রাজনীতি আর রাজনীতিকের "গুণগত পরিবর্তন" আনার জন্যে দু'বছর ধরে কতো যোগ, কতো কর্তন !
কমতি ছিলনা কোন চেষ্টার মাননীয় সব উপদেষ্টার
অবশেষে জাতি গণতন্ত্রের পেল এক নয়া ভার্সন - "ম্যাডাম" থাকবে আজীবন, হয়ে দলীয় "চেয়ারপার্সন" !
অদ্ভুত! অসাধারণ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আহা, পার্টির মালিকানা তো আর উইল করে দেননি এখনো । আপনারা খালি খালি সমালোচনা করেন । ------------------------------------- "শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
------------------------------------- জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক, বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
যাবজ্জীবন! ----------------------------------------------------- We cannot change the cards we are dealt, just how we play the hand.
--------------------------------------------------------------------------- একা একা লাগে
আবার জিগায়!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আপনে কইলাম গণতন্দ্রের উন্নয়নে বাধা দান করতেছেন। কী ব্লগার? ডরাইলা?
রাজনীতির লাজনীতি নেই। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। অদূর ভবিষ্যতে পার্টির মালিকানা উইল করার নিয়মও চালু হবে আশা করি।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
জোস !! ফাটাফাটি !!!
--------------------------------------------------------
Back to the pavellion!
============================= তু লাল পাহাড়ীর দেশে যা! রাঙ্গা মাটির দেশে যা! ইতাক তুরে মানাইছে না গ! ইক্কেবারে মানাইসে না গ!
শুওরের বাচ্চারাই সভ্যতার নামে জিতে গেলো খুব।।
তবু ভাল এখনও কেউ আজীবন প্রধানমন্ত্রী বা উপেদষ্টা হয়ে যান নি ।
সবাইরে ধন্যবাদ !
মন্তব্য
অদ্ভুত! অসাধারণ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আহা, পার্টির মালিকানা তো আর উইল করে দেননি এখনো ।
আপনারা খালি খালি সমালোচনা করেন ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
যাবজ্জীবন!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আবার জিগায়!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
আপনে কইলাম গণতন্দ্রের উন্নয়নে বাধা দান করতেছেন।
কী ব্লগার? ডরাইলা?
রাজনীতির লাজনীতি নেই। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। অদূর ভবিষ্যতে পার্টির মালিকানা উইল করার নিয়মও চালু হবে আশা করি।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
জোস !!
ফাটাফাটি !!!
--------------------------------------------------------
Back to the pavellion!
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
শুওরের বাচ্চারাই সভ্যতার নামে জিতে গেলো খুব।।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
তবু ভাল এখনও কেউ আজীবন প্রধানমন্ত্রী বা উপেদষ্টা হয়ে যান নি ।
সবাইরে ধন্যবাদ !
নতুন মন্তব্য করুন