"কেমন আছেন ফিটার লীলেন মরার পরে এ' পাড়ে
জানতে ভীষণ ইচ্ছে সবার" .. কন দেখি এই ব্যাপারে
ভালো ছিলাম সুখেই ছিলাম যখন ছিলাম নরকে
সন্ধ্যে বেলা শাস্তি শেষে যেতাম পাশের সড়কে
সবাই মিলে ইচ্ছে মতো খেতাম সাধের জরিনা
(ভাগ্যে যদি নরক ছিলই ক্যান যে আগে মরি না.. )
এত্ত সুখের নরক থেকে স্বর্গে এলেন কী করে?
এইতো তুমি ঢুকাই দিলা হাতটা আবার শিকড়ে
হুরের লোভে ক্যাচাল করে আইসা পড়ি স্বর্গে
তখন কী আর বুঝছিরে ভাই মুন্ডু যাবে খড়গে
আইসা দেখি হুর নাতো সব দুষ্টু পাজী ডাইনি
ভাবতে পার এই ক'দিনে এক ফোঁটা মদ পাইনি!
যতোই বলি ভদকা খামু হুর গুলারে ডাইকা
ঝামটি দিয়া কী কয় জান, যা দিয়েছি তাই খা !
সারাটাদিন ঝাড়ির উপর রাখছে আমায় ভাইরে
এর চেয়ে ফের মরণ ভালো,দুখের সীমা নাইরে !
হুরের লোভে নরক থেকে স্বর্গে ফেরত আইসা
পড়ছি পচুর গিয়ানজামে, গেছিরে ভাই ফাইসা !
মন্তব্য
মহামতি স্বর্গীয় লীলেন এখন যে গান গান
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
দারুণ লিখেন আপনি, ছড়ায় ছড়ায় মনের কথা!
লিখতে যদি পারতাম এমন, পেতাম কোনো শ্রোতা?
বজ্জাত হুরগুলা দেখছি দাড়ির ইজ্জত ঠিকই রাখছে।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
মরবার পরেও বেচারারে কেউ শান্তিতে থাকতে দিতেসেনা
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
মহামতি লীলেনের আত্মার শান্তি কামনা করছি!
এইখান পুড়াই কড়ড়ড়া হইসে !
লীলেনদার শুভবুদ্ধি হউক, উনি আবার স্বর্গ হইতে নরকে প্রত্যাবর্তন করুন, এই কামনায় তুলে ধরি এক পেগ রশীদ-ক্যামেলিয়ো হোয়াইট লেবেল ...
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হায় লীলেন! হায় লীলেন!
মূর্তালা রামাত
আহারে বেচারা পুরা মাইনকা চিপায় পড়ছে !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আহারে লীলেনে ভাই কবে মারা গেলো ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আপনার এই কাব্য প্রতিভায় কাজ বাদ দিয়ে সাইন ইন না করে পারলামনা। অসম্ভব ভালো লিখেছেন।
ছবিটাও একদম ঝাক্কাস!
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
পরপার থেকে করা লাইভ রিপোর্টিং দারুণ হয়েছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হাসতে হাসতে গড়াগড়ি! বেচারা লীলেন ভাই, মইরাও শান্তি পাইতেছে না! আশা করি, উনার শুভবুদ্ধির উদয় হবে খুব তাড়াতাড়ি এবং উনি অতি শীঘ্রই পুনরায় নরকে ফিরিয়া যাইবেন!
লীলেন ভাই, আপনার মনে হয় খবর আছে!
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
লীলেন ভাই এর মৃত্যু পর - মহাপুরুষের পদধূলিপ্রাপ্ত তীর্থস্থান শুদ্ধস্বরে বাদজুম্মা একটা মিলাদ মাহফিলের আয়োজন করলে কেমন হয় ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
স্বর্গে যাবার কতগুলা নিয়মের মধ্যে প্রধানতম নিয়ম জৈবিক যে কোন ইশারা থেকে দূরে থাকা ও যে কোন নেশা পরিহার করা------সঙ্গত কারণেই ওখানে হুরগুলো সামনে দিয়ে ঘোরাঘুরি করা ছাড়া আর নেশামুক্ত বেহেশত রাখা ছাড়া কোন কাজেই আসবে না -----এ তো বলাইবাহুল্য! বেচারা মহামতি লীলেন পার্থিব জগতের (অভ্যস্ত) এই দুই মায়া ছাড়া ওখানে যে আত্মহত্যা করে পুনরায় পৃথিবীতে পদার্পন করে নাই সে তো আল্লার ভাগ্য। তবে দুনিয়ার মানুষের এখন সাবধান হবার দরকার আছে কারণ লীলেনের পরামর্শ দেবার এবং প্রভাবিত করার ভয়ংকর ক্ষমতা আছে যা সে ইতিমধ্যে হয়তো শুরু করে দিয়েছে আল্লাহ্ র সাথে----- বেহেশতে পোড় খাওয়া ভাগ্য নিয়ে সে এখন মরিয়া হয়ে কি পরিমানে আমাদের জ্বালিয়ে খাবে ভাবতেই কাটা দিচ্ছে গায়ে!
খেকশিয়ালের নামকরণকৃত মদ পান করার জন্য অধীর আগ্রহী আমি- পারলে আপনি আমাকে এক পেগ টেস্ট করতে দিয়েন---
লেখাটা অসম্ভব মজার হয়েছে আকতার------- আপনি তো ছড়া লেখনীতে দেখি দুর্দান্ত!
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
"হুরের লোভে ক্যাচাল করে আইসা পড়ি স্বর্গে
তখন কী আর বুঝছিরে ভাই মুন্ডু যাবে খড়গে
আইসা দেখি হুর নাতো সব দুষ্টু পাজী ডাইনি
ভাবতে পার এই ক'দিনে এক ফোঁটা মদ পাইনি!"
আহারে বেচারা !
সত্যি এই অবস্থা নাকি আকতার ভাই?
ছড়া অসম্ভব সুন্দর হয়েছে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ভাই এতো সুন্দর মিলান কেমনে। লীলেন এর দ্বিতীয় মরণ কামনা করছি।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
রেডি থাকেন...
মরিয়া আবার ...বাঁশ হাতে দাঁড়াইলেন কেমনে?
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
...আছিলা বাঁশের ছবি দেইখা বিশাল শক খাইলাম !
ঈমানে কইতেছি ..ঐপারে এমুন বাঁশ পাওয়া যায় জানলে এই পোস্ট আমি জীবনেও দিতাম্না !
ফিটার লীলেন দাস
সঙ্গে রাখেন বাঁশ
হাঁস দেখলেই
করেন হাসঁ-ফাঁস!
---
ওরে বেক্কল ছড়াকার... (বিপ্লব)
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
ঝাকানাকা ছড়া হয়েছে, আরে ছড়া পড়েতো আমারই মরতে ইচ্ছে করছে। ফারদীন খান মরলে পড়ে আমিও মরে যাবো নে।
কিন্তু লীলেন ভাই "ফীটার লীলেন" কেনো তাতো বুঝলাম না।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আমি প্রার্থনা করি মাহবুব লীলেন শতায়ূ হোক। তবে জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে মজা করাটা কেমন নিষ্ঠুর মনে হচ্ছে। আকতার আহমেদ 'আ-কাম"-এও পটু দেখি!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
সুখে থাক লেখক সচলায়তনে এবং উদ্ধৃত মহামতি লীলেন স্বর্গে কিংবা নরকে তবু নেগেটিভ ছবিতে।
কাঁটা বৃক্ষ আর যাতনার শিহরণ নিয়ে পজিটিভ, তেলেটিভ অথবা হাস্যটিভ মন্তব্য করুন- জীবন বাঁচবে, বাঁচবে পাঠকের মন্তব্যও। তবে আমি আমার মন্তব্য দেই- কারণ মডুরা পড়ে অথবা নাম দেখে ডিলিট করে।
কানে কানে যাক লেখকের কাছে- লেখা সুখ পাঠ্য। চলুক, কেউ বলুক আর না বলুক। ভাবছি মন্তব্য থেকে হাত উঠিয়ে নেব। কারণ 'মন যোগ তব্য' না হয়ে 'মন যোগ অজ্ঞ' হয় কিনা!
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
লাস্ট আপডেট ঃ
স্বর্গে লীলেনের সর্বশেষ অবস্থার খোজ নিতে
গত দিবাগত রাতে মোরাকাবায় বসলাম
স্বর্গে হন্যে হয়ে তাকে খুজলাম
কিন্তু পেলাম না
সিদরাতুল মুন্তাহা ও জিল্লিয়াত পর্যন্ত
ভ্রমন শেষে নিরাশ হয়ে ফিরে এলাম
পিছন ফিরে দেখি ফিটার লীলেন
জিগাইলাম ব্যাপার কি
তিনি বললেন তার পরিচয় জানতে চাওয়া হলে
তিনি মুখ ফসকে বলে ফেলেছেন "তিনি একজন কবি "স্বর্গে শান্তি রক্ষার স্বার্থে তাকে বহিস্কার করা হয়েছে
এবং পুনরায় তাকে দুনিয়ায় ফেরত পাঠানো হয়েছে
প্রায়শ্চিত্য আর ভুল শোধরানোর জন্য
লীলেনের সাফ কথা -
"মানিক ভাই কানে ধরেছি কোবতের পথে আর না "আমি মনে মনে বলি -
"লীলেন কোবতে কি চিজ তা তুমি এখনও টের পায়নি তুমি তাকে ছাড়তে চাইলেও সে তোমাকে ছাড়বে না "
নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
জটিল। ফিটার লীলেন নিজেই ফিট খেলেন!!!!!!!!
কী ব্লগার? ডরাইলা?
বাঁশ ঝাড়ে বাঁশ কাঁটে ফিটার লীলেন
সযতনে কাঁটা বাঁশের আঁগাটা ছিলেন
এতদিন হিরো ছিল এখন ভিলেন
ছড়াকার ভয়ে ভয়ে ঢোক গিলেন
আসিতেছে বাঁশ হাতে ফিটার লীলেন
আকতার ভাইয়ের জন্য শুভকামনা...
------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!
------------------------------------
জয় বাংলা ব্লগিং! জয় সচলায়তন!!
নতুন মন্তব্য করুন