ছড়াটি লিখেছিলাম '৯৬ এর নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগের সরকার গঠনের কিছুদিন পর। আজ বিডিনিউজ২৪ এ “বগুড়ায় সাবেক আ'লীগ নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা” শীর্ষক খবরটা পড়ে প্রায় এক যুগ আগে লেখা ছড়াটির কথা মনে পড়ল। অপ্রাসঙ্গিক মনে হলে সে দায় একান্তই ছড়াকারের...
কিনতে হবে কাপড় আবার
ডাকতে হবে দর্জি
ভিড়তে হবে ওদের দলে
বুঝে মেজাজ মর্জি
একাত্তরে উল্টা লড়ে
ভুল করেছি মস্ত
শেখ মুজিবের রক্ত দিয়ে
লাল করেছি হস্ত
সে' হাত দিয়ে উড়াব আজ
স্বাধীন দেশের ঝান্ডা
মুজিব কোটের ভেল্কি দিয়ে
করব তাদের ঠান্ডা
হবো যখন ওদের দলের
টিকিট কেটে মন্ত্রী
তখন কে আর বলবে- তুমি
ঘাতক, ষড়যন্ত্রী!
মন্তব্য
এত দিন কোথায় ছিলেন.............???
ছড়া পুরা ফাটানি
নিয়মিত না লিখলে কিন্তু আপনার আইপি সহ ব্যাঞ্চামু
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
পাঁচতারা।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
ওষুধে সামান্য কাজ হইসে, দেখতেসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
মোটেও অপ্রসাঙ্গিক নয়। ৯৬ সালে লেখা ছড়াও বর্তমান ঘটনায় দারুণ ফুটে উঠেছে। সত্যি অসাধারণ ছড়া।
তা এতোদিন কোথায় ছিলেন।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
কতদিন পর বসের ছড়া!
যেন না থামে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কতদিন পরে আকতার ভাইয়ের ছড়া!! খুশির চোটে কি বলব, বুঝতে পারছি না।
ছড়া পুরা
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ধন্যবাদ কীর্তিনাশা, আনিস ভাই, সন্ন্যাসীদা, পান্থ, মানিক ভাই, পরিবর্তনশীল, রেনেট...
নানাবিধ সামাজিক-অসামাজিক ঝামেলায় পইড়া লেখা হইতেসিল না। ম্যালা দিন পর নিজের লেখায় কমেন্ট দেইখা "অতিথি" থাকার সময়ের অনুভূতি হইতেসে। দেখি আবার নিয়মিত হওয়া যায় কী না! ধন্যবাদ সবাইরে...
বহুদিন পরে বিমর্ষ আকতার আবার গা ঝাড়া দিয়ে উঠল
চলুক
আপ্নারে * * * * *
অফটপিকঃ ছড়াটারে তের বছর আগের জিনিস বইলা মনে হয়না... তাইলে কি বাংলাদেশ তের বছর আগেও যা ছিল এখনো তাই আছে!! আরো কতজন এম্নে ভিতরে ঢুইকা বইসা আছে কে জানে!
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
একদম খাপে খাপ!
অসাধারণ *****
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
দারুণ! চমত্কার!
এব্যাপারে অমত কার?
*********************************
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
বলা হয়, একাত্তরের চিহ্নিত ১১ হাজার দালালদের কয়েক হাজার নিজে বা বা ছেলে বা ভাই বা জামাই এখন জামাত করে।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ফারুক ভাই, আপনি কি জামাত বলতে চেয়েছেন নাকিআ'লীগ?
কারণ একাত্তরের চিহ্নিত দালালরা জামাত করবে এটাইতো স্বাভাবিক। বরং অস্বাভাবিক মনে হবে যদি তা সংখ্যায় এত কম হয়!
অসাধারণ!
___________________
সহজ কথা যায়না বলা সহজে
ব্যাপক!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বহুদিন পর ফেরার মতো ফেরা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ভেল্কী দেখাইয়া আবার আইল আমাদের আকতার; আমি ভাবলাম কি যে ব্যাপার নাম মন কয় পালটাইছে.............তয় অতিথি জন্যি কতি পারি নাই যদি কেউ মাইন্ড খায় (আকতার বাদে...) হা হা। দিন কি বদলায় আকতার; আমাদের স্বপ্ন চাঁপা পড়ে বাস্তবতার ভীড়ে। পথ প্রদর্শক শুণ্য আমাদের রাস্তার সামনে দাঁড়িয়ে এক চাটুকার নিজেকেই দাবী করে সব- আমরা যারা তেলান্তিস দিতে পারি তারাই গাড়ীতে চড়ি হাসি উচ্ছ্বাসে।
কোথায় ছিল অজানা পাঠকের মর্ম লেখা?
ভালো ভালো ভালো...................
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
ছড়াকারের পুনরাগমনে স্বাগতম !
আপনার ছড়াটা ঠিক জায়গাটাকেই চিহ্নিত করেছে, যা আমি ক'দিন ধরে সবাইকে তাই বলছি। আরো কতো মুখোশধারী যে বিভিন্ন দলের মধ্যে আসল পরিচয লুকিয়ে সাবোটাজ করতে থাকবে তা ভাবলে মন খারাপ হয়ে যায়। জঙ্গিবাদীরা যে অনেক আগে থেকেই খুব পরিকল্পিতভাবে বিভিন্ন দলে আত্মগোপন করে আছে তা যদি দলগুলো বুঝতে পারতো....!!!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অনেকদিন পর আকতার ভাই কিন্তু পুরা সিরাম
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
অনেকদিন পর ফিরলেন দুর্দান্ত এক ছড়া নিয়ে।
আইলেন তাইলে? আর কিছু কওনের নাই
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
---------------------------------
তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!
---------------------------------
বাঁইচ্যা আছি
সবাইকে ধন্যবাদ পড়ার জন্য, কমেন্টানোর জন্য!
খাপে খাপ মইজুদ্দির বাপ।
১৩ বছর আগের ছড়া মনে হয় ১৩০ বছর পরেও খাপে খাপে বসে যাবে।
আক্তার - তুমি মরো নাই??!!
নাকি ওইপার থেকেই অভ্যাসবশতঃ দারুণ সব ছড়া লিখে ফেলতেসো?
নতুন মন্তব্য করুন