রাজার পোলারা বেঁচে থাক

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ২৬/০৮/২০০৮ - ১১:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

"বাথরুমে পড়ে মাথা ফাটিয়াছে
মহামতি রাজপুত্র !"
জানাল বিশেষ সূত্র

এমন খবর মানা যায়?
অতএব গাড়ি ভাঙচুর কর
লাগাও আগুন , জানা যায় -

গতকাল এই ক্যাচালে পড়িয়া
একজন মারা গ্যাছে ! থাক..
”বোকা পাব্লিক” মরে টরে তবু
রাজার পোলারা বেঁচে থাক


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ও রে, জব্বর‍! ফাটাফাটি!
সাধেই কি কই ছড়া-সাংবাদিক?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেনেট এর ছবি

হৈ মিয়া, রাজার পোলার সাথে আম জনতার তুলনা করেন ক্যান?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মাহবুব লীলেন এর ছবি

খালি রাজপুত্তুর হলে এক কথা ছিল
ইনি একই সাথে রাজপুত্তুর আর রাণীপুত্তুর
তাকে লালন পালনের খরচতো একটু বেশি হবেই

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সে তো মাথা ফাটিয়েই খালাস... কিন্তু আপনে যে একের পর এক ফাটিয়েই চলেছেন?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

onindita এর ছবি

আবার ও দুর্দান্ত!
আপনি কিভাবে যে এত চমৎকার ছড়া লিখেন।

খেকশিয়াল এর ছবি

ছড়া-সাংবাদিক নামটা একদম খাসা হইসে ! ছড়া সংবাদটাও !

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অমিত আহমেদ এর ছবি
হিমু এর ছবি

আগুন, সিম্পলি আগুন!


হাঁটুপানির জলদস্যু

তারেক এর ছবি

ভয়াবহ ছড়া!!
কিন্তু
কোথাও যদি একটু রাজার পোলার নামটা থাকতো ছড়ার মইধ্যে...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতিথি লেখক এর ছবি

ফাটাফাটি, খাসা, সালাম, সালাম।
লাল সালাম

ধূসর মানব

কীর্তিনাশা এর ছবি

আহা হা ! রাজার পুতের মাথা ফাটছে শুইনা খুবই দুঃক্কু পাইছি। দিলে বড় ধরফর ধরফর কষ্ট হইতাসে। তারে যখন রিম্যান্ডে নিয়া োয়া ফাটানো হইছিল তখনো এত দুঃক্কু পাই নাই!!

আকতার ভাই, এই দুঃখময় ছড়ার জন্য আপনারে পাঁচতারা দিয়া বাধিত করলাম। দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুন!
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

পলাশ দত্ত এর ছবি

দ্যাখেন রাজার পোলাকে নিয়ে কিছু বলবেন না; তবে বললে আমি খুশি হবো!

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

হাসান মোরশেদ এর ছবি

' ...তবু বাঁচবেই গনতন্ত্র'
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দৃশা এর ছবি

রাজার পোলার হুদা মাথাই ফাটসে?...কাঁইকাল ভাঙ্গে নাই?
অতিব উমদা ছড়া।
---------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

নজমুল আলবাব এর ছবি
তানবীরা এর ছবি

নিহত ব্যবসায়ীর বউ এর আর্তনাদের ছবি এসেছে একটা মাত্র কাগজ এ আর জুবাইদার চোখের জলের ছবি এসেছে প্রায় সব কাগজ এ। এইতো আমরা ।

বিবিসিতে বি।এন।পি নেতা বললেন তারাও নিহতের পরিবারকে সান্ত্বনা দিবেন। আশাকরি সান্ত্বনা খেয়ে তাদের পেট ভরবে !!!!

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দুর্দান্ত এর ছবি

অত্ত নাজুক মাথা, একটু জোড়ে কোঁত দিলেই তো পাক্কা ডালিমের লাহান ফাইট্টা যাবার কথা, আরে তিনি তো টাট্টিখানার শানের উপর আছড় পাছাড় খাইয়া পড়ছেন।

...ছোটমিয়া তো আগের থেইকাই zombie হইয়া আছেন, দেয়াল - মেঝেতে নাকি এখন তেনার আর কিচ্ছুটি হয়না।

হিমু এর ছবি

রাজপুত্রকে সহি কায়দায় শৌচাগার এস্তেমাল প্রশিক্ষণ দেয়া জরুরি। তিনি আবার আরেকদিন পিছলা খেয়ে পড়লে তাঁর চামুন্ডাবৃন্দ রাস্তাঘাটে আবারও ভাংচুর করতে পারে। নাগরিকের জানমালের নিরাপত্তা এখন রাজপুত্রের শৌচাগারিক দক্ষতার ওপর নির্ভরশীল।


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍নাগরিকের জানমালের নিরাপত্তা এখন রাজপুত্রের শৌচাগারিক দক্ষতার ওপর নির্ভরশীল।

মন্তব্যে (বিপ্লব)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

সবাইকে ধন্যবাদ আর মন্তব্যে "বিপ্লব"

দ্রোহী এর ছবি

অসাধারণ!!!!!!!!!!!! আকতার ভাই, অসাধারণ!


কী ব্লগার? ডরাইলা?

জ্বিনের বাদশা এর ছবি

আকতার ভাই, বলা হয়নি কখনও হয়ত কিন্তু আপনার ছড়া অসম্ভব উপভোগ করি

এটাও সেরকম হয়েছে বলাই বাহুল্য

কিন্তু তাও, এছড়াটায় কি একটু অনিচ্ছাকৃত নমনীয়তা এসেছে?

লোকটা কি ক্যাচালে পড়ে মারা গেছে, না তাকে হত্যা করা হয়েছে?
(অবশ্য "রাজার পুতের কারণে বোকাপাব্লিকের খুন হওয়া"টাকে যদি "ক্যাচালে পড়ে মারা যাওয়া"র মতো একটা নির্দোষ ব্যাপার হিসেবে দেখিয়ে স্যাটায়ার করে থাকেন, তাহলে অন্যকথা)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আকতার আহমেদ এর ছবি

ধন্যবাদ কমেন্টের জন্য ।

অবশ্য "রাজার পুতের কারণে বোকাপাব্লিকের খুন হওয়া"টাকে যদি "ক্যাচালে পড়ে মারা যাওয়া"র মতো একটা নির্দোষ ব্যাপার হিসেবে দেখিয়ে স্যাটায়ার করে থাকেন, তাহলে অন্যকথা)

আপনার এই ধারণাটাই ঠিক । তবে "ক্যাচাল" শব্দটা ইনভার্টেড কমা-র ভেতরে রাখলে মনে হয় আর কনফিউজড হওয়ার সুযোগ থাকত না । ধন্যবাদ আবারও

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।