দু'মুখো এ'নীতি কতো আর

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ০৮/০৯/২০০৮ - ১১:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


জামাতের সাথে একসাথে বসা
একদা করিয়া বয়কট
সৌদি দূতের ইফতারে গিয়া
তাহারা আবার হয় “কট”

নিজামীর সাথে হাসি হাসি মুখে
জিল্লুর করে মোলাকাত
(তাহাতে ভোটের সংখ্যা বাড়িল
নাকি হইয়াছে ঝোলা কাত)

মুখে সেক্যুলার চেতনার বাণী
রাতের আঁধারে ফতোয়ার..
দু'মুখো এ'নীতি কতো আর !


মন্তব্য

মূর্তালা রামাত এর ছবি

অসাধারণ!!!!!!!!!

মূর্তালা রামাত

আলমগীর এর ছবি

নামাজ পড় যদি
মনে হিংসা রেখে
নামাজ হয় না কবুল
বলছেন যেন কে।

মুসলমান-মুসলমান ভাই-ভাই
এইবারের মতো (আলীগের) মাফ চাই।

হাসি

কীর্তিনাশা এর ছবি

চলুক
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আবু রেজা এর ছবি

সত্যি সত্যি প্রশ্ন জাগে মনে--
এই ভাবে কত আর?!?
রাজা - নীতি সব এক
জনগণ খাবে মার?!?

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

রাফি এর ছবি

এইবার ষোলকলা পূর্ণ হল আকতার ভাই।
শিরোনামে (বিপ্লব)

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

সুমন চৌধুরী এর ছবি
হিমু এর ছবি
অতিথি লেখক এর ছবি

এই দুই মুখো রাজনী্তির কারনে আমদের দেশে স্বাধীনতা বিরধীরা শুধু রাজনী্তিতে পুনরায় কায়েম হয়েছে তাই না বরং আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে । তাই দোষী শুধু রাজাকাররাই না সাথে এরাও।
নিবিড়

সবজান্তা এর ছবি

লেখাটা সিরাম হইছে আকতার ভাই, সিরাম। সচলায়তনে গত কয়দিন ধইরা ডান-বাম নিয়া যে গুরুগম্ভীর আলোচনা হইতেছে, তার মধ্যে কমেন্ট করার সাহসই পাই না, তাই আপনার এই লেখাটায় কমেন্ট করতে পাইরা ভালো লাগসে দেঁতো হাসি


অলমিতি বিস্তারেণ

মাহবুব লীলেন এর ছবি

আওয়ামী লীগ বারবার মনে করিয়ে দেয় যে তারা মুসলিম লীগ থেকেই উত্তরাধিকার নিয়ে রাজনীতিতে এসেছে
এবং কোনো ধরনের আদর্শিক দ্বিমত ছাড়াই মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ আর পরে খালি আওয়ামী লীগ হয়ে ঘটনাক্রমে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে এক ধরনের ইমোশনাল সাপোর্ট আদায় করে নিয়েছে

না হলে আওয়ামী লীগের সাথে জামাতের জন্মগত কিংবা আদর্শগত পার্থক্য কোথায়?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ভণ্ডামিরও একটা সীমা-পরিসীমা থাকা দরকার!

ছড়া-সাংবাদিক তুখোড় ফর্মে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

যারা পড়ছেন এবং কমেন্ট করছেন সবাইরে ধন্যবাদ !

শেখ জলিল এর ছবি

সাবাশ! আকতারীয় ছড়া।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।