৫ | লিখেছেন জুলিয়ান সিদ্দিকী (তারিখ: শুক্র, ০৫/০৯/২০০৮ - ১:৪৫পূর্বাহ্ন)
আর পারি না তোগো জ্বালায়
সামাল দিমু ক্যামনে হালায়!
ডেকচি আছে তাও তো মানি
ফুটা-ফাটা ক্যামন জানি-
সব মালেরে এক আগুনে
আলুপটললাউবেগুনে
য্যামনে পারি মিশাল দিয়া
রাখতে হবে হিয়া!
কে আছে আর আমার মতন জনদরদিয়া?
____________________________________ ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
মন্তব্য
বাহ ! জবর হৈসে।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
জোস হইছে
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
বরাবরের মতো!!!
হ্যাঁ, বরাবরের মতোই............ অসাধারণ।
কী ব্লগার? ডরাইলা?
আর পারি না তোগো জ্বালায়
সামাল দিমু ক্যামনে হালায়!
ডেকচি আছে তাও তো মানি
ফুটা-ফাটা ক্যামন জানি-
সব মালেরে এক আগুনে
আলুপটললাউবেগুনে
য্যামনে পারি মিশাল দিয়া
রাখতে হবে হিয়া!
কে আছে আর আমার মতন জনদরদিয়া?
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
- ঠেইকাই রইছি বাল।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সচলায়তন বাংলা ফন্ট আবার দেখতে পাচ্ছি, ছড়াংবাদিক (ছড়া সাংবাদিক)আপনার ছড়ায় পাঁচ তারকা !
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
জটিল।
মোক্ষম!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আকতার আহমেদ আরও বলতে চেয়েছিলেন:
উপায় কুনো না দেইখা, ভাই,
এমন ছড়া লেখসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
ভালো লাগলো।
মূর্তালা রামাত
নতুন মন্তব্য করুন