ব্রেকিং নিউজ : মারা গেছেন ফিটার লীলেন

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ২৮/০৭/২০০৮ - ৪:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

মহামতি (স্বর্গীয়) মাহবুব লীলেনমহামতি (স্বর্গীয়) মাহবুব লীলেন

সুস্থ্য আছেন?- জিগাইছিলাম
জনাব ফিটার লীলেনকে
জবাব আসে - "জীবিত নাই"
(তাইলে জবাব দিলেন কে?)

প্রশ্ন করি - "সত্যি মৃত?"
রাইগা বলেন - তাইলে কী..
সত্যি বলেই ধরে নিবি
এই “জি-টক”এ যাই লেখি ।

সচল ব্রেকিং নিউজ হলো -
একটু আগেও জ্যান্ত ছিলেন
(নিজের দেয়া তথ্য মতে)
মারা গেছেন ফিটার লীলেন !


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

এই পোষ্টের সমস্ত দায় (স্বর্গীয়) মাহবুব লীলেনের । এর সাথে নাদান ছড়াকারের কোন সম্পর্ক নেই । অধম নিতান্তই আজ্ঞাবহ মাত্র !

সবজান্তা এর ছবি

উনার আত্মা সদা শান্তিতে থাকুক।

পরপারে উনাকে ডিভিশন , এবং আরো আধাখানা হুর বেশি দেওয়ার জন্য তীব্রভাবে রিকমেন্ড করছি।


অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি
সবজান্তা এর ছবি

আপনে তো মিয়া আপনার ভাগের সত্তুরটা আর আমার ভাগের তেষট্টিটা নিয়া গ্যালেন। আমি আমার ভাগের সাতটার থিকা আধাটা দিলাম।

নিজের জন্য থাকলো সাড়ে ছয়টা। মন খারাপ


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

আহারে বড় ভাল লোক ছিলেন !
( রশীদ ভাই কই ? হেরে লাগব, চল্লিশায় বান্দরবনের জিনিস খামু )

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আহমেদুর রশীদ এর ছবি

এই ভাই,জিনিস জিনিস বলবেন না।আমি আর ক্যামেলিয়া এর ব্রান্ডিং করছি।হায় হায় আমাদের ব্রান্ড ম্যানেজার লীলেন কই গেলো রে!এখন থেকে জিনিস বলবেন না।বলবেন-হোয়াইট লেবেল।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

খেকশিয়াল এর ছবি

হোয়াইট লেবেল খামু !! দেঁতো হাসি
কিন্তু নাম হোয়াইট লেবেল কেন ?

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আকতার আহমেদ এর ছবি

টুটুল ভাই ,আপনার ব্রান্ড ম্যানেজার লীলেনের খোঁজ পাওয়া গেছে । আমি ডিটেইল জাইনা আসতেছি শিঘ্রি ..

রাফি এর ছবি

এমন একটা খবর দিলেন!
মারা গেছেন ফিটার লীলেন?
লোকতো উনি ভালই ছিলেন.

নাকি আপনি ফাঁপর নিলেন?

---------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

জিফরান খালেদ এর ছবি

জটিলজ...

এনকিদু এর ছবি

এই লোকটাকে জ্যান্ত থাকতে সামনাসামনি দেখা ইচ্ছা ছিল । কেমনে মরল কেউ জানেন ? কি করলে জ্যান্ত হবে কেউ জানেন ? মরে গেলেও কি সচলায়তনে লেখালেখি করা যায় ? এই সুযোগে একটা পরীক্ষা হয়ে যাবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন...
তাহার পোষ্য ইঁদুরদের এখন কি হইবে গো?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

থার্ড আই এর ছবি

তাহার পোষ্য ইঁদুর ছাড়াও তিনখানা উঁকুন ছিলো, উহারা সহমরনে গিয়াছে কিনা এই বিষয়ে বিস্তারিত কিছু জানা গেলোকি ?
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

পলাশ দত্ত এর ছবি

ছড়াটা পড়ে খুব ভালো লাগলো আকতার।

থ্যাংকু।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

রায়হান আবীর এর ছবি

আলহামদুলিল্লাহ। চল্লিশা কি আসলেই বান্দরবনে হইবো?

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

কীর্তিনাশা এর ছবি

এই মাত্র বিশেষ স্বর্গীয় সূত্রে খবর পাইলাম - ফিটার লীলেন -এর আগমন বার্তা শুনিয়া ঈশ্বর মৃগি রোগীর ন্যায় কাঁপিয়া তারস্বরে কাঁদিয়া স্বর্গ হইতে পলায়ন করিয়াছেন। কি কারনে তিনি ইহা করিয়াছেন তাহা বিশদ ভাবে এখনও জানা যায় নাই।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিষাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অম্লান অভি এর ছবি

off topic: It's really we are unban! Thanks Lord, thanks those earth son's.

গত রাতে তিনটার সময় হঠাৎ চুরি থেকে মন ঘুড়িয়ে সাধু হলাম! কি আশ্চর্য্য আমি এমনি এমনি পেয়ে গেলাম। উন্মোচনের দ্বার! কষ্ট করা কেষ্টরা ধন্যবাদ! একজন পাহাড়াদার কি উপহার হিসাবে পেলাম?
সে যাই হোক- সাধু, সাধু, সাধু.........আমার চুরি বন্ধ হলো!

কিন্তু লীলন ভাই কি মারা গেল! এই কী সেই লীলেন এক মুখ দাড়ি? তবে ইঁদুর কারা?

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

আলমগীর এর ছবি

মরার আগে এটা সেটা কিছু খাইতে চাই নাই? কেউ দিতে পার্ছিল তো? আহারে!

লুৎফর রহমান রিটন এর ছবি

না, কিছু খেতে চায়নি তবে আরেকবার পড়তে চেয়েছিলো মনজুরুলের (নাকি মনজুরাউল?) ‘বাংলাদেশের সাহিত্য > স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক লেখাটি কিন্তু দ্বিতীয়বার মারা যাবে এই আশঙ্কায় তাকে সেটা দেয়া হয়নি।

তার মৃত্যুতে বাংলাদেশে ‘ক্ষমাপ্রার্থী’ একজন লেখকের সংখ্যা হ্রাস পেলো!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

মাহবুব লীলেন এর ছবি

এইবার মনে হলো মরলে বিদেহী আত্মার শান্তির সত্যি সত্যি একটা ব্যবস্থা আছে
ব্যবস্থাটা করে দেবার জন্য রিটনভাইকে ধন্যবাদ

মৃদুল আহমেদ এর ছবি

রিটন ভাই আপনে পারেনও... আমার তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অছ্যুৎ বলাই এর ছবি

লীলেনদার নববিবাহিত জীবন সুন্দর হোক। এইটা কয় নাম্বার মরা? চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সৌরভ এর ছবি

কে এই সর্বনাশ করলো?
লোকটাকে আস্ত মেরে ফেললো?


আবার লিখবো হয়তো কোন দিন

সুমন চৌধুরী এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন! মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করি চোখ টিপি

ছড়াটা কিন্ত পুরা কোপাকুপি হইছে! দেঁতো হাসি

নজমুল আলবাব (লগাইতে আলসি লাগে) এর ছবি

পৃথিবী আজ তার অতি বদ এক পাবলিকরে ভক্ষণ করিল। সবাই শুকরিয়া করেন।

মাহবুব লীলেন এর ছবি

এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি ভালো একটা লোক ছিলাম
এতো ভালো যে জানলে অত আগে মরার চিন্তা করতাম না...

এনকিদু এর ছবি

আপনি আসলেই মরেছেন তাহলে, বেশ বেশ ।
মরার পর আপনাকে কি কবরে দিয়েছিল নাকি চিতায় ?
কেউ কি ফুল ছুঁড়েছিল অন্ত্যেষ্টিক্রিয়ায় ?
মরে টরে গিয়ে স্বর্গে মজা লুটছেন বুঝি 'জমায়' ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নিরিবিলি এর ছবি

কুলখানির দাওয়াতটা দিয়ে মরলে ভাল হতো না?!হাসি

মাহবুব লীলেন এর ছবি

কুরিয়ারে দুগগা ভাত পাডান ভাইজান...কুরিয়ারে দুগগা ভাত পাডান ভাইজান...পরকালে কিচ্ছু নাই। না হুরি না আঙ্গুর
আগের হালারা সব খাইয়া থুইয়া গেছে

এই দেখেন
লাঞ্চের সময় বাটির মধ্যে মাছের ছবির সিল মাইরা আমারে কয়- খা

বিপ্লব রহমান এর ছবি

মহাশয়ের কী দোজখে মেরলিন মনরো, লিজ টেলর --প্রমুখর সঙ্গে সাক্ষাত হয় নাই! আহ আহা রে!...মন খারাপ

তা সেই কাব্য+ব্লগ প্রতিভাময় পালিত উকুন তিনখানার খবর কী? তাহারাও কী একই সঙ্গে ইন্তেকাল ফরমাইয়াছে?


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রণদীপম বসু এর ছবি

লীলেন লীলেন ডাক পারি
মরলো খেয়ে কার বারি
আয়রে লীলেন ব্লগে আয়
ভুত হয়েই নয় ফিরে আয় !

আহা ! আল্লাহ তারে স্বর্গ ও নরক কোন বাসীই যাতে না করে। নইলে তারে ভুতের বেশেই ফিরা পামু কেমনে ? আমিন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

টুটুল এর ছবি

মহামতি লীলেন এর মৃত্যুতে জাতী আজ গভীর সংকটে নিমজ্জিত :(। এই উপলক্ষ্যে আইজুদ্দিন ... ফকরুদ্দিন আর মইনুদ্দিন পৃথক পৃথক বানীতে শোককে শক্তিতে পরিণত করতে বলেছেন। যাতে সেই শক্তি থেকে বিদ্যুত উত্পাদন করা সম্ভব হয় চোখ টিপি

আহারে মন খারাপ

তানবীরা এর ছবি

আবার আসিব ফিরে, এই সচলের তীরে .........। ঠিক না লীলেন ভাই

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍পরজনমে আমার জন্য বরাদ্দ সমস্ত হুর নিঃশর্তে বিতরণ করতে চাই। আগ্রহীরা সময় থাকতেই যোগাযোগ করুন। চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

থার্ড আই এর ছবি

কবরবাসী লীলেন মাহবুব ক্যামুন আছেন এই বিষয়ে একটা বিশেষ সাক্ষাতকার প্রচার করা যায় কিনা সেই বিষয়ে ভাবতাছি। তবে কবরের ভেতরের ছবি ছাপালে লোকজন বিষয়টাকে কিভাবে নেবে সেটাও চিন্তার বিষয়।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

রেনেট এর ছবি

অ। এই নি কান্ড! লীলেন ভাই জীবিত থাকতে বলছিলেন নরকে আমার জন্য সিটের ব্যবস্থা করবেন। ঐটার কথা কিছু কইছে নাকি আকতার ভাই?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আকতার আহমেদ এর ছবি

মহামতি লীলেনের মৃত্যু সংবাদে রেটিং দিল কেডা রে !!

নুরুজ্জামান মানিক এর ছবি

ফিটার লীলেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আসুন আমরা মিলাদ পড়ি । এখানে অধমের রচিত একটা মিলাদ শরিফ দেয়া হল-

আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়েদেনা মাওলানা মুহম্মদ
ওয়ালা আলে সাইয়াদেনা মাওলানা মুহম্মদ ।।

এশকে তোমার সকল সৃজন ওই আকাশ আর এই জমিন ;
রহমতেরি স্বরুপ তুমি রাহমাতাল্লিল আলামিন ।।

এক পলকে নুর ঝলকে সব তমসা করলে লীন ;
রহমতেরি স্বরুপ তুমি রাহমাতাল্লিল আলামিন ।।

তপ্ত মরু সিক্ত করে ফোটালে ফুল সাত রঙ্গীন;
রহমতেরি স্বরুপ তুমি রাহমাতাল্লিল আলামিন ।।

পড়েন দরুদ মজনু সমস্বয়ং রাব্বুল আলামীন;
রহমতেরি স্বরুপ তুমি রাহমাতাল্লিল আলামিন ।।

তুমি আল্লাহর জ্যোতি ঝলমল হে সিরাজুস সালেকিন ;
রহমতেরি স্বরুপ তুমি রাহমাতাল্লিল আলামিন ।।

দিলের ভিতর মিলের মেলা মায়ার খেলা বাজায় বীন;
রহমতেরি স্বরুপ তুমি রাহমাতাল্লিল আলামিন ।।

গ্রহরাজির রশ্নিরেখা তোমার নুরেই রয় নবীন;
রহমতেরি স্বরুপ তুমি রাহমাতাল্লিল আলামিন ।।

কতটুকু জানি তোমায় না চিনে হায় বাড়ল ঋণ
রহমতেরি স্বরুপ তুমি রাহমাতাল্লিল আলামিন ।।

নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মুশফিকা মুমু এর ছবি

omg এটা গুটোগুটির শির্ষে দেখে প্রথমে চমকে গেলাম, আপনারাও পারেন!!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দ্রোহী এর ছবি

ফিটার লীলেনকে জটিল ফিট দিলেন আকতার ভাই দেঁতো হাসি


কী ব্লগার? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।