন্তব্য করুন