আমি অণু প্রাণীতো, অণু ছড়া পড়ে তাই হই অনুপ্রাণিত ! "ছড়মাণু" "নিমকি"-র আকারে ও ধরণে..লেখা এই ছড়াগুলো, প্রিয় দুই ছড়াকার সন্ন্যাসী -মৃদুলের দুই জোড়া চরণে। সিরিজের নামটাও দি'ছে সন্ন্যাসীদা', বিনয়ের অবতার "থ্যাঙ্কস" ল'ন না সিধা !
০১.
“ভাবীর খাতির দেবর সনে”
ফাঁস হয়ে যায় এ্যাবরশনে !
০২.
ব্যাপারটা পুরুষালী
পটিয়েছে নুরু, শালী
০৩.
প্রথম দেখায় "কিস" তাড়িত
ক'দিন যেতেই বিস্তারিত !
০৪.
ওরা পটু দম্পতি
বউটা বেশী, কম পতি
০৫.
কর কি আরে ..
না জেনেই তুমি খারাপ বলছ পরকিয়ারে !
০৬.
দেখিনি এমন বদ ধরাতে
দিনে চুপ, অনবদ্য রাতে !
০৭.
জমে যেতো আরো সিনেমাটা
না আসলে বেড সিনে মা'টা !
০৮.
দেখছনি মাই গড
এতো বড় মাই গড !
০৯.
হানিমুনে গিয়ে তিনি সোনাদিয়া
বউরে করলো খুশি সোনা দিয়া
১০.
এটাই তোমার সুরুচি?
নিচ থেকে কর শুরু ছি :
মন্তব্য
নাহ...সচলায়তনরে আপ্নারা সবাই খাইস্টায়তন বানায়া ছাড়বেনই দেখা যায়!
তবে বয়সের ট্যাগটা ঠিক হৈসে।
প্রথম খাচ্রা ছড়া লেখার জন্য আপাতত আপনাকে ছয় মাসের ফাঁসি দেয়া হইল। নেক্সট টাইম আবার লিখলে আপনাকে সারজীবনের জন্য যাবজ্জীবন দেয়া হইবে।
ভালো হৈয়া যান!
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
প্রয়োজন নেই কোন বোতলশিশি-র
কোনমতে চার ফোঁটা দিলেম শিশির।
১.
বুড়া হয়ে গেছি, তাই বলে সাধ নেই নাকি শরীরে?
অবকাশে এক জোড়া সাথে করে নেই না কিশোরীরে?
২.
পাই না ভেবে অমন মিছে হলাম চোখের বালি কাদের?
কী ক্ষতি হয় কামড় দিলে হরিণচোখের বালিকাদের?
৩.
কার পরশে উঠলো ক্ষেপে আমার তরুণ ইসে?
আর বোলো না পাশের বাড়ির কোমল তরুণী সে।
৪.
কাজ শেষে পড়শিনী ভাবি চলে যান গিয়া
রয়ে যায় এক কোণে সুরভিত জাঙ্গিয়া।
হাঁটুপানির জলদস্যু
আলাদা পোস্ট দেন হিমু ভাই।
চার ফোঁটা আমিও,
যদি চাও জমিও।
১.
-কাত হয়ে নাশুয়ে কেন চিত হয়ে শৌ?
-কোন দিকে কাত হব? দুপাশে দু বৌ!
২.
নাকে সরিষার তেল তিনি ঘুমে ন্যস্ত
নিজেদের কাম নিয়ে বৌরাই ব্যস্ত
৩.
এক বৌ ইয়া মোটা আরেকটা শুঁটকি
এদুটোরে সামলাতে মারা খেল ...
৪.
-এই তুমি এটা কর আমি করি ওটা!
-এসব করলে পরে দেবেনাতো খোটা?
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
হিমু ভাই, আপনার অবশ্যই এগুলো আলাদা পোস্টে দেওয়া উচিত। আপনার ছড়মানুগুলোও অসাধারণ! মাথা বটে!
হিমুর কারণে আমার এক অতি মিনি-ছড়ার অপমৃত্যু ঘটলো
কী শরীর
কিশোরীর!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হে হে হে হে...
ওরে আমার আল্লা!!! পাঁচাইলাম
অজু করে আসালাগবে নির্ঘাত।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
জট্টিল!
সুন্দর হইসে আকতার ভাই! একদম জমাইন্যা হইসে।
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ওয়াক! ওয়াক! চরম অশলীশ হইছে।
৮ নাম্বারটা বেস্ট।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আকতার ভাই, আপনাকে
আহেম!
আকতার ভাই, কিছুই বলার নাই। চুপচাপ বরং উপভোগ করি তিন জটিল ছড়াকারের নিমকি/ছড়মানু/খাচড়া ছড়াগুলা, আর কমেন্টেও তো আছেই বিভিন্ন সব দারুন ছড়া। প্রশংসার ভাষা নাই...
- ৮ নাম্বারটা পড়ে আরেকটু হৈলেই উলটায়া পড়ছিলাম।
৯ নাম্বারটা পড়ে ইচ্ছে হইছে মৃদুল'দা, সন্ন্যাসী'দার মতো আপনার হাতও সোনা দিয়ে বাধিয়ে না দিয়ে বরং হাতে কাঁচা সোনা ধরিয়ে দেই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ছড়ার ছররায় ঘায়েল হয়ে গেলাম।
কেউ কারো চেয়ে কম যায় না।
লাভ অবশ্য আমরা যারা পাঠক তাদেরই।
জয়তু ছড়া,
জয়তু ছড়াকার সকল।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
পোলাপানের মাথা পুরাপুরি গেছে!
ছি! ছি!!
(এরকম পোষ্ট আরও যদি পাইতাম ...............)
আমি এইসব পড়ি না...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
পড়েন না! তাইলে এইটা পড়লেন কেমনে?
Be honest!
স্পষ্টতই সচলায়তনে ছড়া নিয়ে নতুন বাদ বা ইজমের অভির্ভাব ঘটেছে। এটাকে ছড়ার কোন্ ইজম বা কাল ধরা যায়? প্রথমত অনু, পরমানু ছড়ার কায়দা আবার ইরোটিজম যোগ হওয়ায় ছড়াকাররা একটা নতুন ছড়াযুগের সূচনা করলেন। এ নিয়ে গবেষণারত ছড়াকারের সংখ্যাও কম না।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
এই পাবলিক আমারে বিনয়ী কয়?
নমুনা দেখুন। তিনি ছড়া প্রকাশ শুরু করেছিলেন নাম-ছাড়া! এই কারণে মাহবুব লীলেন তাঁকে বেক্কল ছড়াকার অভিধা দিলে পরে অনেকটা বাধ্য হয়েই যেন নিজের নাম দিতে শুরু করেন।
জি-টকে তাঁর বিনয়ের তোড়ে অতিষ্ঠ হয়ে তাঁকে "বিনয়ের অবতার" (সংক্ষেপে "অবতার"। "অবতার"-"আকতার" - কাছাকাছি।) ডাকি। সেটার প্রতিশোধ তিনি নিলেন সচলায়তনে!
ছড়া বিষয়ে কিছুই বলবো না! কারণ সবগুলো জঘন্য! একেবারে যাতা!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সন্ন্যাসী বলে,
অবতার আকতার লেখে কি যা-তা,
সবার সামনেই তারে দিবো নাকি যাতা!
বাহ্, ধুগো বাহ॥ ঘুমে পাওয়া ছড়াণু দেকি!
কী দারুণ ছড়াগুলো লিখিয়াছে আকতারে...
সাব-বাঁশ দেব যদি পাই কোনো ফাঁক তারে!
এই খাচড়া ছড়ায় একটা জিনিস দ্রষ্টব্য, এবার আর কোনো ভদ্রমহিলার কমেন্ট দেখতে পাচ্ছি না! উনারা অনেক কষ্টে আমার ৪ পর্বের নিমকির পর সন্ন্যাসীর ছড়মাণু হজম করেছেন, কিন্তু এবার বোধহয় আর পারা গেল না...
ভাই, আমি এসবের মধ্যে নাই... সচলে বন্ধুবান্ধব, ভাইবোন সবাইরে নিয়া শান্তিতে থাকতে চাই...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
নো কমেণ্ট, আমি এখনো এরশাদাদু হই নাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
সবাইরে অনেক ধন্যবাদ যারা পড়ছেন ..কমেন্ট করছেন ।
হিমু ভাইতো অনেক আগে থেকেই ব্লাক লিস্টেড..এখন যোগ হইছে স্পর্শ আর ধুগোদা''
খবরদার ..কমেন্টে আর আপনাদের ছড়া দেখলে খবরাছে । আলাদা পোষ্ট না দিয়া ছড়া দিয়া কমেন্টাইলে দেইখেন খালি...
সন্ন্যাসীদারে ধন্যবাদ আমার ছড়া যে জঘন্য হইছে এই সহজ সত্যটা প্রকাশ করার জন্য
ছড়া পড়ে যারা গুল্লি মারছেন..বুড়া আঙুল দেখাইছেন অথবা মনে মনে গালি দিছেন সবাইরে আবারও ধন্যবাদ !
ওরে-এ সবাই মিলা খাচ্রামি শুরু কইরা দিসে দেখি
যতসব ভয়াবহ ছড়া !
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
লিখব কি মুখবন্ধ?
ছড়া পড়ে মুখ বন্ধ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
হা হা হা হা!!!
চ্রম সব অনুকাব্য!! আর, শিরোনামটা তো পুরাই তাৎপর্যপূর্ণ!!!!
যেমন মূল পোস্ট, সাথে তার মন্তব্যগুলাও!!! ;)
- মুক্ত বয়ান
নতুন মন্তব্য করুন