ছ্যাঁকাচ্ছড়া - ০২

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: শুক্র, ০৮/০৮/২০০৮ - ৮:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আঁকা :শরীফ উদ্দীন
ছ্যাঁকাচ্ছড়া - ০১

প্রথম ছ্যাঁকার পর হাবু ঝুঁকে গাঞ্জায়
প্রেমের সঙ্গে "জব" গিয়ে পুরো মান যায়
পাত্তা দেয়না আর পুরনো সে' সার্কেল
হাবুর মাথায় যারা ভেঙে খেত নারকেল
কাছে পেলে খোঁচা দেয় যদু-মধু সব্বাই
("ছ্যাকা হাবু" বলে ডাকে সিনিয়র রব ভাই !)

হাবু যেন দুই চোখে দেখে শুধু আন্ধার
এমন সময় আসে কবি এক শানদার..
হাবু থাকে তার সাথে ভিড়বার চেষ্টায়
(যদিও কাকের চেয়ে কবি বেশী দেশটায় !)
সারাদিন কাটে রোজ কবিতার আড্ডায়
শাহবাগ থেকে ফেরে পায়ে হেঁটে বাড্ডায়
চশমার ফাঁক দিয়ে দেখে তার আশপাশ
পাঞ্জাবি পরে আহা গরমে কী হাসফাস !
একদা পেপার খুলে হাবু খায় চক্কর
তার কবিতার সাথে গুরু "আবু বক্কর"
আলোচনা করেছেন, সাথে সে' কী উচ্ছাস-
"এই ছেলে মেধা দিয়ে করে "সবকুছ" চাষ !"
কবিতাটা পড়ে এক মেয়ে তার ফ্যান হয়
(হাবুর জীবন থেকে হতাশা-রা "ব্যান" হয় !)

দিন-রাত ঘোরে কাটে কোন কাজে মন নেই
সবকিছু যেন ওই মেয়েটার জন্যেই
কোলাহল থেকে দুরে ঝোপঝাড়.. ডার্কেই
দুজনেই বসে থাকে, দেখা যায় পার্কেই..
এইভাবে কেটে যায় "সুখময়" দিন মাস
চারদিন বাকি ছিল পুরো হতে তিন মাস
হুট করে নেমে আসে একগাদা টেনশন
(গাঁজা ছেড়ে ততোদিনে হাবু ধরে বেনসন)
সকাল দুপুর যায় মেয়েটার খোঁজ নেই
(আজিজের ফ্লোরে বসে ভাবুক সে পোজ নেই)
এলোমেলো ভাবনায় কাটে টানা দুই দিন
কলম কিনতে গিয়ে বলে ফেলে- সুই দিন
ফোন করে - "দু:খিত.." ভেসে আসে রিপ্লাই
(এতো দেরি করে কেন, বাটনতো টিপলা-ই)
ধীরে ধীরে শংকায় ঢেকে যায় চারপাশ
হাবুর স্বপ্ন উড়ে হয়ে তুলো কার্পাস.....

একদিন সক্কালে এসএমএস এ সংবাদ-
প্রিয় হাবু আজ থেকে সব রঙ-ঢঙ বাদ
আব্বুর ইচ্ছেতে বিয়ে করি গতকাল
তুমি বল এইভাবে ঘুরে ফিরে কতো কাল !
বাবা চায় মেয়ে বর কক্ষনো কবি নয়
ভেবনা আবার আমি করেছিনু অভিনয় !
বাবার দাবীর কাছে প্রিয়তম, হনু রোধ
যদি পার ভুলে যেও সবকিছু, অনুরোধ
ওসব কবিতা ছেড়ে করো কাজ-কাম বা'র
হাবুর জীবনে এটা ছ্যাঁকা, দুই নাম্বার !


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

ছ্যাকুমাইসিন না খেলে প্রেম ঠিক হজম হতে চায় না
তাই ভালো ভালো প্রেমিকরা শুরুতেই দুচারটা ছ্যাকুমাইসিন খেয়ে নেয়

ওটা ভবিষ্যতে কাজে লাগে

আর আকতারের নিজের অভিজ্ঞতাগুলোও বেশ ভালো...

স্নিগ্ধা এর ছবি

কিছুদিন আগে আপনি নামকরণের সার্থকতা বিষয়ে যা যা বলেছিলেন তা তো দেখি অক্ষরে অক্ষরে মিলে গেলো, হাবু যে সত্যিই 'হাবু' !!

আর, ইয়ে, দ্বিতীয় লাইনটা কেমন যেন লাগলো - আপনাদের লেখা ছড়া পড়ে পড়ে ছন্দের কান তৈরী হয়েছে কিনা জানিনা, তবে একটি ফ্র্যাঙ্কেন্সটাইন তৈরী হয়েছে ঠিকই দেঁতো হাসি

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ স্নিগ্ধা আপা ।
দ্বিতীয় লাইনে মনে হয়না কোন ত্রুটি আছে .. মাত্রাবৃত্তে লেখা ছড়াটার গঠন এরকম -
প্রথম ছ্যাঁকার পর হাবু ঝুঁকে গাঞ্জায়
(৩+৩+২)=৮ (২+২+৪)=৮
প্রেমের সঙ্গে "জব" গিয়ে পুরো মান যায়
(৩+৩+২)=৮ (২+২+২+২)=৮

আমার সমস্যা হলো কোন কিছু বুঝাতে গিয়ে পেজগী লাগিয়ে দিই এবং আমার মনে হয় মাত্রা বিষয়ে ইতিমধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছি ! মন খারাপ

নিঘাত তিথি এর ছবি

স্নিগ্ধা'দি,
ছন্দ ঠিকই আছে। তবে আকতার ভাই মনে হয় মাত্রাজ্ঞান দিতে গিয়ে সত্যিই পেজগী লাগিয়ে ফেলেছেন (মানে আমরা যারা ছড়ার ছন্দ মাত্রা দিয়ে না বুঝে কেবল সেন্স থেকে বুঝি তাদের জন্য)। আমি সহজ সমাধান দেই শুনুন, এভাবে পড়ুন- একসাথে পড়ুন "প্রেমের সংগে জব", এরপর একটা পজ দিয়ে আবার একসাথে পড়ুন, "গিয়ে পুরো মান যায়"।
কি আকতার ভাই, ঠিক আছে না? হাসি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

আকতার আহমেদ এর ছবি

কি আকতার ভাই, ঠিক আছে না?

আবার জিগায় !!

রেনেট এর ছবি

হাহাহাহা আকতার ভাইয়ের তুলনা নাই। দাঁড়ান একটু গোলাগুলি করে নেই
গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সবজান্তা এর ছবি

হাবুর গুরু হিসেবে কি এখানে মহাকবি লীলেনকে ইঙ্গিত করা হচ্ছে নাকি ? তাইলে কিন্তু তীব্র পেরতিবাদ !


অলমিতি বিস্তারেণ

সবজান্তা এর ছবি

হাবুর গুরু হিসেবে কি এখানে মহাকবি লীলেনকে ইঙ্গিত করা হচ্ছে নাকি ? তাইলে কিন্তু তীব্র পেরতিবাদ !


অলমিতি বিস্তারেণ

ইশতিয়াক রউফ এর ছবি

হা প্রেম, হায় ছ্যাঁকা! এক কালের "প্রতীক্ষিতা" আজ ঠিক ১৩ দিন হয় পরের ঘরে "পরিণীতা"। হাসি

মাহবুব লীলেন এর ছবি

তাড়াতাড়ি শিরনি দেন
বড়ো বাঁচা বেঁচে গেছেন

রাফি এর ছবি

এক কালের "প্রতীক্ষিতা" আজ ঠিক ১৩ দিন হয় পরের ঘরে "পরিণীতা"।

ইশতিয়াক ভাইও দেখি কবি হয়ে যাচ্ছেন; 1/cos এর পার্শ্বপ্রতিক্রিয়া নাকি?
নাকি ঘটনা ততদূর গড়ায় নাই?
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

অনিন্দিতা এর ছবি

দারুণ।
চালিয়ে যান।

তানবীরা এর ছবি

সব সময় কি মেয়েদের দোষ। সচলে এটা আশা করি নাই।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মাহবুব লীলেন এর ছবি

সব সময় কি মেয়েদের দোষ। সচলে এটা আশা করি নাই।

এইটা কী বললেন?
দোষতো মেয়েরাই করে
ছেলেরা জন্মসূত্রেরই নির্দোষ এবং নিষ্পাপ
একজন শিক্ষিত মানুষ হয়ে এটাও জানেন না?

মেয়েরই হচ্ছে সকল দোষের খনি
(আরবি শব্দটা খুঁজে পাচ্ছি না। না হলে রেফারেন্স দিয়ে দিতাম)

আকতার আহমেদ এর ছবি

সব সময় কি মেয়েদের দোষ। সচলে এটা আশা করি নাই।

দেখেন..
আব্বুর ইচ্ছেতে বিয়ে করি গতকাল
তুমি বল এইভাবে ঘুরে ফিরে কতো কাল !
বাবা চায় মেয়ে বর কক্ষনো কবি নয়
ভেবনা আবার আমি করেছিনু অভিনয় !
বাবার দাবীর কাছে প্রিয়তম, হনু রোধ
যদি পার ভুলে যেও সবকিছু, অনুরোধ

এই আব্বু/বাবা-টা তো পুরুষই.. নাকি ! আর এখানে মেয়ের দোষ তো নয়-ই.. বরং পিতার প্রতি অনুগত এক মেয়ের পরম অসহায়ত্ব ও চরম ত্যাগ-কেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে !

মুশফিকা মুমু এর ছবি

অসাধারণ! অসাধারণ! অসাধারণ!
খুব মজা পেলাম পড়ে দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

জি.এম.তানিম এর ছবি

তুমুল...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মৃদুল আহমেদ এর ছবি

আকতারের ছ্যাঁকাচ্ছড়া প্রমাণ করে যে সে কত শক্তিমান ছড়াকার। লম্বা ছড়া দেখে হয়ত অনেকে ভয় পেতে পারে, কিন্তু আশ্চর্য একটা ছড়া এটা, আসলেই! আকতার... আপনিও হালায় মানুষ না... আস্ত একটা ছড়াকার...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অবাঞ্ছিত এর ছবি

হা হা হা হা হাহা হা ...

এই বাপেরা অনেক পেজগি লাগায়। ঘটনা সত্য। .. জোশ ছড়া

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

আকতার আহমেদ এর ছবি

সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা !

দ্রোহী এর ছবি

হাবুরে আর হাবুর গুরুরে কেমন চেনা চেনা লাগতেছে!!!!!!!!!!


কী ব্লগার? ডরাইলা?

কীর্তিনাশা এর ছবি

আকতার ভাই ছড়াটা তুমুল হইছে।
তয় এখন কন এই হাবু আর হাবুর গুরুটা ক্যাঠা?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শেখ জলিল এর ছবি

চমত্ কার!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

খেকশিয়াল এর ছবি

আকতার ভাই, ছড়াটা যথারীতি কড়ড়া হইসে, কিন্তু নিজের কাহিনী নাকি ভাই ? দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আবু রেজা এর ছবি

উত্তম! অতি উত্তম হিউমারাস!

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।