• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

জন্মদিনের ছড়া, ভালবাসায় গড়া !

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ১২/০৮/২০০৮ - ১২:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রোদেলা  (জন্ম : ১২ আগষ্ট ২০০৬)রোদেলা (জন্ম : ১২ আগষ্ট ২০০৬)

রাত-দিন বাসাটাকে তুলে রাখে মাথাতে
রাজ্যের আঁকিবুকি নোটবুক,খাতাতে
পড়ার টেবিলে উঠে একা একা দাঁড়াবে
লিখতে বসলে, গিয়ে চেয়ারটা নাড়াবে
এলোমেলো করে দেবে যা "না" করে তা ধরে
(পুতুলগুলোকে তবে রাখে বেশ আদরে! )
আনমনে ছড়া কেটে দেয় হাততালি সে
বকা খেলে টুক করে মুখে গুঁজে বালিশে
একটু আদর দিয়ে যদি বলি- "কে এটা?"
ফিক করে হেসে ফেলে অভিমানি মেয়েটা !

এইভাবে একরাশ দুষ্টুমি ছড়িয়ে
সারা'খন রাখে হাসি ,মমতায় জড়িয়ে !


মন্তব্য

স্বপ্নাহত এর ছবি

শুভ জন্মদিন রোদেলা মণি :)

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

খেকশিয়াল এর ছবি

হাহা হাসি দেখেই মন ভরে গেল, উপরে চারটা দাঁত, নিচে তিনটার মাথা দেখা যায় হাহাহা ।
জন্মদিনে অনেক শুভেচ্ছা রোদেলা মনি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ক্যামেলিয়া আলম এর ছবি

তীব্র ইচ্ছে হল আপনার মেয়েটাকে ছন্দের কিছু বাক্য পাঠাতে----কিন্তু পুরোপুরি অপারগ আমি।

রোদেলা চত্ত্বর-------রোদেলা ঘাটলা--------রোদেলা মানুষের পরম মমতায় ভরে থাকুক রোদেলা জীবন। আর কোন মন খারাপের মনে টুকুস করে রোদ হয়ে গিয়ে মনটা আলোয় ভরিয়ে দিও পরে।

অনেক শুভ কামনা বাচ্চার আর তাঁর মায়ের জন্য।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

মুজিব মেহদী এর ছবি

রোদেলা রোদেলা থাকুক।
................................................................
আমরা তা-ই করি, বন্দিরা যা করে
আমরা তা-ই করি, বেকারেরা যা করে :
আমরা ফলিয়ে যাই আশার আবাদ।
(মাহমুদ দারবীশ)

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মাহবুব লীলেন এর ছবি

এই মেয়েটা জানলই না কতটা রোদেলা হয়ে থাকল তার প্রথম জন্মবার্ষিকী...

সুমন সুপান্থ এর ছবি

শুভ জন্মদিন রোদেলা । বড় হও । বড় মানুষ হও ।

---------------------------------------------------------

আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হাসি-খুশির রোদ-ছড়ানো ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍রোদেলাকে জন্মদিনের আদর।

আর তার জনক-জননীকে অভিনন্দন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

নিরিবিলি এর ছবি

শুভ জন্মদিন রোদেলা। জন্মদিনে অনেক আদর আর শুভেচ্ছা রইলো। :)

শরীফ উদ্দীন এর ছবি

অনেক অভিমানি রোদেলা :)

অম্লান অভি এর ছবি

রোদেলা'র শুভ জন্মদিনে পিতা হোক বাহন
স্পর্শ ছোয়ায় রোদেলা হোক সত্যের মাতন
শুভ্র সকাল আর এক খানা রোদেলা দিন
হোক প্রাণবন্ত জীবন ভর, বাজুক বিন
তবে মুর্চ্ছনার ধ্বনি দিক আবাহন
পুচ্ছ মেলুক দিন আর দ্বীন আসমান।

ছোট্টমনির আদর নিয়ে জীবন সাজুক
পিতৃ স্নেহে বড় হোক ছোট্ট লাজুক।

আগামী শ্বাশতের জন্য
আগামী মহতের জন্য
রোদেলা দীর্ঘায়ু প্রজন্ম বহনের জন্য।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

রায়হান আবীর এর ছবি

শুভ জন্মদিন (মোম)

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

রেনেট এর ছবি

রোদেলা মণিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

রোদেলা মণি কে শুভ জন্মদিনের অনেক অনেক অনেক আদর! :)
রোদেলা মণি খুবি সুইট :)
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওলে ওলে! পুচ্চি লোদেলা মনিকে জন্মদিনের আদল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নিঘাত তিথি এর ছবি

ওরে বাপরে, কি প্রাণবন্ত হাসি রে! সত্যি যেন রোদ ঝিলমিল করছে চারিদিকে। ওকে শুভেচ্ছা জানাবো কি, যে চঞ্চল, নিজেই সব আয়োজন করে আবার এলোমেলো করে নিক। তবুও শুভেচ্ছা সোনাটা।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

আদিত্য এর ছবি

আহা কখন যে বাবা হবো? কি দারুন ও দুর্দান্ত অভিজ্ঞতা আপনার! আহারে সোনালী দিন, যদি আবারো একবার একদিনের জন্যও হাসতে পারতাম শিশুর মতো! অনেক অনেক প্রীতি আপনার প্রাণের কন্যাটিকে...cheers!

ভূঁতের বাচ্চা এর ছবি

প্রস্ফুটিত গোলাপ মনে করিয়ে দেয়
রোদেলার কথা
যার রঙ সবে দেখা দিয়েছে
মৃদুমন্দ বায়ুতে সুগন্ধির আভাস
যার সকল কিশলয় অর্ধফোটা।

রোদেলা বাবুকে জন্মদিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

--------------------------------------------------------

সুমন চৌধুরী এর ছবি
নুরুজ্জামান মানিক এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍রোদেলাকে জন্মদিনের আদর।

নুরুজ্জামান মানিক
************************************

বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মৃদুল আহমেদ এর ছবি

রোদভরা আকাশ ও পৃথিবীর জন্য
বেঁচে থাকা মানুষেরা বোধ করে ধন্য...
তারই মাঝে মাঝে কিছু স্বর্গীয় উপহার
করে দেয় জীবনকে সত্যি অনন্য!
খুলে দেয় স্বর্গের রোদেলা সে জানালা...
আকতার, তুমি বড় সুখবর জানালা!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

তারেক এর ছবি

শুভ জন্মদিন রোদেলাবুড়ি। মিষ্টি রোদের মতন হাসি থাকুক মুখে সবসময়।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

কন্যার জন্মদিনে পিতা-মাতাকে শুভেচ্ছা।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রাফি এর ছবি

শুভ জন্মদিন রোদেলামণি!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

কীর্তিনাশা এর ছবি

ইস্ কি আদুরে মেয়ে!
দেখলেই মনটা, রোদে যায় ছেয়ে।

শুভ জন্মদিন রোদেলামনি! তোমার মা-বাবার মুখেও এমন হাসি জাগিয়ে রেখ আজীবন।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শ্যাজা এর ছবি

শীতার্ত সকালের মিষ্টি রোদের ওম মাখা শুভেচ্ছা রোদেলা..

সোনাটা হয়ে মা-বাপির বুক জুড়ে থাক সারাটি জীবন..


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

শেখ জলিল এর ছবি

রোদেলা ছোট্টমণিকে জন্মদিনের শুভেচ্ছা।
চমত্ কার ছড়ার জন্য মেয়ের বাপকে ধন্যবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

শুভ জন্মদিন। রোদেলার জন্য আদর ও শুভ কামনা।

মূর্তালা রামাত এর ছবি

শুভ জন্মদিন, রোদেলা.......

মূর্তালা রামাত

মূর্তালা রামাত এর ছবি

শুভ জন্মদিন, রোদেলা.......

মূর্তালা রামাত

নজমুল আলবাব এর ছবি

শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ

জন্মদিন রোদেলা সোনা।

ভুল সময়ের মর্মাহত বাউল

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ওয়াও !
সো সুইট আপনার মেয়েটা, আকতার ভাই !!
ওর এই জন্মদিনে অনেক অনেক অনেক আদর।
আর আপনাদেরকে অভিনন্দন।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

পিচ্চি রোদেলাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর আদর। :-)

স্নিগ্ধা এর ছবি

যেমন মিষ্টি মেয়ে, তেমন সুন্দর তার নাম, আর তার চেয়েও অনেক অনেক মজার হোক তার জন্মদিন -

শুভ জন্মদিন, রোদেলা!!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বড় হও, আলোকিত হও; রোদেলা।
অনেক আদর, শুভকামনা।

আকতার আহমেদ এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ, রোদেলা ও তার বাপ মা'র পক্ষ থেকে ! আমি ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করব সে'দিনের জন্য, যে'দিন এই পুঁচকিটা জানবে কী বিস্ময়কর কান্ডটাই না ঘটেছিল তার জন্মদিনে ! কৃতজ্ঞতা আবারও

ধুসর গোধূলি এর ছবি

- আমাদের রোদেলামণিকে আমার দিনটির সকল শুভাশীষ উৎসর্গ করলাম! :)

অনেক অনেক শুভকামনা তার জন্য।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

লেট লতিফ আমি সর্বশেষে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তিনদিন সচল বিরতিতে গেছিলাম। এই ফাঁকে এতকিছু ঘইটা গেলো?
আকতার ভাই... আপনের মেয়ে তো অতিরিক্ত বেশি কিউট... আহ্... ভালো লাগলো... তারে অনেক আদর... আমার নিধির পক্ষ থেকেও তারে আদর।

আপনার মেয়ের নাম যে রোদেলা জানতাম না... আমার মেয়ের নাম নিয়া যখন পেরেশান ছিলাম... নানাজনে নানা নাম প্রস্তাব করতেছিলো... তখন হুমায়ূন ফরিদী তার নাম রাখছিলো রোদেলা... 'ন' এর অত্যাচারে সেই নাম বিদায় হইছে... নাইলে আপনার আর আমার মেয়ের একই নাম হইতো এতদিনে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আবু রেজা এর ছবি

মিষ্টি হাসি
মিষ্টি নাম রোদেলা।
রোদেলাকে শুভেচ্ছা!

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

লুৎফর রহমান রিটন এর ছবি

বাবা মায়ের সংসারে তুই
ভালোবাসার চাদর,
মা রোদেলার জন্মদিনে
অনেক অনেক আদর।

মিষ্টি মেয়ে রোদেলার দ্বিতীয় জন্মদিনে কানাডা থেকে রিটন চাচার দুইলক্ষ চুমু।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

রিটন ভাই যদি সত্যি সত্যি দুই লক্ষ চুমু দিতে যান তাইলে কিন্তু খবরাছে ... আপনের যেই জাঁদরেল মোচ :D

হ্যাপী বাড্ডে পিচ্চি রোদেলা :)
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

লুৎফর রহমান রিটন এর ছবি

... আপনের যেই জাঁদরেল মোচ

রোদেলা মামনিটার জন্যে আমার এই মোচ না হয় বিসর্জনই দিলাম!

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।