একটি বিকেল একটি মঞ্চ একটি বিশাল মাঠ
একটি আঙুল একটি স্বপ্ন একটি কবিতা পাঠ
একটি শপথ একটি লক্ষ্য একটি উথাল সাত
একটি আঘাত একটি আদেশ একটি ভয়াল রাত
একটি লড়াই একটি স্লোগান একটি বারুদ-ঘর
একটি শকুন একটি বুলেট একটি ডিসেম্বর
একটি পতাকা একটি স্বদেশ একটি পিতার লাশ
একটি মানুষ একটি জাতির রক্তের ইতিহাস !
মন্তব্য
অসাধারণ! অসাধারণ!! অসাধারণ!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
দারুণ লিখেছেন।
পাঁচ তারা।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
স্রেফ অসাধারণ!!!
যত বিভিন্ন আঙ্গিকে ছড়া লেখা সম্ভব, একের পর এক সব দুর্ধর্ষ ছড়া লিখে আমাদের মুগ্ধ করেই যাচ্ছেন আকতার ভাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
মানবিক কিউ ঘুমিয়ে আছে! তাই শেষ রাতের মন্তব্য এখনোও গন্তব্যে পৌঁছায়নি।
মনে হয় লিখেছেলাম-
তাঁকে স্মরি তোমা ছড়া মাঝে
..............................
তুমি তো সেই যে এই দিবসের জন্য করেছিলে কিছু এক! মহান ধারণ করে মহান হৃদয়। সাধুবাদ।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
অসাধারণ!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
চমৎকার, যেমন সবসময়
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সত্যিই অসাধারণের উর্ধ্বে।
মূর্তালা রামাত
সবাইকে ধন্যবাদ
নতুন মন্তব্য করুন