শুভ জন্মদিন ক্যামেলিয়াপু

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ১১/১১/২০০৮ - ১০:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যে মেয়েটি সারাটি ক্ষণ
মিষ্টি করে হাসতে জানে
দু:খ ভুলে সুখের হাওয়ায়
ভাসাতে আর ভাসতে জানে

সবার ভাল চাইতে জানে
আড্ডাতে গান গাইতে জানে

যে মেয়েটির ভাবনাগুলো
এক্কেবারে অন্য..
এই ছড়া সেই "অন্যরকম"
ক্যামেলিয়ার জন্য !


মন্তব্য

আলমগীর এর ছবি

জন্মদিন শুভ হোক।

কীর্তিনাশা এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়া আপু।

আকতার ভাইকে ছড়ায় জাঝা

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তারেক এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়াপু
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়াপু
জনতার দাবী, নজু ভাইয়ের বাসায় হলফ করা গরুর মাংসের দাওয়াতের তারিখটা আজকেই ঘোষণা করা হোক ...

কৃতজ্ঞতা : অতন্দ্র প্রহরী, চমত্কার এই ছবিটার জন্য

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন, ক্যামেলিয়া।
ভাল থাকুন, সুন্দর থাকুন।
আমাদের বেক্কল ছড়াকারের ছড়া ও যথারীতি দুর্দান্ত।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়াপু। ভালো থাকুন সবসময়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সবজান্তা এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়া আপু, দিন ভালো কাটুক, বছর ভালো কাটুক...সারা জীবন ভালো কাটুক !

ইতিঃ

যার নাম ভুলে গিয়েছিলেন নজরুল ভাইয়ের বাসা থেকে ক্যাবে আসার সময়।


অলমিতি বিস্তারেণ

আহমেদুর রশীদ এর ছবি

দাওয়াত বিষয়ক একদফা দাবীতে একাত্মতা প্রকাশ করে আমরাও জানিয়ে দিতে চাই.......................নইলে দাওয়াত ছাড়াই এলিফেন্ট রোডের সুবাস্তু আকের্ডের পেছনের তিনতলায় আখাওয়া ঘেরাও কর্মসূচী দেয়া হবে।

শুভ জন্মদিন।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়াদি, পিচ্চিদ্বয় এবং তাদের বাপ সহিত আনন্দ-ফুর্তিতে কাটুক প্রতিটা দিন ।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতন্দ্র প্রহরী এর ছবি

কারেকশন: পিচ্চিত্রয়! হাসি

গৌতম [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন, আপু।

ইশতিয়াক রউফ এর ছবি

শুভ জন্মদিন, আপু। হাসি

রেনেট এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়া আপু হাসি আনন্দে কাটুক সারাটি জীবন।
আমি বলি কি...যাবতীয় দাওয়াত ডিসেম্বরে ফেলা যায় না? আমি ডিসেম্বরে আসছি কিনা দেঁতো হাসি

আকতার ভাই ছড়া লিখ্যা ফাডায়ালাইতেসেন!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তানবীরা এর ছবি

শুভ জন্মদিন আপু।

আমি রেনেটকে পূর্ন সমর্থন দিচ্ছি

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রেনেট এর ছবি

রে-তা প্রবাসী ঐক্যজোট
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তানবীরা এর ছবি

আশাকরছি ডিসেম্বরে দেখা হবে তাহলে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কল্পনা আক্তার এর ছবি

শুভ জন্মদিন আপু হাসি

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভ জন্মদিন !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

পান্থ  এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়াপু।
জনতার সাথে আমিও গলা মিলায়, নজু ভাইয়ের বাসায় দেয়া প্রতিশ্রুতি... গোমাংস+খিচুড়ি+রাশান ভ... নাহ্, আর বলবো না।

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়া'পু। অনেক আনন্দে কাটান দিনটা, এই কামনা করি। তারচেয়েও বেশি কামনা করি যেন সচলে "সোয়া"-"আধা" নয়, বরং পুরোদমে দেখা পাওয়া যায় আপনার। তবে, আপনি কী (নজু ভাইয়ের বাসায় বলা) গরুর মাংস খাওয়ানোর ভয়েই আবার গা ঢাকা দিলেন? চোখ টিপি

আকতার ভাইকে অনেক ধন্যবাদ- চমৎকার ছড়াটার জন্য, আর আমার তোলা ছবিটা ব্যবহার করার জন্য হাসি

পুতুল এর ছবি

শুভ জন্মদিন আপু।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

টুটুল ভাইয়ের ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।
আগে গরুর মাংস খাই... তারপর শুভেচ্ছা নিয়া আলাপ করা যাবে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন আপু ।
নিবিড়

আহমেদুর রশীদ এর ছবি

প্রেস বিজ্ঞপ্তি

এইমাত্র আজকের জন্মদিন বালিকা(লোকে তাকে এখনো স্কুল গোয়িং বালিকাই ভাবে।) আমাকে ফোন করে কৃতজ্ঞ করলেন।উনার বক্তব্যের সারমর্ম হলো-লোক মারফত তিনি খবর পেয়েছেন,সচলে তাকে শুভেচ্ছা জানিয়ে আজ পোস্ট এসেছে এবং জন্মদিনের শুভেচ্ছার বন্যায় তিনি ভেসে যাচ্ছেন।এতে তিনি আপ্লুত এবং লজ্জিত।আপ্লুত হোয়ার কারণ ব্যখ্যার প্রয়োজন নাই,তবে নজ্জিত যে কারণে,সেটা হলো গরু+ছাগল+মুরগি (ছাগল+মুরগি বোনাস) আজ না খাইয়ে দুচার দিন পরে খাওয়াতে চাচ্ছেন।এতে সচলদের সার্বিক অসুবিধার জন্য তিনি দূ:খ প্রকাশ করেছেন।সবশেষে তিনি সম্প্রতি বিশেষ বাহিনী কতৃক জব্দ করা তার ছাড়পত্র ফিরে পাবার ব্যাপারে সকলের বিশেষ মোনাজাত কামনা করেছেন।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

তানবীরা এর ছবি

আপু প্লীজ ১৪ই ডিসেম্বরের পরে খাওয়ানন ন ন ন ন ন

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রাফি এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়া আপু...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

মুস্তাফিজ এর ছবি

শুভ জন্মদিন ! বারাবার ফিরে আসুক এই দিন।

...........................
Every Picture Tells a Story

নজমুল আলবাব এর ছবি
সুমন চৌধুরী এর ছবি
মুশফিকা মুমু এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়াপু, অনেক অনেক শুভেচ্ছা রইল হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

জ্বিনের বাদশা এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়া আপুকে

আকতার ভাইরে চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ধ্রুব হাসান এর ছবি

শুভ জন্মদিন

সুমন সুপান্থ এর ছবি

যেন এক সমুদ্রের পাখি
সুনীল রৌদ্র ভেঙে সকালের রূপালী ডানায়
উড়ে যেতে যতে বলে গেলো শুভনীয়া, শুভ হোক

---------------------------------------------------------

'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

রণদীপম বসু এর ছবি

এইটা কোন কথা হলো !
দিনটা কি আর পেলো না ?
যখন তখন জন্ম নেয়ার
বাতিকটা আর গেলো না !

সাধে কি আর বাঙাল বলে !
কাঙালপনা থাকতে হয়,
পাঞ্জি দেখে জন্ম নেয়ার
ইচ্ছেটাও রাখতে হয়।

পাঁজি বলে শনি মঙ্গল
নতুন যাত্রা ভালো নয়,
এই দিনে যে জন্ম নেবে
কুচকুচে সে কালো হয়।

পঞ্জিকা নয় হেলাফেলা
কথাগুলোও বেঠিক নয়,
ছবির মানুষ হয় যদি ঠিক
জন্ম তারিখ সঠিক নয়।

কি জানি কী অফার করে
কোত্থেকে কে লাগায় ফেউ !
নকল ছবির বাজারে তাই
আসল ছবি দেয় না কেউ।

জন্ম যদি আজকেই হয
ছবির মেয়ে নকল সই,
শুভেচ্ছা তো জানাবো তাও
আসল কথা কেমনে কই ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

শুভ জন্মদিন আপু হাসি

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এই দিনেও আপনার কোনো দেখা নেই?
অনেক অনেক শুভেচ্ছা, ক্যামেলিয়া। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অম্লান অভি এর ছবি

তাইতো বলি খেপলো কেন নজুরুল ভাই
নিচে দেখি আকতারের -শুভেচ্ছা বার্তা- তাই।
রবি বাবুর ক্যামেলিয়া খোপায় বাঁধা পড়ে
জন্মদিনের শুভ ক্ষণে অন্য রকম করে
শুভেচ্ছা তাই জানিয়ে দিল রণদীপম দূরে.....................

আমি আর কি বলি- চেনা 'অতন্দ্র প্রহরী'র কড়ে
"জন্মদিনের শুভেচ্ছা" -এই ভাব্যিকতার সুরে
(কাব্যিকতা নয় কারণ ওটা আকতারেরই মানায়)
ক্যামেলিয়া নামটি ধরে ডেকেছিলাম তারে
ফুলটি মনে করে, আপু করে ডাক দিয়ে তায়
শুধরে নিলাম ওরে, মানবীরে মনে ধরে...........................

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

হিমু এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা।


হাঁটুপানির জলদস্যু

আলমগীর এর ছবি

শুকনা কাঁথার স্টক কী শেষ? একটা শালই নাহয় দেন।

ভূঁতের বাচ্চা এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা ক্যামেলিয়া আপু !
আপনাকে হাসতে দেখলে খুব ভাল লাগে।
এভাবেই হাসতে থাকবেন সবসময় সেই কামনাই করি !
আন্তরিক শুভকামনা রইল।

--------------------------------------------------------

মৃদুল আহমেদ এর ছবি

ব্যাপর দেখসেন ক্যামেলিয়া?
প্রহরীটা সুযোগমতো ছবি নিসে ক্যামে লিয়া?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অতন্দ্র প্রহরী এর ছবি

ক্যামেরা আমার ধন্য
এই ফোটু-টার জন্য হো হো হো

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়া।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

রায়হান আবীর এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়াপু হাসি

=============================

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

হাসিখুশি কাউকে দেখলেই বালা পাই। হেসে-খেলেই কেটে যাক জীবন।

ভালো থাকবেন। শুভ জন্মদিন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, ক্যামেলিয়া!

ওরকম সুন্দর দেখতে যে আর ওরকম মিষ্টি হাসি যার, তার সবদিনই শুভ নিশ্চয়ই, তারপরও আজকের দিনে বিশেষ শুভেচ্ছা পাঠালাম হাসি

ইসসস, আরো কয়েকটা দিন ফেরৎ আসাটা পিছাতে পারলে আপনাকে ভালো একখান ছিল দেয়া যেতো মন খারাপ

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

হ্যাপী বাড্ডে হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

রেজওয়ান এর ছবি
থার্ড আই এর ছবি

শুভেচ্ছা এবং শুভকামনা রইলো , হাসি অটুট থাকুক।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মাহবুব লীলেন এর ছবি

এইটারে বলে উলুবনে মুক্তা ছড়ানো
মানুষ তারে বলে শুভ জন্মদিন আর সে এইবাড়ি ওইবাড়ি গিয়ে খোঁজে তার পাসপোর্ট

একই সঙ্গে রাখা স্বামীর পাসপোর্ট থাকে কিন্তু তারটা হারিয়ে যায়
ঘটনা সন্দেহজনক

রানা মেহের এর ছবি

শুভ জন্মদিন ক্যামেলিয়া।
ভালো থাকবেন সবসময়
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নিঘাত তিথি এর ছবি

জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।