"শেখ জলিল" আজ সকলের দোয়া প্রার্থী !

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: শনি, ২০/০৯/২০০৮ - ২:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

জলিল ভা'য়ের পিসি হয়া গ্যাছে নষ্ট
একটু আগেই জানালেন ফোনে (কষ্ট)
সমস্যা নাকি হতে পারে হার্ড ডিস্কে
(তার মানে হলো ডাটা গুলা পুরা রিস্কে)
কনফার্ম হবে টেকনিশিয়ান আইলে
(কেমন প্যাজগি লাগল বুঝেন, তাইলে !)

এইটুকু ছিল সংবাদ, লগে আর্তি-
"শেখ জলিল" আজ সকলের দোয়া প্রার্থী !


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

আহা... কি শুনলাম এইটা!!!

ভুল সময়ের মর্মাহত বাউল

আলমগীর এর ছবি

এইটা টেকনিক্যাল কেইস।
দোয়া দিয়া তো কাম হইব না ইয়াদ হয়।
দ্রুত পিসি ঠিক হউক, কামনা।

মাহবুব লীলেন এর ছবি

আমিও বেকায়দায়
যে মোবাইল দিয়ে পিসির সাথে ইন্টারনেট কানেকশন দিতাম আজ দেখি পিসি সেই মোবাইলরে আর চিন্তে পারে না

বারবার বলে- কই কিচ্ছু তো লাগাও নাই
কানেকশন কার লগে দিমু?

ঝামেলায় আছি
যদি কানেকশনের দড়িতে সমস্যা হয় তবে না হয় দড়ি পাল্টাতে পারবো
কিন্তু আমার মোবাইলটাতেই সমস্যা হলে তো বিপদ

পুতুল এর ছবি

জলিল ভাইয়ের পিসির আসু রোগমুক্তি

**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সমবেদনা রইলো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

জলিল ভাইয়ের পিসির জন্য শুভকামনা রইল । আশা করি উনি পিসি সমেত অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসবেন ।

নিবিড়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নষ্ট হইছে তো চিন্তামুক্ত... আর কোনো ঝামেলা নাই। কিন্তু আমার মতো অবস্থা হইলে?

আমার ল্যাপটপ বোবা হইছে এক্কেরে। রাও শব্দ করে না কোনো। তার উপরে হইছে দুনিয়ার স্লো... তার উপরে কি কি য্যান আন্দাজেই হয়া যায়... কথা নাই বার্তা নাই মনিটর অফ হয়া যায়... কি যে করি...

সিদ্ধান্ত নিছি বড় হয়া আলমগীর ভাইদের মতো কম্পুটার বিশেষজ্ঞ হবো।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পরিবর্তনশীল এর ছবি

জলিল ভাইয়ের পিসি'র আশু রোগমুক্তি কামনা করছি।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রেনেট এর ছবি

জলিল ভাইয়ের জটিল সমস্যা
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ছড়া-সাংবাদিক, দেখি, শুধু রাজনীতিই নয়, অন্যান্য বিষয়েও রিপোর্টিং করে থাকেন হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শেষ বিচারের আসরে উকিল নিয়োগের ব্যবস্থা না থাকলে ক্যাম্নে কী!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

জলিল বাইরে মনে হয় ল্যাপটপ ডাকতাসে।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

বিপ্রতীপ এর ছবি

শিরোনাম দেখে ভাবলাম জলিল ভাই ইলেকশনে দাঁড়াচ্ছেন নাকি...
আকতার ভাইয়ের ছন্দের কারুকাজ দেখে বড্ড হিংসে হয় মাঝে মধ্যে...হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://biprodhar.com

ধুসর গোধূলি এর ছবি

- আমিতো আরেকটু হইলেই শ্লোগান দিছিলাম,
আমার মামু তোমার ভাই,
জলিল মামু, জলিল ভাই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

জলিল ভাইয়ের পিসি তাড়াতাড়ি আরোগ্য লাভ করুক, এই কামনা করি দেঁতো হাসি
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

শেখ জলিল এর ছবি

মনে হয় সকলের দোয়া আরও একটু লাগবে!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।