গর'র পুয়া গর'ত তা'বি

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ০১/০৯/২০০৮ - ২:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:


বদ্দা তুরা ওদোওদি কিল্লে গর'র হইজ্জে
এক ফেমিলির মানুষ আ'রা এক ডুলইনুত চইজ্জে
গর'র পুয়া গর'ত তা'বি
কিল্লে হ'তো বা'রে যাবি
গোস্সা লাইলি দরজা বাধি মেডিত ফরি গইজ্জে
ফাত্তি ন যাইত পিছদি আ'রার ভালবাসার দইজ্জে !


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

ওদোওদি=শুধুশুধু, কিল্লে=কেন, হইজ্জে=ঝগড়া, আ'রা=আমরা, ডুলইনুত=দোলনায়, চইজ্জে=চড়া, গর'র পুয়া=ঘরের ছেলে, তা'বি=থাকবি, কিল্লে=কেন, হ-তো=বলতো, বা'রে=বাইরে, লাইলি=লাগলে, মেডিত=মাটিতে, ফরি=শুয়ে, গইজ্জে=গড়াগড়ি কর, ফাত্তি ন=পারবিনা, যাইত=যেতে, পিছদি=পেছনে ফেলে, আ'রার=আমাদের, দইজ্জে=নদী

হাসান মোরশেদ এর ছবি

এটা ভালো করেছেন ,একেবারে অভিধান সমেত হাসি
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নজমুল আলবাব এর ছবি
সৌরভ এর ছবি

দাঁত ভেঙে গেছে। হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

আকতার আহমেদ এর ছবি

বুঝতে পারছি, বদ্দাকে লাগবে এটা তরজমা করে দেয়ার জন্য । বদ্দা হন্ডে ?
(হন্ডে = কোথায়) চোখ টিপি

খেকশিয়াল এর ছবি

চরম হইছে !!!!!

গোস্সা লাইলি দরজা বাধি মেডিত ফরি গইজ্জে
ফাত্তি ন যাইত পিছদি আ'রার ভালবাসার দইজ্জে !

এই লাইনটা বেশী জোস !! অ'ন আঙ্গো বাইয়েরা এডি বুজলেই হ'র ইয়ে, মানে...

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আবু রেজা এর ছবি

আকতার আহমেদ লিখেছেন:

গোস্সা লাইলি দরজা বাধি মেডিত ফরি গইজ্জে
ফাত্তি ন যাইত পিছদি আ'রার ভালবাসার দইজ্জে quote]

একমত। ঘটনা পরম্পরা যতটুকু বুঝতে পারছি তাতে এ কবিতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছি।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

মুশফিকা মুমু এর ছবি

হিহিহি কোন দেশের ভাষা এটা আকতার ভাই? ঠিক সময়মত লিখেছেন চলুক
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দৃশা এর ছবি

ঠিক ঠিক বেকে বুইজলে অয়।
----------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

স্নিগ্ধা এর ছবি

বুঝেছি বুঝেছি, ধাক্কিয়ে ধাক্কিয়ে হলেও বুঝতে পেরেছি হাসি

হযবরল এর ছবি

এব্বেরে ফাডাই ফালাইয়ো অদ্দা।
দারুণ।

হিমু এর ছবি
সুমন চৌধুরী এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

খুঁড়িয়ে খুঁড়িয়ে পাঠোদ্ধার করলাম! হাসি
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

অনিশ্চিত এর ছবি

বাপরে! গুল্লি

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍খাড়ান! আমিও একটা ছড়া লিখবো বগুড়ার ভাষায়। কোনও পাদটীকা বা "মেইড ইজি" ছাড়াই! হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।