লিটনের ফ্ল্যাটে ডেট ঠিক হয়, সময় সকাল আটটা
উত্তেজনায় দুরু দুরু বুক, কেঁপে ওঠে যেন খাটটা
অতীতের সব স্মৃতিগুলো এসে হৃদয়ে জাগায় তাড়না
এইবার যেন বলতে না পারে- তুমি ঠিকমতো পার না !
মনে মনে চলে মহড়া, হঠাত্ দরজায় হবে নক.. কে ?
আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুম নেমে আসে চক্ষে
ঘুম ভেঙে দেখে "মিস কল" কুড়ি,ঘড়িতে এগারো ঘটিকা
("এনার্জি পিল" ভেবে খেয়েছিল বেচারা ঘুমের বটিকা !)
মন্তব্য
গুল্লি পুরা গুল্লি!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অসাধারণ! হাসতে হাসতে গড়াগড়ি! ভীষণ মজার হয়েছে ছড়াটা। আপনি আসলেই এক আশ্চর্য ছড়াকার
[কান কথা: তা ভাই, জীবন থেকে নেয়া নয় তো? :-D]
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
খেক খেক খেক চরম চরম ! জীবন থেকেই নেয়া বোধ হয় খেক খেক খেক
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
পোলাপাইন বদ হয়া গ্যাছে দেখতাছি ! কী সব আজেবাজে কথা কয় খালি.. আস্তাগফেরুল্লাহ ..!!
ছড়াটা লেখার সময় কি নাউযুবিল্লাহ পড়ছিলেন...। হা হা হা...
নির্বাক
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
আপন গুণে ভূবন বিচার করতাছে .............
জববর হইছে
("এনার্জি পিল" ভেবে খেয়েছিল, বেচারা ঘুমের বটিকা !)--
আহারে!
এত সুন্দর কবিতা আপনি কেমনে লিখেন বলেনতো ?
মারভেলাস! এই ছড়া প্রাইমারি স্কুলের টেক্সট বুকে যোগ করা হোক।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
পোলাপাইনরে ইঁচরে পাঁকা বানাচ্ছেন আকতার ভাই।
*****
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
কিসসু বলার নাই...আকতার ভাই আপনি পারেনও...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আকতার ভাইয়ের জীবনে ঘটে যাওয়া নিয়ে বাদবাকি সচলদের এমন হাসি-তামাশা আর গুলি চালানো আমি একদমই মেনে নিতে পারছি না।
আকতার আই, আপনার দুঃখে আমি সমব্যথী।
বি.দ্রঃ ছড়াটা একদম । পাঁচে পাঁচ।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হ ভাই.. আসেন.. দুইজনে কুলাকুলি করি !
দেখলেন, আক্তার, দেখলেন মানুষজনের কান্ডটা?! কারো দুঃখ নিয়ে যে এমন হাসাহাসি করে এরা ......
ছড়াটা নিদারুণ ভালো বলতে চেয়েছিলাম, কিন্তু সমবেদনার ভারে কিছুই বলতে পারছি না ...
কী আর বলতাম স্নিগ্ধাদি' ... পোলাপাইনগুলা এতো পাকছে.. নাহ.. মুরব্বী হিসেবে এবার আপনার একটা কিছু করাই লাগবে ! আর কোন উপায় দেখতেছিনা
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
মজার।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
হেঃ হেঃ.....
আকতার ভাই ফ্রেন্ডলী ফায়ারে পুরা ধরা!
কী ব্লগার? ডরাইলা?
ক'দিন আগে আকতার সাহেব আমাকে জানালেন, তাঁর অবস্থা এখন এ রকম:
মানে, তাঁর নাকি চলছে রাইটার'স ব্লক। অথচ এরই মধ্যে তিনি লিখে ফেললেন মৃদুলের জন্মদিনে আর আজকেরটা মিলে দুর্ধর্ষ দু'টি ছড়া।
আল্লা আমারে এই রকম রাইটার'স ব্লক দ্যায় না ক্যান
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
টেকনিক
ডাইভারসিটি
বক্তব্য
হিউমার এবং স্বকীয়তা
বাংলা ছড়ায় এই জিনিসগুলোর সর্বোচ্চ দখল সম্ভবত এখন আকতারের হাতে....
আমি বেশি না বললে বছর বিশেক পরে আমার কথাগুলো হয়তো অন্য কেউ প্রমাণ করবে
০২
আকতারের উচিত প্রিন্ট মাধ্যমে যাওয়া
পত্রিকা এবং বই
অসাধারণ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আর কিতা কইতাম!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
মধু খান আকতার ভাই, মধু খান ...। ছড়ায় জাঝা।
হাঁটুপানির জলদস্যু
ভালো লাগলো।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
আমি আর কী বলবো, আমার কথা সবাই এভাবে আগেই লিখে ফেললে হবে কীভাবে! তাই পাঁচ দিয়ে কেটে পড়লাম।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
সবাইরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাইতেছি পইড়া কমেন্টানোর জন্য ।
আপ্নের হাতে মুরীদ হইলাম বস।
কেম্নে লেখেন এইসব যাদুকরী ছড়া!!
নতুন মন্তব্য করুন