ছড়ায় ছড়ায় গল্প : মামা

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: রবি, ০২/১১/২০০৮ - ১১:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাঘ দেখে হেসে বলে বিল্লি -
কোত্থেকে এলে মামা, দিল্লি?

বাঘ বলে - আরে ধ্যাত্, দিল্লি না আগ্রা

-ওমা একী, পায়ে দেখি খানদানি নাগরা

বেড়ালের কথা শুনে বাঘ বলে - কাম, শু
নাগরা না নাগরা না এটা হলো পামস্যু
বড় বড় ব্যাঘ্ররা কেনে এই স্যু-গুলো

-মামা, মামা খুব বেশী দামী নাকি ওগুলো ?

: দামী মানে.. দাম দিয়ে কেনাটাও মুশকিল
এইসব নিতে লাগে টাকা, সাথে ঘুষ, কিল !

- ঘুস, কিল ওগুলো কি আগ্রার মুদ্রা?

: আরে বোকা হাদারাম ভুলগুলো শুধরা
মুদ্রার নাম কভু ঘুষ কিল শুনেছিস?
ওই নামে জীবনে কি টাকা কড়ি গুনেছিস?

-ওই নামে টাকা কড়ি? নানা মানে.. তবে কী
ইয়ে মানে.. ওই নামে.. ইয়ে মানে হবে কী ..

: ইয়ে টিয়ে বাদ দিয়ে লেখাপড়া করগে
শিক্ষার আলো দিয়ে জীবনটা ভরগে
জ্ঞানী হয়ে গাড়ি কিনে তা'তে বসে চড়গে
পশুদের মত বেঁচে শান্তিতে মরগে !

ব্যাঘ্রের কথা শুনে বেড়ালের হুশ হয়
ভাবে যদি "পুশ" হয়
সেই ভয়ে বেড়ালটা করে শুধু আমতা
ঠিক যেন ভুলে গেছে এগারোর নামতা
এগারো না এগারো না ওটা হবে তিন

বাঘ বলে - কোথা' ছিলি তুই এতোদিন
কোথা ছিল এতদিন তোর মা- বাবা
বার্লিন, মেক্সিকো নাকি আবাবা

বেড়ালটা কেঁদে বলে - মামা রে
বাবা ছিল ম্যানেজার মিশুদের খামারে
মিশু মানে চিনেছ তো, টিসুদের খালাতো..
যাকে দেখে ইঁদুরের বাচ্চারা পালাতো

: ইঁদুরের বাচ্চারা পালাতো ?
ওরা বুঝি খুব বেশী জ্বালাতো?

- শুধু শুধু জ্বালাত না..ঘাড় দিত মটকে
মোটা তাজা হলে খেতো নুন দিয়ে চটকে
কেউ খেত ভাজা করে মহা আয়েশে
কারো কারো সখ ছিল ইঁদুরের পায়েশে
বাবা ছিল এসবের বিরোধী
তুমি বল কেউ চায় রেখে দিতে কি রোধী
তাই ওরা বাবাটাকে মারল
তিন দিন জ্বরে ভুগে, অভিমানে শোকে "রুগে"
বাবা এই পৃথিবীটা ছাড়ল

: ওরা এত নীচ হতে পারল?

বেড়ালটা কেঁদে বলে - মামা ওরা হায়না
পশুদের ভাল তারা কক্ষনো চায়না
ওরা চায় সংঘাত যুদ্ধ
পৃথিবীটা হোক অবরুদ্ধ
শান্তির লক্ষ্যে, নিরীহের পক্ষে
কাজ করেছিল বলে মাকে
মেরেছিল নিয়ে ওই বাঁকে
সেই থেকে আমি বাবা-মা হারা
এই বুক হয়ে আছে সাহারা !

বাঘ কাঁদে হু হু করে বেড়ালকে জড়িয়ে
চোখ থেকে টুপটাপ পানি পড়ে গড়িয়ে
টুপটাপ পানি বাড়ে, সাথে বাড়ে কান্না
বাঘ তার কান্নাতো থামাতেই চান না
অবশেষে বেড়ালের চেষ্টায়,
বাঘ হয় নরমাল কেঁদে কেটে শেষটায় !

চোখ মুছে বাঘ বলে - বলে দে কে সে খুনি
ধড় থেকে মাথা আমি কেটে নেব এখুনি
কষে দুই লাথি মেরে ভেঙে দেব গর্দান
বাঁচবেনা পালিয়ে সে চীন, ঘানা, জর্দান
একবার বল তুই এসবের হোতা কে
কোন বাড়ি, কোন বনে জঙ্গলে ও থাকে

বেড়ালটা বলে মামা - এইসবে কাজ নেই
ওই পাজী বেড়ালের নেই ঘৃণা, লাজ নেই
তাছাড়া,
তুমি ধরে মারলে, জীবনটা কাড়লে
ওদের যে ছেলে মেয়ে হবে বাবা-মা ছাড়া!

বেড়ালের কথা শুনে বাঘ খুব খুশি হয়
অন্যায় করে কেউ যদি পাপী "পুশি" হয়
তবু তাকে ক্ষমা করা পশুদের রীতি
এই রীতি জেনে তুই
আজ সেটা মেনে তুই
দিয়েছিস পশুদের নব পরিচিতি ।

আয় ওরে কাছে আয়
কেন তুই গাছে? আয়
আয় ওই গাছ থেকে নেমে এই মাটিতে
বই পড়া শিখবি, ক-খ-গ-ঘ লিখবি
থেকে যাবি গুণী হয়ে আমাদের গাঁ'টিতে !

তোকে আমি সব দেব
পড়া শেষে জব দেব
খাতা দেব, বই দেব
ভুট্টার খই দেব
তেলে ভাজা মাছ দেব
খেলবার গাছ দেব
দুধ কলা? তাও দেব
যতো চাস ফাও দেব
চক ডাস্টার দেব
দুটো মাস্টার দেব
বল আর কী কী দেব
আধুলী না সিকি দেব
যদি চাস এনে দেব কোকাকোলা ফানটা
প্রয়োজন হলে দেব.. দেব এই জানটা !
তবু বল আমাদের গায়ে তুই থাকবি
দিন-রাত, রাত-দিন
সপ্তাহে সাতদিন
এই বুড়ো বাঘটাকে মামা বলে ডাকবি !

বেড়ালটা চিত্কার করে বলে - মামা
বাঘ বলে - ওরে পাজী দুষ্টুমি থামা

বেড়ালটা ফের বলে - মামা মামা মামারে

বাঘ হেসে গান ধরে, বেড়ালের কান ধরে
সারেগামা সারেগামা সারেগামা গামারে
নিউমার্কেট থেকে কিনে দেব জামারে
পিকনিকে নিয়ে যাব যতো চাস সামারে
চিত্কার কর তবু বলবনা থামারে !
শুধু তুই মামা বলে ডেকে যাবি আমারে !

[বেড়াল বাঘের মাসি বলে তোমরা যারা ভুল করো
ভীষণ হুলস্থুল করো
তাদের বলি -
বেড়াল বাঘের মাসি,
এমন কথা শুনলে বেড়াল ছানারও পায় হাসি
ছোকা-র প্রিয় বন্ধুরা সব আজকে থেকে জেনো
বাঘ বেড়ালের মামা এটাই সত্য, এটাই মেনো ]

ছড়াটি ছোটদের কাগজে প্রকাশিত, বাঘ সংখ্যায় । আমার কাছে ছোটদের কাগজের অনেকগুলো সংখ্যার সাথে বাঘ সংখ্যাটাও ছিল সংগ্রহে শুক্রাবাদের বাসায়, যেখানে ব্যাচেলর থাকতাম। গত ৩০ নভেম্বর ওই বাসায় গিয়ে দেখলাম ওরা বাসাটি ছেড়ে দিচ্ছে এবং আমার রাখা বইগুলোও পেলামনা । এটা মুলত: হয়েছে আমার খামখেয়ালির জন্য । আমার আরেকটা বাজে অভ্যাস হলো কোন লেখার কপি না রাখা ।
এই ছড়াটি পুরোটাই স্মৃতি থেকে লেখা ।
ছোটদের কাগজ প্রকাশনাটি বন্ধ হয়ে গেছে অনেক বছর হয় । কিন্তু ছড়াটি মনে করে লিখতে গিয়ে আবারও টের পেলাম তখনকার সেই সীমাহীন মুগ্ধতা !


মন্তব্য

জ্বিনের বাদশা এর ছবি

সুপার!!!
এই জিনিস আপনে ফেলাইয়া রাখছিলেন!!
আপনারে সেজন্য মাইনাস চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আকতার আহমেদ এর ছবি

পইড়া মাইনাস দেয়ার জন্য আপনারে "প্লাস" হাসি

কীর্তিনাশা এর ছবি

আকতার ভাই, আপনে মানুষটা আসলেই একটা ইয়ে...
এমন ছড়া কেউ এইভাবে ফালাইয়া রাখে। রেগে টং

জলদি আপনার এই জাতের সব ছড়া নিয়া একটা বই বাইর করেন। আমি তার প্রথম ক্রেতা হমু, কথা দিলাম।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রেনেট এর ছবি

আপনে প্রথম ক্রেতা হইবেন কইলেই হইলো? ফাঁকা মাঠ পাইছেন নাকি?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কীর্তিনাশা এর ছবি

ফাঁকা মাঠ পাই নাই। তয় আমি হইলাম গিয়ে গোলপোস্টের একদম কাছে দাঁড়াইয়া আছি। বল আইবো আর গোল দিমু। দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শামীম এর ছবি

বাপরে .... কত লম্বা গল্প!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

রেনেট এর ছবি

আকতার ভাই ফাডায়ালাইসেন গুল্লি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আকতার আহমেদ এর ছবি

ছড়াটা লিখেছি যদ্দুর মনে পড়ে কম করে হলেও ৬/৭ বছর আগে (মৃদুল ভাই সঠিক তথ্য দিতে পারবে)। তবে আমি নিজেও খানিকটা অবাক হয়েছি আবার এখানে লিখতে গিয়ে । কোন কপি নাই, তারপরও মনে হয়না খুব বেশী এদিক ওদিক হয়েছে । কীর্তিনাশা, রেনেট, শামীম ভাই.. সবাইকে কৃতজ্ঞতা পড়ার জন্য, কমেন্টের জন্য ।

অতন্দ্র প্রহরী এর ছবি

অসাধারণ! সিম্পলি অসাধারণ! আকতার ভাই, খালি ছন্দেই না, আপনি মেমোরিতেও তুখোড় একজন মানুষ। দেখেন না বস বাকি লেখাগুলোও (যেগুলো হারায়া ফেলসেন), স্মৃতি থেকে নামানো যায় কিনা... হাসি

নজমুল আলবাব এর ছবি

আকতার আপনে এইটা ফালাইয়া রাখছিলেন? তাও নিজের বাড়িতে না!!! আপনারে কইষা মাইর দেওন দরকার। আমার মতো বদরেও আপনে হার মানাইছেন।

জনগন কিন্তু এইবার বই চায়। আপনে কি সেইসব দাবী শুনছেন?

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

আকতার আহমেদ এর ছবি

বিডিআর ভাই, অপু ভাই আপনাদের ভালবাসা দেইখা আমি যারপরনাই কৃতার্থ বোধ করতেছি, সেই সাথে খানিকটা লজ্জ্বাও । ছড়া লিখতাম মনের আনন্দে । এটা যে সংরক্ষণ করতে হবে এই চিন্তা মাথায় আসেনাই কখনো.. এখনো না । আগের গুলাতো গেছেই.. সচলেরগুলারও কোন কপি ছিলনা আমার কাছে। সার্ভার জটিলতার সময় লীলেন ভাই আর মৃদুলের বকাবকিতে কপি করে রাখছি ।

এখন কথা হইলো.. কী বলতে চাইছিলাম ভুইলা গেছি !

মূর্তালা রামাত এর ছবি

অসাধারণ লাগলো। কীভাবে যে এমন করে লিখতে পারেন।

মূর্তালা রামাত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আকতার ভাই আপনে তো দেখি মানুষ না... এক্কেবেরে বাঘের বাচ্চা...

স্যালুট বস... মুগ্ধতা ভরা স্যালুট...

তবে এগুলা ফালায়া রাখছিলেন বইলা আমি বকতে পারলাম না। কারন আমার জীবনের কোনোকিছুই সংরক্ষন করা নাই। আপনের মতোই খারাপ দশা আমার।

তবে আপনার স্মৃতিশক্তির কণামাত্রও আমার নাই
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পান্থ রহমান রেজা এর ছবি

লাজওয়াব পান্থ!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

উরি সর্বনাশ !
মেমোরি থেকে তুলে আনলেন এই জিনিস !!অ্যাঁ
আপনার পদধূলি কুরিয়ারে করে বগুড়ায় পাঠিয়ে দেন তো, আকতার ভাই। এই ভোলারাম তাইলে একটু উপকৃত হইতে পারে।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

জ্বিনের বাদশা এর ছবি

বই চাই বই চাই
বই ছাড়া কথা নাই
(আকতার ভাইর পোস্টে আসলে এমনে এমনেই সবকিছু ছড়া হইয়া যায়)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জি.এম.তানিম এর ছবি

জবাব নাই...খালি হাততালি...

(বই চাই বই চাই...)
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রেনেট এর ছবি

বই চাই বই চাই হাসি
বউ চাই বউ চাই দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আকতার আহমেদ এর ছবি

মূর্তালা,নজু ভাই,পান্থ,শিমুল আপা,তানিম,জ্বিনের বাদশা,রেনেট সবাইকে অনেক ধন্যবাদ.. কৃতজ্ঞতা ।
আমি হইলাম আজাইরা ছড়াকার । কোন কিছু ভাইবা লিখিনা..খামখেয়ালির জন্য সংরক্ষণও করা হয়না আর বই করার চিন্তাতো অনেক পরে..
তবে সচলের জন্য লেখা ছড়াগুলো থেকে কিছু ছড়া নিয়ে একটা বই হইলেও হইতে পারে..নিশ্চিত না । বই হোক বা না হোক..সচলে লিখে যে পরিমাণ ভাল লাগা অভিজ্ঞতা হয়েছে তা আমার কাছে অমূল্য. এই অনুভুতি একেবারে আলাদা ।
সবাইকে আবারও কৃতজ্ঞতা

পথে হারানো মেয়ে এর ছবি

একসময় কি অধীর আগ্রহে প্রতিমাসে ছোটদের কাগজের জন্য অপেক্ষা করতাম। এখন বুঝতে পারছি কেন... এই রকম অসাধারণ লেখাগুলোর জন্যই দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

- বই নাই, বউও নাই
চাই বই, চাই বউ
এই বলে সবাই করে
কাজ ফেলে হাউকাউ।
ছড়াকার আকতারের আছে-
স্মৃতি ভর্তি ছড়ার ঝামা
যতো পারো লেখো তুমি,
ওহে আকতার মামা।

- আরেহ্ বাহ্ ধুগো, বাহ্। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্ ধূগো বাহ্...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আকতার আহমেদ এর ছবি

মামা আপ্নেতো পুরা একটা অমানবিক প্রতিভা হাসি
বাহ্ মামা.. বাহ্

সুলতানা পারভীন শিমুল এর ছবি

তাই তো দেখি। চিন্তিত
আরেহ্ বাহ্ ধুগো, বাহ্।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দেবোত্তম দাশ এর ছবি

খাসা হয়েছে। এতদিন পরেও মনে থাকার জন্য ৫ তাঁরা ।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জবান বন্ধ!

এইটা কী টাইপের স্মৃতিশক্তি রে, ভাই!

শুনেন, মাথার হার্ড ডিস্কে বিছড়ায়া আরও বাইর করেন তো!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আকতার আহমেদ এর ছবি

সবাইকে অশেষ কৃতজ্ঞতা..যারা পড়ছেন কমেন্ট করছেন !

আহমেদুর রশীদ এর ছবি

সবাই দাবি তুলেছে বইয়ের।আমিও অনেক দিন ধরে পান্ডুলিপির জন্য তাড়া দিচ্ছি।কিন্তু আখতার বারবার বুদ্ধিমান রাজনীতিবিদ আর বোকা স্বৈরাচারএর মতো ঘুড়িয়ে উত্তর দিয়ে দায় সারতে চাচ্ছে।এই অবস্থা যদি চলতে থাকে.................থাক বাকীটা আর বললাম না।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পুরা সেইরম হইছে। পুরা...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।