৮ | লিখেছেন রেনেট (তারিখ: সোম, ০১/১২/২০০৮ - ২:০৮অপরাহ্ন)
কি লিখব, বুঝতে পারছি না।
অসম্ভব ফাটাফাটি
আকতার ভাই এট হিজ বেস্ট
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
১০ | লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: সোম, ০১/১২/২০০৮ - ২:৫৮অপরাহ্ন)
সিরাম হইছে !
ইস আমি যদি আকতার এর মত ছড়াকার হতে পারতাম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
১১ | লিখেছেন আবু রেজা [অতিথি] (তারিখ: সোম, ০১/১২/২০০৮ - ৩:৪৫অপরাহ্ন)
দারুণ! চমৎকার!! ফাটাফাটি!!!
----------------------------------------------------------------
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
আকতার ভাই, আপনের উপরে দুইটা কাজ ফরজ হইয়া গেছে, মানে অতিসত্ত্বর দুইটা ছড়ার বই প্রকাশ করা --একটা বাচ্চাদের জন্য, আরেকটা রাজনৈতিক ... ওয়াক্ত থাকতে নামাজ পইড়া ফালান
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
রাজনৈতিক ছড়া কাহাকে বলে, উহা কতো প্রকার ও কী কী, প্রিয় ছড়াকার আক্তারাহ্মেদ তা সচলায়তনে একাধিকবার উদাহরণসহ দেখিয়ে দিয়েছেন। এখন সামনের বইমেলায় বই চাই একখানা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মন্তব্য
স্বমহিমায় আকতার ভাই
হাঁটুপানির জলদস্যু
আসলেই গুল্লি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এক্কেবারে মনের কথা, আকতার ভাই। যথারীতি...
ভাবছি, আবার আপনাকে না মুর্তি ভেবে বসে !
=============================
সেইরম!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অনেক দিন পর আকতার ভাই কে তার স্বরূপে দেখা গেল। গুলি না করলে আর চলছে না -
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কি লিখব, বুঝতে পারছি না।
অসম্ভব ফাটাফাটি
আকতার ভাই এট হিজ বেস্ট
---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
সবাই তো বিশেষণ দেখি শেষ কইরা ফেলছে অহন কি লিখি? পাইছি একখান “দুর্দান্ত”......।
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
সিরাম হইছে !
ইস আমি যদি আকতার এর মত ছড়াকার হতে পারতাম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
দারুণ! চমৎকার!! ফাটাফাটি!!!
----------------------------------------------------------------
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
রাগে-দুঃখে মাথার চুল ছিড়া ছড়্ড়া।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আকতার ভাই, আপনের উপরে দুইটা কাজ ফরজ হইয়া গেছে, মানে অতিসত্ত্বর দুইটা ছড়ার বই প্রকাশ করা --একটা বাচ্চাদের জন্য, আরেকটা রাজনৈতিক ... ওয়াক্ত থাকতে নামাজ পইড়া ফালান
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
আলমগীর ভাই, হিমু ভাই, নজু ভাই, ইশতিয়াক রউফ, রায়হান আবীর, মুর্শেদ ভাই, কীর্তিনাশা, রেনেট, নির্বাক, মানিক ভাই, আবু রেজা, বলাইদা, জ্বিনের বাদশা - সব ভাইরে সব্বাইরে ধন্যবাদ ।
ভাবছি, আবার আপনাকে না মুর্তি ভেবে বসে !
আকতার ভাই, প্রশংসা জানানোর ভাষা নাই। অনেক শক্তিশালী আপনার লেখার হাত। মুগ্ধ হইলাম আরেকবার
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
সত্যি আকতার, এতো যে চমৎকার!!!! কি বলে প্রশংসা করলে যে যথেষ্ট হবে, জানি না!
অনেক দিন পর কালের ছড়ার মজা পেলাম।
দুর্দান্ত!
- ডেভ্যু মহারাজদের এতো করে বললাম একটা কামান বানায়া দেও। এইসবে কি তিনশতিনের গুল্লিতে কুলায়!
আকতার ভাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পান্থ, অপ্র, স্নিগ্ধাদি', অনিন্দিতা, শিমুল ভাই, ধুগোদা - সবাইকে অনেক ধন্যবাদ ।
এসব বিষয় নিয়ে ছড়া লিখতে সত্যি আর ভাল্লাগেনা ..কসম !
কি বলব, বুঝতে পারছি না...., তাই এক কথায় সাবাস!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
দুর্ধর্ষ!
রাজনৈতিক ছড়া কাহাকে বলে, উহা কতো প্রকার ও কী কী, প্রিয় ছড়াকার আক্তারাহ্মেদ তা সচলায়তনে একাধিকবার উদাহরণসহ দেখিয়ে দিয়েছেন। এখন সামনের বইমেলায় বই চাই একখানা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
superb!
salute!
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন